মাধ্যমিকে 34% নম্বর পাওয়া কি আবশ্যিকঃ কনস্টেবল ও লেডি কনস্টেবল এর জন্য।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কাজকর্ম ডেস্কঃ  22 জানুয়ারি 2021 থেকে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পোষ্টে চাকরির ফর্ম ফিল আপ করার কাজ শুরু হয়েছে। এই ফর্ম ফিল আপের সময় দেখা যাচ্ছে যে, আবেদনকারীর মাধ্যমিকের প্রাপ্ত নম্বর 34% এর কম হলে আবেদন করা যাচ্ছে না।

আমাদের মনে এখন প্রশ্ন উঠছে, তাহলে এই পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পোষ্টে চাকরির জন্য কী মাধ্যমিকে 34% নম্বর পেতেই হবে। অফিসিয়াল নোটিশে মাধ্যমিকে কত নম্বর পেতে হবে তা কি উল্লেখ করা হয়েছে?

আপনাদের জানিয়ে রাখি এর আগে রাজ্যে যতবার পুলিশ কনস্টেবল নিয়োগ করা হয়েছে তাতে আবেদনকারীর মাধ্যমিকের প্রাপ্ত নম্বর দেখা হয়নি। দেখা হয়েছে আবেদনকারী মাধ্যমিক পাশ কিনা। তাহলে এই বছর এমন সমস্যা কেন?

চাকরি ও কাজের আপডেট সবার প্রথমে পেতে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান-Click Here

অফিসিয়াল নোটিশে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যা বলা হয়েছেঃ

অফিসিয়াল নোটিশে স্পষ্টভাবে লেখা রয়েছে যে- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক পাশ বা এর সমতুল্য পরীক্ষায় পাশ করা থাকলেই কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোষ্টের জন্য আবেদন করা যাবে।

আরো আপডেটঃ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগঃ অফিসিয়াল নোটিশ, বেতন, মোট শুন্যপদ, আবেদন পদ্ধতি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ পুলিশ সুত্রে জানা গেছে, মাধ্যমিক পাশ করা ছেলেমেয়েরাই প্রতিবারের মতো এই বারও আবেদন করতে পারবে। মাধ্যমিকে 34% নম্বর পাওয়া আবশ্যিক নয়। এই সমস্যাটা টেকনিক্যাল কারনে হচ্ছে। খুব শীঘ্র এটির সমাধান হয়ে যাবে।

তাই যারা মনে করছেন মাধ্যমিকে 34% নম্বর না পেলে আবেদন করতে পারব না, তাদের চিন্তা করার কোনো কারন নেই। আপনারা আবেদন করার চেষ্টা করুন। এখন না হলে পরে আবার ট্রাই করবেন। যেহেতু অফিসিয়াল নোটিশে মাধ্যমিক পাশ বলেছে, কত % নম্বর পেতে হবে তা বলেনি। তাই মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। এটা নিশ্চিত।

kajkarmo.com এমন একটি ওয়েবসাইট যেখানে আমরা প্রতিটি তথ্য সঠিকভাবে যাচাই করি তারপর আপনাদের সামনে তুলে করি। তাই প্রতিদিন নতুন কোনো চাকরি ও কাজের আপডেট পেতে “kajkarmo.com” এ ভিজিট করতেই পারেন।     

Leave a Comment