সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদে চাকরি, মাসিক বেতন ৪২ হাজার টাকা

Senior Project Associate Recruitment 2024
WhatsApp Group Join Now

কলকাতা বিশ্ববিদ্যালয়ে DBT-BUILDER প্রকল্পের জন্য সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। এখানকার নিয়োগ গুলি অস্থায়ী চুক্তির ভিত্তিতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে

সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট / Senior Project Associates

শূন্যপদ

এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

 1. আবেদন করার জন্য প্রার্থীদের Life Sciences/Chemistry/Biophysics এ M. Sc ডিগ্রি করে থাকতে হবে।

2. পাশাপাশি, কনফোকাল মাইক্রোস্কোপ ব্যবহারের দক্ষতা থাকতে হবে।

3. HPLC, LCMS-MS, GC-MS, CHNS এ কাজের দক্ষতাও চাওয়া হয়েছে।

বয়সসীমা

40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন। তবে SC/ST/Female প্রার্থীদের জন্য 5 বছরের অতিরিক্ত বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন

মাসিক 42,000 টাকা বেতন বাবদ দেওয়া হবে।

WhatsApp Group Join Now

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে একটি সাদা কাগজে নিজেদের সিভি লিখে, তা ফর্মের সাথে জুড়ে দিতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় সার্টিফিকেটের কপি একসাথে সংযুক্ত করে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়। পাশাপাশি সিভিতে জুড়ে দিতে হবে একটি রঙীন পাসপোর্ট সাইজের ছবি।

পরের ধাপে নিজেদের প্রয়োজনীয় নথি, ছবি এবং সাইন সংযুক্ত করে একটি পিডিএফ বানাতে হবে। ওই পিডিএফ টি নীচের মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে।

আবেদন পাঠাবার মেল

[email protected]

আবেদনের সময়সীমা

মেলের মাধ্যমে আবেদন পাঠাবার শেষ দিন- 31/02/2024

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে নিয়োগ, ৮ ফেব্রুয়ারি অবধি আবেদন চলবে

👉 জাহাজ নির্মাণ কারখানায় বিভিন্ন পদে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

👉 ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানিতে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ

👉 রাজ্যে স্বাস্থ্য পরিবহন দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ

👉 রাজ্যে ১২ হাজার শূন্যপদে নতুন কনস্টেবল নিয়োগের আপডেট! বিজ্ঞপ্তি কবে দেবে? বয়স কত লাগবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here