প্রাইমারির প্রায় ৬০,০০০ চাকরি বাতিলের মুখে? হাইকোর্টের নির্দেশে শিক্ষকদের দুশ্চিন্তা বাড়ল

About 60,000 primary jobs in the face of cancellation? Teachers' anxiety increased due to the order of the High Court
WhatsApp Group Join Now

প্রাইমারিতে শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘ দিন ধরেই চলছে বিভিন্ন মামলা। তবে, এবার হাইকোর্টের রায়ে চাকরি চলে যাওয়ার আশঙ্কা তৈরি হল রাজ্যের প্রায় 60,000 শিক্ষকের মধ্যে। স্বাভাবিকভাবেই এর ফলে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে শিক্ষকদের কপালে।

কিন্তু হঠাৎ করে কেন এত বিপুল সংখ্যক শিক্ষকের নিয়োগ বাতিলের সম্ভবনা তৈরি হয়েছে? আসলে, 2014 সালের প্রাথমিক টেটের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া (2016 এবং 2020 সাল) চলেছিল, সেই নিয়েই একাধিক অভিযোগ উঠেছিল। এর পরিপ্রেক্ষিতেই মামলা করা হয়েছিল হাইকোর্টে। চাকরি না পাওয়া পরীক্ষার্থীরা এই মামলা দায়ের করেন।

নিয়োগ পাওয়া প্রার্থীরা, পরীক্ষায় পাশ না করেও বেআইনিভাবে সেই চাকরিতে অনেকের নিয়োগ ঘটেছিল বলে অভিযোগ ওঠে। গত 9 এপ্রিলএই মামলাটির একটি শুনানি ঘোষণা হয়। সেই মামলার শুনানিতেই চাকরিপ্রার্থীদের আইনজীবীরা জানান যে তাঁরা ওএমআরের আসল তথ্য হাতে পারেননি। শুনানির পর কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে আদালত নির্দেশ দিয়েছে সেই বছরের সমস্ত নিয়োগ পাওয়া চাকরি প্রার্থীদের ওএমআর শিটের সমস্ত তথ্য খুঁজে বের করার।

এর পরেই হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই তথ্য কোর্টে পেশ না করা হয় তবে বাতিল করে দেয়া হবে 59,500 জন প্রাথমিক শিক্ষকের চাকরি। বিচারপতি বলেন, যদি হার্ড কপি হারিয়ে গিয়েও থাকে তবে ডিজিটাল কপি অবশ্যই সংরক্ষিত থাকবে। যেমন করেই হোক আদালতের কাছে সেই সমস্ত শিক্ষকদের ও এম আর তথ্য জমা করতে হবে সিবিআইকে। না হলে বাতিল হতে পারে 2014 সালের প্রাইমারি নিয়োগের প্যানেল

প্রসঙ্গত উল্লেখ্য, মান্থা যে ওএমআরের কপি জমা দিতে বলেছেন সেটি হারিয়ে গেছে বলে 2019 সালেই জানিয়ে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই সময় এক পরীক্ষার্থীর চাকরিতে নিয়োগ পাওয়ার জন্য এর প্রতিলিপি তৈরি করে কাজ সম্পন্ন করতে হয়েছিল। তবে হাইকোর্টের তরফে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে, যদি কোন কারনে ডিজিটাল তথ্যকেও মুছে ফেলা হয়ে থাকে, তাও ফিরে পাওয়ার উপায় রয়েছে। তাই, খুঁজে বের করতেই হবে সমস্ত পুরোনো তথ্য।

কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ফলে কার্যত আশঙ্কা দেখা দিয়েছে কর্মরত শিক্ষকদের মধ্যে। তবে কাদের চাকরি যাচ্ছে সেই তালিকা এখনো সামনে আনেনি আদালত। বিচারপতি পরবর্তীতে ঠিক কী পদক্ষেপ নিতে চলেছেন, এখন সেই দিকেই নজর রাখছে রাজ্যবাসী।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 MAFW তে AE পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, ৬ মে অবধি আবেদন চলবে

👉 ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে বিভিন্ন পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি

👉 কৃষি দপ্তরে গ্রুপ-বি পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি! মাসিক বেতন ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 কৃষি দপ্তরে গ্রুপ-বি পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি! মাসিক বেতন ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 ১১১৩ শূন্যপদে ভারতীয় রেলে নিয়োগের বিজ্ঞপ্তি, ১ মে পর্যন্ত আবেদন চলবে

WhatsApp Group Join Now

Previous articleMAFW তে AE পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, ৬ মে অবধি আবেদন চলবে
Next articleNIT তে টিচিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি, মোট শূন্যপদ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here