রাজ্যের স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার সহ বিভিন্ন পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যের কলকাতা জেলার আইডিয়াল স্কুল ফর ডেফে কয়েকটি শূন্য পদে নিয়োগ করা হবে। এখানে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, আরও জানতে এটি শেষ অবধি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে

1. অ্যাসিস্ট্যান্ট টিচার

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা- গ্র্যাজুয়েশন করা থাকলে এবং বিশেষভাবে সক্ষমদের পড়ানোর ট্রেনিং থাকলে এখানে আবেদন করতে পারবেন। সাথে লাগবে অন্তত এক বছরের পড়ানোর অভিজ্ঞতা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বয়সসীমা- সর্বোচ্চ 39 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 11 অনুসারে বেতন দেওয়া হবে।

2.ড্রইং টিচার

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আর্টে ডিপ্লোমা এবং 6 মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।

বয়সসীমা- সর্বোচ্চ 39 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 10 অনুসারে বেতন দেওয়া হবে।

3. ক্রাফট ইন্সট্রাক্টর

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- স্কুল ফাইনাল পাশের সাথে ক্রাফ্টে ডিপ্লোমা থাকতে হবে প্রার্থীদের।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 6 অনুসারে বেতন দেওয়া হবে।

4. লাইব্রেরীয়ান

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের।

বয়সসীমা- সর্বোচ্চ 39 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 10 অনুসারে বেতন দেওয়া হবে।

5. সুইপার

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- ক্লাস এইট পাশ হতে হবে প্রার্থীদের।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন যোগ্য।

বেতন- পে লেভেল 1 অনুসারে বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের 3 নং পাতা থেকে আবেদনপত্রটি শুরু হয়েছে।

সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের দুই কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি হাতে করে দিয়ে আসতে হবে নীচের ঠিকানায়।

আবেদন জমা দেওয়ার ঠিকানা

Administrative Building, DJ-4, Sector-II, Slatlake, Kolkata – 700091

আবেদনের সময়সীমা

12 ফেব্রুয়ারি , 2024 তারিখের বিকেল 5 টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সহ বিভিন্ন পদে নিয়োগ, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে

👉 Part Time Job 2024: ইনকাম করার ৬ টি পার্ট টাইম জব, যা ঘরে বসেই করা যাবে

👉 ইন্টারভিউয়ের মাধ্যমে এয়ারপোর্টে নিয়োগ, ১২ হাজার টাকা মাসিক বেতন

👉 স্বচ্ছ ভারত মিশনে ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে নিয়োগ, মাসিক বেতন ১১ হাজার ৯০০ টাকা

👉 WBPSC তে ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, মোট শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

Leave a Comment