WBP Sub Inspector Full Syllabus 2021 || WBP সাব ইন্সপেক্টর সম্পূর্ণ সিলেবাস।

WBP Sub Inspector Full Syllabus 2021

যারা পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তাদের জন্য আমরা আজ WBP Sub Inspector Full Syllabus নিয়ে হাজির হয়েছি। এখানে আপনারা WBP Sub Inspector এর প্রিলিমিনারি এবং মেন উভয় পরীক্ষারই সিলেবাস পেয়ে যাবেন। 

গ্রাজুয়েশন এর ডিগ্রি থাকলে পুলিশ সাব ইন্সপেক্টর এর পরীক্ষা দেওয়া যায়। সিলেবাস জানার আগে এর নিয়োগ পদ্ধতিও জেনে নেওয়া দরকার। 

পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ পদ্ধতিঃ

মোট পাঁচটি ধাপে পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ করা হয়– এগুলি হল

১. প্রিলিমিনারি পরীক্ষা

২. শারীরিক পরিমাপের পরীক্ষা

৩. শারীরিক দক্ষতার পরীক্ষা

৪. মেন পরীক্ষা

৫. পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ

আজ শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে-   

প্রিলিমিনারি পরীক্ষা (মোট 200 নম্বরের MCQ ):

১. জেনারাল স্টাডিজ- 50X2=100

২. গণিত- 25 X2=50

৩. অ্যানালিটিকাল এবং লজিকাল রিজনিং- 25 X2=50

প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসের প্রধান বিষয়বস্তুঃ

১. জেনেরাল স্টাডিজঃ সাধারণ জ্ঞান,  কারেন্ট অ্যাফেয়ার্স,  ভারতের অর্থনীতি, ভারতের ইতিহাস,  ভারতের সংস্কৃতি,  ভারতের সাহিত্য, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান,  ভারতীয় সংবিধান,  খেলাধূলা,  পুরষ্কার, চলচ্চিত্র,  কম্পিউটার। 

২. গণিতঃ  অনুপাত এবং সমানুপাত,  অংশীদারী,  গড়,  সময় ও কার্য,  নল ও চৌবাচ্চা,  সময় ও দূরত্ব,  ট্রেন সম্পর্কিত সময় ও দূরত্ব,  নৌকা ও স্রোত,  শতকরা,  লাভ ও ক্ষতি,  সরল সুদ,  চক্রবৃদ্ধি ও সমাহার বৃদ্ধি হ্রাস,  মিশ্রন।

৩. রিজনিংঃ   সংখ্যা শ্রেণি,  বর্ণ শ্রেণি,  শ্রেনিবিভাজন,  সাদৃশ্য,  সাংকেতিক ও অসাংকেতিকরন,  দিকনির্ণয় সংক্রান্ত সমস্যা,  ভেন চিনচিত্র,  লুপ্ত সংখ্যা নির্ণয়,  ম্যাট্রিক্স কোডিং,  বর্নমালা সংক্রান্ত সমস্যা,  সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস,  ক্রম নির্নয়,  গানিতিক ক্রিয়া,  যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস,  রক্তের সম্পর্ক আসন বিন্যাস,  বিবৃতি ও অনুমান,   জ্যামিতিক চিত্র গননা।

মেন পরীক্ষাঃ  (মোট 200 নম্বরের বর্ননামূলক)

পেপার 1- এখানে জেনেরাল স্টাডিজ, গণিত এবং রিজনিং থেকে যথাক্রমে 50+25+25=100 নম্বরের পরীক্ষা হবে।

পেপার 2- সেকেন্ড পেপারে শুধুমাত্র ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে, মোট নম্বর থাকবে 50 নম্বর

পেপার 3- থার্ড পেপারে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি বিষয়ের বর্ননামূলক পরীক্ষা নেওয়া হবে, মোট নম্বর থাকবে 50

মেন পরীক্ষার সিলেবাসের প্রধান বিষয়বস্তুঃ

পেপার 1- এক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসের বিষয়বস্তু গুলো পড়লেই হবে।  

পেপার 2- (ইংরেজি)

  • Drafting of report from the points on material supplied
  • Translation from Bengali Hindi Urdu Nepali as the case may be to English
  • Condensing of a prose message (Summary/Precis)
  • Correct use words correction of sentence,  Use of common phrases,   Synonyms and Antonyms

পেপার 3- (বাংলা/হিন্দি/উর্দু/নেপালি)

  • খসড়া প্রতিবেদন
  • ইংরেজি থেকে বাংলা/হিন্দি/উর্দু/নেপালি ভাষায় অনুবাদ   

…………………………………………………………………………………

চাকরি ও কাজের খবর সবার আগে পেতে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান।

…………………………………………………………………………………

kajkarmo.com এমন একটি ওয়েব সাইট যেখানে আমরা প্রতিটি তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই করি তারপর আপনাদের সামনে উপস্থাপন করি। তাই প্রতিদিন নতুন কোনো চাকরি ও কাজের খবর পেতে আমাদের kajkarmo.com এ চোখ রাখুন।

Previous articleWBP Constable Preliminary 2019 Question Paper PDF Download || WBP কনস্টেবল প্রশ্নপত্র ডাউনলোড।
Next articleWBP Constable Full Syllabus 2022 || WBP কনস্টেবল সিলেবাস, শারীরিক মাপ, নিয়োগের পদ্ধতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here