Kalyani University Recruitment 2025: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। সম্প্রতি রাজ্যের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অস্থায়ী ভিত্তিতে প্রকল্প সহকারী এবং ফিল্ড সহকারী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আর এই নিয়োগ প্রক্রিয়া ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড দ্বারা করা হবে। শুধু তাই নয়, এই পদে চাকরি পেলে দেওয়া হবে মোটা অঙ্কের বেতন।
কাদের জন্য কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত দরকার, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, এ টু জেড তথ্য জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগকারী সংস্থা | কল্যাণী বিশ্ববিদ্যালয় |
পদের নাম | প্রকল্প সহকারী এবং ফিল্ড সহকারী |
মাসিক বেতন | ২৫,০০০/- টাকা |
আবেদন পদ্ধতি | সরাসরি ইন্টারভিউ |
ইন্টারভিউয়ের তারিখ | ১২/০৫/২০২৫ |
পদ এবং শূন্যপদের বিবরণ
বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে প্রকল্প সহকারী এবং ফিল্ড সহকারী পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ২টি।
পদের নাম | শূন্যপদ |
প্রকল্প সহকারী | ১ টি |
ফিল্ড সহকারী | ১ টি |
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
যেহেতু আলাদা আলাদা পদে নিয়োগ করা হচ্ছে, তাই ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন-
প্রকল্প সহকারী- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে M.Sc. in Biological Sciences / Fishery Sciences / Animal Sciences / Agricultural Sciences / Environmental Management ডিগ্রি অর্জন করতে হবে।
ফিল্ড সহকারী- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে B.Sc. in Biological Sciences / Fishery Sciences / Animal Sciences / Agricultural Sciences / Environmental Management ডিগ্রি অর্জন করতে হবে।
বয়স সীমা কত দরকার?
বয়স সীমা সংক্রান্ত কোনো তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই। আপনারা চাইলে আমাদের প্রতিবেদনের নীচ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন।
কত টাকা বেতন দেওয়া হবে?
যেমনটা জানা যাচ্ছে, প্রকল্প সহকারী পদে চাকরি পেলে প্রতি মাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে এবং ফিল্ড সহকারী পদে চাকরি পেলে প্রতি মাসে ১৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। কোনওরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে না। ইন্টারভিউ এর সময় প্রার্থীদের নথিপত্রের সমস্ত আসল এবং জেরক্স কপি নিয়ে উপস্থিত থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
এখানে অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট তারিখে সরাসরি ইন্টারভিউ দিতে উপস্থিত থাকতে হবে। তবে সঙ্গে আবেদনপত্র, বায়োডাটা, এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সমস্ত শিক্ষাগত যোগ্যতার নথিপত্র আসল ও জেরক্স কপি নিয়ে যেতে হবে।
আরও আপডেটঃ Paytm দিচ্ছে ইন্টার্নশিপ করার সুযোগ, বেকার ফ্রেশাররা আবেদন করতে পারবে
গুরুত্বপূর্ণ তারিখ
ইন্টারভিউয়ের তারিখ | ১২ মে, ২০২৫ |
ইন্টারভিউয়ের সময় | দুপুর ১২:০০টা |
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল নোটিশ | Download Now |