কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগঃ বেতন, মোট শুন্যপদ, আবেদন পদ্ধতি।

পশ্চিমবঙ্গে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোষ্টে নিয়োগের জন্য সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ প্রকাশিত হল। গত দিন এই নিয়োগ সংক্রান্ত একটি শর্ট নোটিশ প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ। তা, এই কনস্টেবল পোষ্টের জন্য বেতন কত দেওয়া হয়, শারীরিক মাপ কি লাগে, ঠিক কীভাবে আবেদন করতে হয়- তা বিস্তারিত জেনে নিন।

গুরুত্বপূর্ণ তারিখ গুলিঃ 

আবেদন শুরু-  22.01.2021 তারিখ আবেদনের কাজ শুরু হবে।

আবেদন শেষ-  20.02.2021 তারিখ, বিকেল 5 টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন ফি জমার শেষ তারিখ- 23.02.2021

পোষ্টের নামঃ  কনস্টেবল এবং লেডি কনস্টেবল

মোট শুন্যপদঃ  8632 টি (কনস্টেবল-7440 টি এবং লেডি কনস্টেবল 1192 টি)

আবেদনের মাধ্যমঃ  অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন করা যাবে। (তবে অনলাইনের মাধ্যমে আবেদন করারটাই ভালো)।

আবেদন ফিঃ  সকল আবেদনকারীদের ক্ষেত্রে (পশ্চিমবঙ্গের ST, SC বাদে) আবেদন ফি লাগবে 170 টাকা। পশ্চিমবঙ্গের ST, SC শ্রেণির আবেদনকারীদের আবেদন ফি লাগবে 20 টাকা।    

বেতনঃ  পে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে 22,700-58,500 টাকা।

শিক্ষাগত যোগ্যতাঃ  মাধ্যমিক পাশ হলেই এই পোষ্টের জন্য আবেদন করা যাবে।

অন্যান্য যোগ্যতাঃ  আবেদনকারীকে বাংলা ভাষা লিখতে ও পরতে পারতে হতে। তবে রাজ্যের পাহাড়ি এলাকা যেমন-দার্জিলিং,কালিম্পং এর আবেদনকারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

বয়স সীমাঃ  এই পোষ্টের জন্য আবেদনকারীর বয়স হতে হবে 18-27 বছরের মধ্যে। তবে, ST, SC শ্রেনির আবেদনকারীরা বয়সের ক্ষেত্রে 5 বছরের  OBC রা 3 বছরের ছাড় পেয়ে যাবে। বয়সের হিসেব করা হবে 01.01.2021 তারিখ অনুযায়ী।

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পোষ্টে চাকরির জন্য শারীরিক মাপ কি লাগে, নিয়োগ পদ্ধতি এবং পরীক্ষার সিলেবাস কিরকম হয় তা জানতে নীচের দাগ দেওয়া লেখার উপর ক্লিক/টাচ করে জেনে নিন (বিস্তারিতভাবে দেওয়া রয়েছে)।

আরো আপডেটঃ WBP Constable Exam 2021: পরীক্ষার সিলেবাস, শারীরিক মাপ, নিয়োগের পদ্ধতি।

আবেদন পদ্ধতি (অনলাইন): পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েব সাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। 22 জানুয়ারি আবেদন করার অফিসিয়াল লিংক দিয়ে দেওয়া হবে। সেটিতে ক্লিক করে নিজের পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করে, যাবতীয় তথ্য দিতে হবে। তারপর শেষে আবেদন ফি জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। 

আরো আপডেটঃ  WBP কনস্টেবল 2019 সালের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র (উত্তরসহ) ডাউনলোড

আবেদন করার লিংক দেওয়া হলেই আমরা সেটি এখানে আপডেট করে দেবো। যদিও আপনারা নীচের দেওয়া লিংকে ক্লিক পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে প্রকাশিত অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন।  

চাকরি ও কাজের আপডেট সবার প্রথমে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান-Click Here

…………………………………………………………………………… 

অফিশিয়াল নোটিশ-

আবেদন করার লিংক- 

চাকরি ও কাজের আপডেট-Click Here

…………………………………………………………………………… 

kajkarmo.com এমন একটি ওয়েবসাইট যেখানে আমরা প্রতিটি তথ্য সঠিকভাবে যাচাই করি তারপর আপনাদের সামনে তুলে করি। তাই প্রতিদিন নতুন কোনো চাকরি ও কাজের আপডেট পেতে “kajkarmo.com” এ ভিজিট করতেই পারেন।