মাধ্যমিক পাশে যে সমস্ত ছেলে-মেয়েরা WBPSC Food SI Exam 2023 দেবে তাদের জন্য WBPSC Food SI Syllabus 2023 জানাটা খুবই জরুরী। যেকোনো চাকরির পরীক্ষার জন্য সিলেবাস ভালো করে দেখে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার প্রয়োজন। তাই আজকে আমরা ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা ২০২৩ এর পরীক্ষার অফিসিয়াল সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন নিয়ে আলোচনা করবো।
23 আগাস্ট তারিখ থেকে অনলাইনের মাধ্যমে WBPSC Food SI Recruitment 2023 এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। মোট ৪৮০ টি শূন্যপদে এবারের ফুড এসআই নিয়োগ হবে। শূন্যপদের সংখ্যা যদিও কম তাও চার বছর পরে আবারো রাজ্যের চাকরিপ্রার্থীরা চাকরির নতুন সুযোগ পাচ্ছে।
WBPSC Food SI Syllabus 2023
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর মাধ্যমে ফুড সাব ইন্সপেক্টর এর চাকরির সমস্ত নিয়োগ প্রক্রিয়া হবে। Food SI Exam Syllabus (ফুড এসআই সিলেবাস ২০২৩) জানার আগের আমরা এর নিয়োগ প্রক্রিয়ার উপর নজর দেবো।
WBPSC Food SI Exam Pattern 2023
লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে উক্ত ফুড SI পদে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং রয়েছে।
(1) লিখিত পরীক্ষা (Written Examination)- ১০০ নম্বর
- জেনারেল স্টাডিজ (General Studies)- ৫০ নম্বর
- পাটিগণিত (Arithmetic)- ৫০ নম্বর
(2) ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট (Personality Test)- ২০ নম্বর
বিষয় | মোট নম্বর | প্রশ্নের ধরন | সময়সীমা |
জেনারেল স্টাডিজ | ৫০ | MCQ | 90 মিনিট |
পাটিগণিত | ৫০ | MCQ | |
পার্সোনালিটি টেস্ট | ২০ | — | — |
WBPSC Food SI Details Syllabus 2023
এইবার আমরা Food SI পরীক্ষার সিলেবাস ২০২৩ সম্পর্কে বিস্তারে আলোচনা করবো। নিচে প্রথমে জেনারেল স্টাডিজ এবং তারপর গণিত এর সিলেবাসে কোন কোন বিষয় থাকবে জানানো হয়েছে। গণিতের ক্ষেত্রে মাধ্যমিক লেভেলের সমস্ত প্রশ্ন থাকবে।
জেনারেল স্টাডিজ (General Studies)- 50 নম্বর
- কারেন্ট অ্যাফেয়ার্স (Current events and
problems with special reference to India) - ভারতের ইতিহাস (Indian History)
- ভারতের ভূগোল (Indian Geography)
- ভারতের অর্থনীতি (Indian Economy)
- ভারতের রাজনীতি ও শাসন ব্যবস্থা (Indian Polity)
- আর্ট এন্ড কালচার (Arts and Culture)
- খেলাধুলা (Sports)
পাটিগণিত (Arithmetic)- 50 নম্বর
- ল.সা.গু ও গ.সা.গু (LCF and LCM)
- গড় (Average)
- শতকরা (Percentage)
- নৌকা ও স্রোত (Boats and Streams)
- ক্যালেন্ডার (Calendar)
- নল ও চৌবাচ্চা (Pipe & Cisterns)
- ঘড়ি (Clock)
- সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ (Simple Interest and Compound Interest)
- অংশীদারি কারবার (Partnership Business)
- সময় ও কার্য (Time and Work)
- সময় ও দূরত্ব (Time and Distance)
- অনুপাত সমানুপাত (Ratio and Proportion)
- লাভ ও ক্ষতি (Profit and Loss)
- সরলীকরণ (Simplification)
- মিশ্রণ (Mixture)
✅ WBPSC Official Syllabus: Download
বিঃদ্রঃ চাকরি ও নতুন নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের কাজকর্ম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇
👉 WBPSC Food SI Recruitment Notice 2023
👉 ফুড SI এর কাজ কি কি? মাসিক বেতন কত
👉 WBPSC Food SI Question Paper 2014 PDF Download
👉 জেল পুলিশের কাজ কি? মাসিক বেতন, ছুটির পরিমান, ট্রেনিং