পশ্চিমবঙ্গে অষ্টম পাশ যোগ্যতায় স্কুলগুলিতে গ্রূপ-ডি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ১০ হাজার শুন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন ( WBSSC)। যারা এই চাকরির পরীক্ষায় অংশগ্রহন করার কথা ভাবছে তাদের সুবিধার জন্য আজ WBSSC Group-D Syllabus এবং নিয়োগ প্রক্রিয়া বিস্তারে আলোচনা করা হল।
WBSSC গ্রূপ-ডি নিয়োগ পদ্ধতিঃ
লিখিত পরীক্ষা (MCQ) | 45 নম্বর |
পার্সোনালিটি টেস্ট | 5 নম্বর |
মোট নম্বর | 50 |
WBSSC Group-D Exam 2021:
পরীক্ষার নাম | WBSSC Group-D Exam 2021 |
নিয়োগ সংস্থা | WBSSC (পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন) |
পরীক্ষার ধরন | MCQ |
মোট নম্বর (লিখিত পরীক্ষা) | 45 |
প্রশ্ন সংখ্যা | 45 |
মোট সময় | 1 ঘণ্টা (60 মিনিট) |
নোটিশ প্রকাশ | জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ |
WBSSC Group-D Syllabus 2021:
বিষয় | নম্বর |
1.জেনেরাল নলেজ | 15 |
2. কারেন্ট অ্যাফেয়ার্স | 15 |
3.অ্যারিথমেটিক (গণিত) | 15 |
মোট নম্বর | 45 |
বিস্তারিত সিলেবাসঃ
1.জেনেরাল নলেজ
- Physical science
- Life Science
- History
- Geography
- Environmental science and many other things related Gk
2. কারেন্ট অ্যাফেয়ার্স
The Test will also include questions relating to India and other countries especially pertaining to Sports, History, Literature, Culture, Geography, Economic Science, Polity, Indian Constitution and Scientific research etc.
3. অ্যারিথমেটিক (গণিত)
- Number system
- Simplification
- Decimals
- Recurring
- Decimals
- Divisibility
fractions - LCM & HCF
- Partnership
- Average
- Ratio and Proportions
- percentage
- Profit and loss
- Discount
- Simple interest
- Time and work
- Time and distance
আরো আপডেটঃ
|
kajkarmo.com এমন একটি ওয়েবসাইট যেখানে আমরা প্রতিটি তথ্য সঠিকভাবে যাচাই করি তারপর আপনাদের সামনে তুলে করি। তাই প্রতিদিন নতুন কোনো চাকরি ও কাজের আপডেট পেতে “kajkarmo.com” এ ভিজিট করতেই পারেন।