৪০০ শূন্যপদে NPCIL এ এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ, ৩০ এপ্রিল অবধি আবেদন চলবে

400 vacancies NPCIL Executive Trainee Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NPCIL) হল কেন্দ্রীয় সরকারের পারমাণবিক শক্তি বিভাগের অধীনস্থ একটি প্রধান পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। এখানে এক্সিকিউটিভ ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- NPCIL/HQ/HRM/ET/2024/02

যে পদে নিয়োগ করা হবে

এক্সিকিউটিভ ট্রেনি

শূন্যপদ

এখানে বিভিন্ন ট্রেডে বিভিন্ন সংখ্যক শূন্যপদ রয়েছে, যা নিম্নরূপ:
Mechanical – 150 টি, Chemical – 73 টি, Electrical – 69 টি, Electronics – 29 টি, Instrumentation – 19 টি, Civil – 60 টি শূন্যপদ রয়েছে। সর্বমোট শূন্যপদ রয়েছে 400 টি।

যোগ্যতা

এখানকার পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয় নিয়ে M. Tech পাশ করে থাকতে হবে। এর সাথে সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে GATE 2022, GATE 2023 অথবা GATE 2024 এ rank থাকতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়সসীমা

এই পদের জন্য সর্বোচ্চ 26 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

বেতনক্রম

প্রার্থীদের মাসিক 56,100 টাকা বেতন বাবদ দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

GATE এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

এখানে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।

সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে ফর্মটি সাবমিট করে দিতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্য।

আবেদন মূল্য

SC/ST/PwBD/Women ছাড়া বাকি প্রার্থীদের 500 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

আবেদনের সময়সীমা

এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন 30 এপ্রিল, 2024 তারিখ।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ৮২৭ শূন্যপদে UPSC এর মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে

👉 ইন্টারভিউয়ের মাধ্যমে এয়ারপোর্টে বিভিন্ন পদে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

👉 জলবিদ্যুৎ দপ্তরে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

👉 WBPSC ক্লার্কশীপ এবং মিসলেনিয়াস পরীক্ষা কবে হবে?

👉 ৩৭১২ শূন্যপদে SSC এর মাধ্যমে LDC ও DEO পদে নিয়োগের বিজ্ঞপ্তি, নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশে চাকরি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here