নতুন করে 27,000 পুলিশ কনস্টেবল নিয়োগের বড়ো ঘোষনাঃ মুখ্যমন্ত্রী যা বললেন।

WhatsApp Group Join Now

কাজকর্ম ডেস্কঃ  বর্তমানে রাজ্যে 9 হাজারের বেশি শুন্যপদে পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যদিও ফর্ম ফিলআপের কাজই শুরু হয়েছে। যাবতীয় প্রক্রিয়া শেষ হতে আগামী কয়েক মাস সময় লেগে যাবে। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী রাজ্যের বেকার যুবতীদের উদ্দেশ্যে আর এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন।  

চাকরি ও কাজের আপডেট সবার প্রথমে পেতে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান-Click Here

২৮ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেলে কোলকাতার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে ‘জাগ্রত বাংলা’র অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ঘোষনা করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে, রাজ্যে প্রায় 27 হাজার শুন্যপদে পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে। আর এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে আগামী তিন বছরের মধ্যে।

আরো আপডেটঃ 9-12 ক্লাসের শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রিলিমিনারিতে গণিত? আর কি কি থাকছে জেনে নিন।

রাজ্যের শাষন ব্যাবস্থার ভিতকে আরো মজবুত করতেই এই 27 হাজার পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগের কথা ঘোষনা করা হয়েছে। এই নিয়ে কোনো সন্দেহ নেই।  

এই বিষয়েও মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, রাজ্যে 160 টি থানা, 8 টি কোস্টাল থানা (উপকূলীয় অঞ্চলে), 30 টি সাইবার সেল থানা, 48 টি মহিলা থানা নতুন করে তৈরি করা হয়েছে।  

এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, 1543 জন সিভিক ভলেন্টিয়ার, কন্সটেবল এবং হোমগার্ডদের হাতে নতুন নিয়োগপত্র তুলে দিয়েছেন। যাদেরকে এই সমস্ত পোষ্টের নিয়োগপত্র দেওয়া হয়েছে তাদের বেশিরভাগই আত্মসমর্পণকারী মাওবাদী এবং জঙ্গী। সমাজের প্রধান স্রোতে ফেরাতে তাদের চাকরির ব্যাবস্থা করেছে রাজ্য সরকার।      এরা মুলত রাজ্যের জঙ্গলমহলের বাসিন্দা।

kajkarmo.com এমন একটি ওয়েবসাইট যেখানে আমরা প্রতিটি তথ্য সঠিকভাবে যাচাই করি তারপর আপনাদের সামনে তুলে করি। তাই প্রতিদিন নতুন কোনো চাকরি ও কাজের আপডেট পেতে “kajkarmo.com” এ ভিজিট করতেই পারেন।   

Previous articleWBP SI 2018 Preliminary Question Paper PDF Download || WBP SI 2018 প্রশ্নপত্র ডাউনলোড।
Next articleWB Primary TET 2021 Question Paper PDF Download || প্রাইমারী টেট 2021 প্রশ্নপত্র ডাউনলোড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here