রাজ্যে স্বাস্থ্য পরিবহন দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ

Eight Pass State Health Transport Department Recruitment 2024
WhatsApp Group Join Now

স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন (SHTO) এর অধীনে এক বছরের মেয়াদে চুক্তভিত্তিক ড্রাইভার নিয়োগ করা হচ্ছে। এখানকার নিয়োগটি অস্থায়ী ধরণের। আরও বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- SHTO/07/HFW-45025(99)/277/2022

নোটিশ প্রকাশের তারিখ- 18/01/2024

যে পদে নিয়োগ করা হবে 

ড্রাইভার / Driver

শূন্যপদ

এখানে 8 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

1. আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ।

2. সরকার স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে।

3. বৈধ ট্রান্সপোর্ট লাইসেন্স থাকতে হবে।

4. ড্রাইভিং এর ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

WhatsApp Group Join Now

যোগ্যতা পূরণ করা যেসব প্রার্থীদের বয়স 25 থেকে 40 বছরের মধ্যে, তারাই এখানে আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি

টেকনিক্যাল স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, 3 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।

সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠাবার ঠিকানা

State Health Transport Organisation,
Paribahan Bhawan, 142, AJC Bose Road, Kolkata-700014

আবেদনের সময়সীমা

এখানে আবেদন পাঠাবার শেষ দিন 07/02/2024 তারিখের বিকেল 5 টা পর্যন্ত।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ

👉 রাজ্যে ব্যাকওয়ার্ড ক্লাস উন্নয়ন দপ্তরে চাকরি, মাসিক বেতন ১২ হাজার টাকা

👉 চলতি বছরে ANM ও GNM পরীক্ষা কবে হবে? জানিয়ে দিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড

👉 মাধ্যমিক পরীক্ষার হলে ছাত্র-ছাত্রীদের কী কী করতে হবে?

👉 ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে নিয়োগ, ১১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here