10 হাজার শুন্যপদে ICDS কর্মী নিয়োগের গুরুত্বপুর্ণ আপডেট।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কাজকর্ম ডেস্কঃ  পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রায় 10 হাজার শুন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক নিয়োগের গুরত্বপূর্ণ আপডেট উঠে আসছে। বিধানসভা ভোটকে মাথায় রেখেই এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে। জানা গেছে যে, রাজ্যে বিপুল পরিমানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কের পদ খালি রয়েছে।

আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের মোট 576 টি আই.সি.ডি.এস এর ক্ষেত্রে মোট 1 লক্ষ 19 হাজার 419 টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, যার মধ্যে 1 লক্ষ 16 হাজার 775 টি কেন্দ্র চালু অবস্থায় রয়েছে।

10 হাজার শুন্যপদ থাকা সত্বেও এতোদিন নিয়োগ করা হয়নি কেন?

জানা গেছে যে, এই নিয়োগ 2020 সালে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারনে রাজ্যের অর্থদপ্তর জানিয়েছিল যে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে 2020 সালের এপ্রিল মাসের পর রাজ্যে নতুন করে কোনো নিয়োগ করা যাবে না। কোনরকম ভাবেই এই পরিস্থিতিতে অর্থ খরচ করা যাবে না।

আরো আপডেটঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগঃ 1647 টি শুন্যপদ, বেতন, আবেদন পদ্ধতি।

গত বছর সেপ্টেম্বর মাসে আবারও জানিয়ে দেওয়া হয় যে, এই অর্থ ব্যয় না করার সময় সীমা থাকবে 2021 সালের 31 মার্চ পর্যন্ত। তাই এই সময়ের পর রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক নিয়োগ করা যাবে।

যদিও ইতিমধ্যে পশ্চিমবঙ্গের নারী ও শিশুকল্যান মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। ঐ নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত জেলার জেলাশাষকের কাছে। এই থেকে বোঝা যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্র শুরু হতে চলেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো আপডেটঃ 9-12 ক্লাসের শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রিলিমিনারিতে গণিত? আর কি কি থাকছে জেনে নিন।

জানা গেছে, ফেব্রুয়ারি মাসেই এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে যাবে। এই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলেই আমরা আপনাদের জানিয়ে দেবো।

চাকরি ও কাজের আপডেট সবার প্রথমে পেতে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান-Click Here

kajkarmo.com এমন একটি ওয়েবসাইট যেখানে আমরা প্রতিটি তথ্য সঠিকভাবে যাচাই করি তারপর আপনাদের সামনে তুলে করি। তাই প্রতিদিন নতুন কোনো চাকরি ও কাজের আপডেট পেতে “kajkarmo.com” এ ভিজিট করতেই পারেন।         

Leave a Comment