জাহাজ নির্মাণ কারখানায় বিভিন্ন পদে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

shipbuilding factories various posts Recruitment 2024
WhatsApp Group Join Now

গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে 50 টি শূন্যপদ কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশেই আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের। এই প্রতিবেদনে সব কটি পদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে 

এখানে জার্নিম্যান পদে নিয়োগ হবে। এর মধ্যে রয়েছে :
Structural Fitter (5 টি) , Fitter (4 টি), Welder (5 টি), Crane Operator (5 টি), Machine Operator (4 টি), Machinist (4 টি), Pipe Fitter (7 টি), Rigger (5 টি), Driver Material Handling (2 টি), Diesel Mechanic (7 টি)। সব মিলিয়ে মোট 50 টি শূন্যপদ রয়েছে এখানে।

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক পাশের সাথে উপরের যে কোনো বিষয়ে NAC / NTC পরীক্ষা পাশ করে থাকতে হবে।

বয়সসীমা

সর্বোচ্চ 26 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন

প্রথম বছরে 24,000 টাকা এবং দ্বিতীয় বছরে 26,000 টাকা বেতন বাবদ দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্টের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

WhatsApp Group Join Now

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য UR এবং OBC / EWS প্রার্থীদের 472 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। SC /ST/ PWD দের কোনো আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে আবেদন শেষ হবে 19/02/2024 তারিখে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যে স্বাস্থ্য পরিবহন দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ

👉 রাজ্যে ১২ হাজার শূন্যপদে নতুন কনস্টেবল নিয়োগের আপডেট! বিজ্ঞপ্তি কবে দেবে? বয়স কত লাগবে?

👉 CRPF এ ক্লাস ৫ পাশে চাকরির বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ

👉 ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ

👉 রাজ্যে ব্যাকওয়ার্ড ক্লাস উন্নয়ন দপ্তরে চাকরি, মাসিক বেতন ১২ হাজার টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here