NIT তে টিচিং পদে নিয়োগের বিজ্ঞপ্তি, মোট শূন্যপদ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন

NIT teaching recruitment notification 2024
WhatsApp Group Join Now

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, দুর্গাপুর হল জাতীয় গুরুত্বসম্পন্ন একটি ইঞ্জিনিয়ারিং গবেষণা প্রতিষ্ঠান। এখানে গ্রুপ-A (টিচিং) পদে প্রার্থী নিয়োগ করা হবে। দেশসহ রাজ্যের সকল ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ প্রকাশ- 30.03.2024

যে পদে নিয়োগ করা হবে 

1. প্রফেসর / Professor

মোট শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদে রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে PhD ডিগ্রী থাকতে হবে। সাথে 13 বছরের পড়ানোর অথবা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন- এই পদের জন্য প্রার্থী মাসিক 159100 টাকা বেতন হিসেবে পাবেন।

2. অ্যাসোসিয়েট প্রফেসর / Associate Professor

মোট শূন্যপদ- এখানে বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট 5 টি শূন্যপদে রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে PhD ডিগ্রী থাকতে হবে। সাথে 6 বছরের পড়ানোর অথবা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন- এই পদের জন্য প্রার্থীরা মাসিক 1,39,600 টাকা বেতন হিসেবে পাবেন।

3. অ্যাসিস্টেন্ট প্রফেসর / Assistant Professor

মোট শূন্যপদ- এখানে বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট 37 টি শূন্যপদ রয়েছে।

WhatsApp Group Join Now

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে PhD ডিগ্রী থাকতে হবে। সাথে 3 বছরের পড়ানোর অথবা রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে।

মাসিক বেতন- এই পদের জন্য প্রার্থীরা মাসিক 1,01,500 টাকা বেতন হিসেবে পাবেন।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য http://www.nitdgp.ac.in/p/careers ওয়েবসাইটে অনলাইন আবেদনপত্রটি আপলোড করা হবে। এরপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

এর পরে নীচের ঠিকানায় ভরতি করা ফর্মটির একটি প্রিন্ট আউট নিয়ে পাঠিয়ে দিতে হবে। সংযুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সার্টিফিকেট।

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য UR/OBC দের 1,500 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। এবং SC/ST/EWS প্রার্থীদের কোন টাকা দিতে হবে না।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Registrar (I/C), National Institute of Technology Durgapur-713209, West Bengal

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদন করার শেষ দিন 30/04/2024। অন্য দিকে অফলাইনে আবেদন পাঠাবার শেষ দিন হল 10/05/2024

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 MAFW তে AE পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, ৬ মে অবধি আবেদন চলবে

👉 ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে বিভিন্ন পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি

👉 কৃষি দপ্তরে গ্রুপ-বি পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি! মাসিক বেতন ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 কৃষি দপ্তরে গ্রুপ-বি পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি! মাসিক বেতন ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 ১১১৩ শূন্যপদে ভারতীয় রেলে নিয়োগের বিজ্ঞপ্তি, ১ মে পর্যন্ত আবেদন চলবে

Previous articleপ্রাইমারির প্রায় ৬০,০০০ চাকরি বাতিলের মুখে? হাইকোর্টের নির্দেশে শিক্ষকদের দুশ্চিন্তা বাড়ল
Next articleNIOH এ UDC ও LDC পদে চাকরির বিজ্ঞপ্তি, ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here