Webel Technology Limited (WTL) হল পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ একটি সংস্থা। এখানে নয় ধরনের শূন্যপদ রয়েছে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের এখানে আবেদন করতে হবে মেলের মাধ্যমে, অনলাইনে। নিয়োগের ব্যাপারে আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ লেখাটি পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ করা হবে
1. General Manager ( e- Governance Projects )
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নূন্যতম 60% নম্বর সহ MCA অথবা BE/B.Tech/M.Sc করে থাকতে হবে Computer Science/IT বিষয়ে। সাথে MBA/ PG ডিপ্লোমা করে থাকতে হবে।
বয়সসীমা- প্রার্থীদের বয়স 56 বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন- বার্ষিক 30 লক্ষ টাকা করে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
2. Dy General Manager ( Business Development )
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের B.E/B.Tech /MCA। সাথে MBA/ PG ডিপ্লোমা করে থাকতে হবে।
বয়সসীমা- প্রার্থীদের বয়স 52 বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন- বার্ষিক 28 লক্ষ টাকা করে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
3. Dy. General Manager (Projects)
শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের BE/B.Tech/M.Sc করে থাকতে হবে Computer Science / Electronics &Tele-Communication / Information Technology তে। সাথে MBA/ PG ডিপ্লোমা করে থাকতে হবে।
বয়সসীমা- প্রার্থীদের বয়স 52 বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন- বার্ষিক 28 লক্ষ টাকা করে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
4. Deputy Manager (Finance & Corporate Compliances )
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের CA / ICWA / MBA (Fin) ডিগ্রি হতে হবে।
বয়সসীমা- প্রার্থীদের বয়স 45 বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন- বার্ষিক 20 লক্ষ টাকা করে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
এছাড়াও এখানে রয়েছে Executive (Finance & Accounts ), Executive (Finance & Accounts) – Taxation & Statutory Compliances, Manager (Projects), Dy. Manager ( Projects) এবং Executive (Projects) শূন্যপদ রয়েছে। বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন। নোটিশের 8 নং পাতাতে আবেদনপত্রটি রয়েছে। আবেদন পত্রের ফর্মটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। পরের ধাপে নিজেদের প্রয়োজনীয় নথি, ছবি এবং সাইন সংযুক্ত করে একটি পিডিএফ বানাতে হবে। ওই পিডিএফ টি নীচের মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে।
ইমেল আইডি
আবেদনের সময়সীমা
15/04/2024 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করা ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ৮২৭ শূন্যপদে UPSC এর মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে
👉 ইন্টারভিউয়ের মাধ্যমে এয়ারপোর্টে বিভিন্ন পদে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
👉 জলবিদ্যুৎ দপ্তরে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ
👉 WBPSC ক্লার্কশীপ এবং মিসলেনিয়াস পরীক্ষা কবে হবে?
👉 ৩৭১২ শূন্যপদে SSC এর মাধ্যমে LDC ও DEO পদে নিয়োগের বিজ্ঞপ্তি, নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশে চাকরি