9-12 ক্লাসের শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রিলিমিনারিতে গণিত? আর কি কি থাকছে জেনে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এর পক্ষ থেকে শিক্ষক নিয়োগের চাকরির পরীক্ষার ক্ষেত্রে বড়ো সড়ো বদল আনা হয়েছে। এটি মূলত নবম শ্রেণি থেকে দ্বাদশ (9-12) শ্রেণির শিক্ষকতার চাকরির ক্ষেত্রে প্রযোজ্য। যদিও এই বদল এক বছর আগেই আনা হয়েছিল। কিন্তু তখন কোনো অফিসিয়াল নোটিশ বা সিলেবাস জারি করা হয়েছিল না।

আপনাদের জানিয়ে রাখি স্কুলে শিক্ষকতার চাকরির ক্ষেত্রে যে পরীক্ষা হয় সেটির সিলেবাস সাধারনত  NCTE  এর গাইডলাইন অনুযায়ী হয়ে থাকে।

নবম শ্রেণি থেকে দ্বাদশ (9-12 SLST) শ্রেণির শিক্ষকতার চাকরির ক্ষেত্রে পরীক্ষা তিনটে ধাপে হবে-

১. প্রিলিমিনারি টেস্ট (150 নম্বর)

২. বাংলা এবং ইংরেজি (কম্পালসারি পেপার-50+50=100 নম্বর)

৩. যে বিষয়ে পড়াতে চান সেই বিষয়ের পরীক্ষা।

আরো আপডেটঃ 10 হাজার শুন্যপদে ICDS কর্মী নিয়োগের গুরুত্বপুর্ণ আপডেট।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিয়োগ পদ্ধতিঃ  প্রথমে প্রিলিমিনারি টেস্ট হবে তারপর ইংরেজি এবং বাংলা কম্পালসারি পেপারের পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় কাট অফ নম্বর পেলেই কম্পালসারি পেপারের খাতা দেখা হবে। এই দুই পরীক্ষায় উত্তীর্ন হলে মেন পেপার অর্থাৎ যে বিষয়ে পড়াতে চান সেই বিষয়ের পরীক্ষা হবে। শেষে একটি মেরিট লিস্ট তৈরি হবে যার ভিত্তিতে ইন্টারভিউ ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে।

এখন প্রশ্ন হচ্ছে প্রিলিমিনারি টেস্টে কি সত্যিই গণিত ঢোকানো হয়েছে? আর যদি তাই হয় তাহলে গনিতের সঙ্গে আর কি কি এতে যুক্ত করা হয়েছে।

প্রিলিমিনারি টেস্টে যে যে বিষয় যুক্ত করা হয়েছেঃ

১. গণিত

২. জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স

৩. ইংরেজি

আরো আপডেটঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগঃ 1647 টি শুন্যপদ, বেতন, আবেদন পদ্ধতি।

এই সিলেবাসটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে নীচের দেওয়া লিংকে ক্লিক করে প্রিলিমিনারি পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস ডাউনলোড করে নিতে পারেন। 

চাকরি ও কাজের আপডেট সবার প্রথমে পেতে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান-Click Here

……………………………………………………………………………..

প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস-

‘স্কুল সার্ভিস কমিশন’ এর অফিসিয়াল ওয়েবসাইট-Click Here

চাকরি ও কাজের আপডেট-Click Here

……………………………………………………………………………..

kajkarmo.com এমন একটি ওয়েবসাইট যেখানে আমরা প্রতিটি তথ্য সঠিকভাবে যাচাই করি তারপর আপনাদের সামনে তুলে করি। তাই প্রতিদিন নতুন কোনো চাকরি ও কাজের আপডেট পেতে “kajkarmo.com” এ ভিজিট করতেই পারেন।

Leave a Comment