স্বচ্ছ ভারত মিশনে ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে নিয়োগ, মাসিক বেতন ১১ হাজার ৯০০ টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্যের কালিম্পং জেলা পরিষদের অফিসে ডাটা এন্ট্রি অপারেটর সহ আরও দুই ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের জন্য নিয়োগটি হবে।

এখানের নিয়োগটি সম্পূর্ণরূপে চুক্তি ভিত্তিক হবে। পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের। অফলাইনে আবেদন করার জন্য বিস্তারিত তথ্যাদি এই প্রতিবেদনে জানানো হল।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 29/KPG/SBM/GTA/2023-24

নোটিশ প্রকাশের তারিখ- 24.01.2024

যে পদে নিয়োগ হবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1. ডাটা এন্ট্রি অপারেটর / Data Entry Operators (DEO)

মোট শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের

(1) যে কোনো প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

(2) কম্পিউটার অপারেশনে সার্টিফিকেট থাকতে হবে। মাইক্রোসফট অ্যাপ্লিকেশন গুলির বিষয়ে ধারণা থাকতে হবে।

(3) ভারতীয় নাগরিক হতে হবে আবেদনকারীকে।

বয়সসীমা- 21 থেকে 30 বছর বয়সী সকল প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন। বয়সের হিসাব করতে হবে 01/01/2024 তারিখের হিসেবে।

বেতনক্রম- মাসিক 11,900 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

2. ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর / District Coordinator

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের Rural Development অথবা Public Health এ মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে।
এর সাথে নূন্যতম কোনো সংস্থায় সমমানের কাজে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- 30 থেকে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন- মাসিক 27,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

3. অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর / Assistant District Coordinator

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের Civil Engineering এ ডিপ্লোমা করে থাকতে হবে।

বয়সসীমা- 25 থেকে সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন- মাসিক 24,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগের সময়সীমা

মোট 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। তারপর সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠাবার ঠিকানা

1. Office of the ADM (General) Kalimpong

2. Project Director, DRDC, Lowis Jubilee Complex, Darjeeling

3. Block Development Office, Kalimpong I Block

4. Block Development Office, Lava Block

5. Block Development Office, Pedong Block

6. Block Development Office, Gorubathan Block

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে আবেদন করার শেষ তারিখ 15/02/2024 তারিখে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 অষ্টম শ্রেণী পাশে রাজ্যের স্কুলে গ্রুপ-ডি চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 পঞ্চায়েত বিভাগে ৭৫০০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, যোগ্যতা ও বয়স কত লাগবে জানুন

👉 সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদে চাকরি, মাসিক বেতন ৪২ হাজার টাকা

👉 অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে নিয়োগ, ৮ ফেব্রুয়ারি অবধি আবেদন চলবে

👉 জাহাজ নির্মাণ কারখানায় বিভিন্ন পদে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

Leave a Comment