NIOH এ UDC ও LDC পদে চাকরির বিজ্ঞপ্তি, ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন চলবে

NIOH for UDC & LDC posts recruitment 2024
WhatsApp Group Join Now

ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল হেলথে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক, দুই ধরণের পদই রয়েছে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। এখানকার নিয়োগটি স্থায়ী ধরণের।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- NIOH/RCT/Admin/2023-24

নোটিশ প্রকাশের তারিখ- 15.03.2024

যে পদে নিয়োগ করা হবে

1. আপার ডিভিশন ক্লার্ক / Upper Division Clerk (UDC)

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- গ্র্যাজুয়েশন ডিগ্রির সাথে 35 w.p.m. টাইপিং স্পিড থাকতে হবে।

বয়সসীমা- 18 থেকে 27 বছর বয়সী সকলেই এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- লেভেল 4 অনুসারে এখানে, মাসিক 25,500 – 81,100 টাকা বেতন দেওয়া হবে।

2. লোয়ার ডিভিশন ক্লার্ক / Lower Division Clerk (LDC)

শূন্যপদ- এখানে 4 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশের সাথে 35 w.p.m. টাইপিং স্পিড থাকতে হবে।

বয়সসীমা- 18 থেকে 27 বছর বয়সী সকলেই এখানে আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now

বেতনক্রম- লেভেল 2 অনুসারে এখানে, মাসিক 19,900 – 63,200 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং টাইপিং টেস্টের মাধ্যমে এখানে নির্বাচিত করা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য https://www.niohrecruitment.org. ওয়েবসাইটে অনলাইন আবেদনপত্রটি আপলোড করা হবে। এরপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য UR/OBC দের 1,000 টাকা এবং SC/ST/EWS / Female প্রার্থীদের 500 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদন করার শেষ দিন 30/04/2024

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 MAFW তে AE পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, ৬ মে অবধি আবেদন চলবে

👉 ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে বিভিন্ন পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি

👉 কৃষি দপ্তরে গ্রুপ-বি পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি! মাসিক বেতন ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 কৃষি দপ্তরে গ্রুপ-বি পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি! মাসিক বেতন ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 ১১১৩ শূন্যপদে ভারতীয় রেলে নিয়োগের বিজ্ঞপ্তি, ১ মে পর্যন্ত আবেদন চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here