ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিতে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ

Indian Railway Construction Company Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

IRCON (Indian Railway Construction Company Limited) ইন্টারন্যাশনাল লিমিটেডে তিন ধরণের শূন্যপদে নিয়োগ করা হবে। এখানে ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট উভয়েই আবেদন করতে পারবেন। এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থীদের। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিশদভাবে এই পোস্টটিতে আলোচনা করা হয়েছে, বিস্তারিত জানতে এটি শেষ অবধি পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- L45203DL1976GOI008171

নোটিশ প্রকাশের তারিখ- 08/01/2024

যে পদে নিয়োগ হবে

1. Works Engineer/Electrical

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে চার বছরের B.Teh পাশ করে থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বেতনক্রম- মাসিক 36,000 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।

2. Site Supervisor/Electrical

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে ITI ডিপ্লোমা পাশ করে থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- এই পদের জন্য প্রার্থীদের মাসিক টাকা 25,000 টাকা বৃত্তি বাবদ দেওয়া হবে।

3. Works Engineer/Civil

শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে চার বছরের B.Teh পাশ করে থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 36,000 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে।

নিয়োগের সময়নসীমা

এক বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানের পদটির জন্য আলাদা করে কোনো আবেদন করতে হবে না। এই প্রতিবেদনের নীচে থাকা লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন। নোটিশের 5 নং পাতায় থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিন।

এরপর ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্রটি নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে, সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ওয়াক ইন টেস্ট দিতে যেতে হবে।

ইন্টারভিউয়ের স্থান

প্রথম পদের জন্য,
IRCON Eastern Regional Office
378, Prantik Pally Dhanmath
Kasba Kolkata-700107

বাকি পদের জন্য,
Alipurduar, West Bengal
Ircon International Ltd. RE Project, Alipurduar 1st Floor, House of Sujit Kumar Sarkar, Above Honda Showroom, Ward No 14, Santi Nagar, Alipurduar ,West Bengal-736121

ইন্টারভিউয়ের তারিখ

প্রথম পদের জন্য, 13.02.2024 এবং বাকি পদের জন্য 15.02.2025 তারিখের সকাল 10.00 টা থেকে ইন্টারভিউ শুরু হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যে স্বাস্থ্য পরিবহন দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ

👉 রাজ্যে ১২ হাজার শূন্যপদে নতুন কনস্টেবল নিয়োগের আপডেট! বিজ্ঞপ্তি কবে দেবে? বয়স কত লাগবে?

👉 CRPF এ ক্লাস ৫ পাশে চাকরির বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ

👉 ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ

👉 রাজ্যে ব্যাকওয়ার্ড ক্লাস উন্নয়ন দপ্তরে চাকরি, মাসিক বেতন ১২ হাজার টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here