WBP তে SI এবং লেডি SI নিয়োগঃ শারীরিক মাপ, বেতন এবং সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি?

এক হাজারের বেশি শূন্যপদে রাজ্যে সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর (SI & Lady SI) নিয়োগের সম্পূর্ন বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। এক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবে।

এই পোষ্টে আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন জাগে, যেমন- বেতন কত দেওয়া হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, শারীরিক মাপ কেমন হলে আবেদন করা যাবে। আজ এই বিষয় গুলি সম্পর্কেই জানতে পারবেন। তাই বিস্তারিত জেনে নিন।

গুরুত্বপূর্ন তারিখ সমূহঃ

আবেদন শুরু-  22.01.2021 তারিখ থেকে আবেদন শুরু হবে।

আবেদন শেষ-  20.02.2021 তারিখ, বিকেল 5 টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন ফি জমার শেষ তারিখ-  23.02.2021

আবেদনের মাধ্যমঃ  অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতেই আবেদন করা যাবে। তবে অনলাইনের মাধ্যমে আবেদন করাটাই ভালো হবে।

আবেদন ফিঃ  সকল আবেদনকারীদের ক্ষেত্রে (পশ্চিমবঙ্গের ST, SC বাদে) আবেদন ফি লাগবে 270 টাকা। পশ্চিমবঙ্গের ST, SC শ্রেণির আবেদনকারীদের আবেদন ফি লাগবে 20 টাকা।  

বেতনঃ  পে লেভেল 10 অনুযায়ী প্রতি মাসে 32,100-82,900 টাকা।

মোট শুন্যপদঃ  1088 টি (সাব ইন্সপেক্টর 938 টি এবং লেডি সাব ইন্সপেক্টর 150 টি)

বয়স সীমাঃ  এই পোষ্টে আবেদনের জন্য আবেদনকারীর বয়স 20-27 বছরের মধ্যে হতে হবে। তবে ST, SC শ্রেনির আবেদনকারীরা 5 বছরের এবং OBC রা 3 বছরের ছাড় পেয়ে যাবে।     

শিক্ষাগত যোগ্যতাঃ  যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করা থাকলেই এই পোষ্টের জন্য আবেদন করা যাবে।

প্রয়োজনীয় যোগ্যতাঃ  আবেদনকারীকে বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে পারতে হবে। তবে পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকার আবেদনকারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য না।

>>সম্পুর্ণ নিয়োগ পদ্ধতিঃ 

পাঁচটি ধাপে পশ্চিমবঙ্গের সাব ইন্সপেক্টর নিয়োগ সম্পন্ন হয়।

১. প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam) (200 নম্বর )

২. শারীরিক মাপের পরীক্ষা  (Physical Measurement Test)    

৩. শারীরিক দক্ষতার পরীক্ষা  (Physical Efficiency Test)

৪. মেন পরীক্ষা (200 নম্বর)

৫. ইন্টারভিউ বা Personality Test (30 নম্বর)

প্রথম চারটি ধাপে পাশ করলে চাকরি প্রার্থীকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়।

>>শারীরিক মাপঃ

A. পুলিশ সাব ইন্সপেক্টর ক্ষেত্রে শারীরিক মাপ (আন আর্মড ব্র্যাঞ্চ-UB):

১. ST, গোর্খা, রাজবংশী এবং গাড়োয়ালিস শ্রেনি বাদে সকলের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 167 সেন্টিমিটার, ওজোন হতে হবে 56 কেজি এবং বুকের ছাতি হতে হবে 79 সেন্টিমিটার, তার সঙ্গে 5 সেন্টিমিটার পর্যন্ত ছাতি ফোলানোর ক্ষমতা।

২. ST, গোর্খা, রাজবংশী এবং গাড়োয়ালিস শ্রেনির আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার, ওজোন হতে হবে 52 কেজি এবং বুকের ছাতি হতে হবে 76 সেন্টিমিটার, তার সঙ্গে 5 সেন্টিমিটার পর্যন্ত ছাতি ফোলানোর ক্ষমতা।

B. পুলিশ সাব ইন্সপেক্টর ক্ষেত্রে শারীরিক মাপ (আর্মড ব্র্যাঞ্চ-AB)

১. ST, গোর্খা, রাজবংশী এবং গাড়োয়ালিস শ্রেনি বাদে সকলের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 173 সেন্টিমিটার, ওজোন হতে হবে 60 কেজি এবং বুকের ছাতি হতে হবে 86 সেন্টিমিটার, তার সঙ্গে 5 সেন্টিমিটার পর্যন্ত ছাতি ফোলানোর ক্ষমতা।

২. ST, গোর্খা, রাজবংশী এবং গাড়োয়ালিস শ্রেনির আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 163 সেন্টিমিটার, ওজোন হতে হবে 54 কেজি এবং বুকের ছাতি হতে হবে 81 সেন্টিমিটার, তার সঙ্গে 5 সেন্টিমিটার পর্যন্ত ছাতি ফোলানোর ক্ষমতা।

C. লেডি সাব ইন্সপেক্টর ক্ষেত্রে শারীরিক মাপ (আন আর্মড ব্র্যাঞ্চ-UB)

১. ST, গোর্খা, রাজবংশী এবং গাড়োয়ালিস শ্রেনি বাদে সকল মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার, ওজোন হতে হবে 48 কেজি।

২. ST, গোর্খা, রাজবংশী এবং গাড়োয়ালিস শ্রেনির মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 155 সেন্টিমিটার, ওজোন হতে হবে 45 কেজি

WBP সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস দেখার জন্য নীচের দাগ দেওয়া লেখার উপর ক্লিক বা টাচ করুন।

আরো আপডেটঃ  West Bengal Police Sub Inspector (SI) Full Syllabus 2021: প্রিলি এবং মেন পরীক্ষা।

>>শারীরিক দক্ষতার পরীক্ষা বা মাঠ পরীক্ষাঃ

সাব ইন্সপেক্টর পোষ্টের ক্ষেত্রে 3 মিনিটে 800 মিটার পথ দৌড়ে অতিক্রম করতে হবে।

লেডি সাব ইন্সপেক্টর পোষ্টের ক্ষেত্রে 2 মিনিটে 400 মিটার পথ দৌড়ে অতিক্রম করতে হবে।

আবেদন পদ্ধতিঃ  পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে (http://wbpolice.gov.in/) আবেদন করতে হবে। 22 জানুয়ারি অফিশিয়াল লিংক দিয়ে দেওয়া হবে সেটিতে ক্লিক করেই আবেদন করা যাবে। আবেদন করার লিংকটি দেওয়া হলে আমরা সেটি এখানে আপডেট করে দেবো।

>তাছাড়া নীচের দেওয়া লিংকে ক্লিক করে সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর নিয়োগের সম্পূর্ণ অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন।

চাকরি ও কাজের আপডেট সবার প্রথমে পেতে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান-Click Here

………………………………………………………………………..

অফিশিয়াল নোটিশ-

আবেদন করার লিংক-

চাকরি ও কাজের আপডেট-Click Here

………………………………………………………………………..

kajkarmo.com এমন একটি ওয়েবসাইট যেখানে আমরা প্রতিটি তথ্য সঠিকভাবে যাচাই করি তারপর আপনাদের সামনে তুলে করি। তাই প্রতিদিন নতুন কোনো চাকরি ও কাজের আপডেট পেতে “kajkarmo.com” এ ভিজিট করতেই পারেন।