ফুড SI এর কাজ কি কি? মাসিক বেতন কত, ট্রেনিং, প্রমোশন কিভাবে হয় জানুন | WB Food SI Duty and Job Details

WB Food SI Duty and Job Details in Bengali
WhatsApp Group Join Now

পশ্চিমবঙ্গের একজন ফুড সাব ইন্সপেক্টরকে কি কি কাজ বা ডিউটি (WB Food SI Duty) করতে হয় তা আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো। দীর্ঘদিন পরে রাজ্যে নতুন করে ফুড SI পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলছে। মাধ্যমিক পাশ করে থাকলেই পশ্চিমবঙ্গের ছেলে-মেয়েরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে।

চলুন এবার আমরা সরাসরি জেনে নিই- ফুড এস.আই এর কাজ কি, মাসিক বেতন কত, প্রমোশন কিভাবে হয়, ট্রেনিং কতদিনের এবং কোথায় ট্রেনিং হয়, ছুটি কেমন পাওয়া যায় ইত্যাদি বিষয়ে। আশা করছি এখানকার তথ্য গুলি দেখলে আপনাকে আর অন্য কোথাও থেকে ফুড SI এর সম্পর্কে সার্চ করতে হবে না।  

ফুড SI এর শিক্ষাগত যোগ্যতা (Food SI Educational Qualification)

পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্র সরকার এর স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক (Madhyamik) পাশ বা সমতুল্য কোনো পরীক্ষা পাশ করে থাকলে ফুড এস.আই পদের চাকরির জন্য আবেদন করা যায়। 

ফুড SI মাসিক বেতন (Food SI Salary)

ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য বেসিক বেতন ২২ হাজার ৭০০ টাকা। সেই সাথে HRA এবং DA বেসিক বেতনের সাথে যুক্ত করে মোট বেতন হিসেবে প্রতি মাসে দেওয়া হয়।

ফুড এসআই (Food SI) এর Pay Scale টি হলো 22,700 টাকা থেকে 58,775 টাকা।

ফুড SI এর ট্রেনিং কোথায় হয়? (Food SI Training Location)

একজন ফুট সাব ইন্সপেক্টর এর শুধুমাত্র ৭ থেকে ১০ দিনের একটি ট্রেনিং হয়। 

কলকাতায় এই ট্রেনিংটি করানো হয়। ট্রেনিং এর সময় ফুড সাব ইন্সপেক্টর এর বিভিন্ন কাজ গুলির নিয়ম সম্বন্ধে ভালো করে জানিয়ে দেওয়া হয়।

ফুড SI এর চাকরির পোস্টিং (Food SI Job Posting)

একজন ফুড সাব ইন্সপেক্টরকে বিভিন্ন জায়গায় কাজের জন্য পোস্টিং-এ পাঠানো হয়। বিভিন্ন ধরনের পোস্টিংগুলি নিচে জানানো হলো- 

(1) হেডকোয়ার্টার পোস্টিং: ফুড ডিপার্টমেন্টের হেডকোয়ার্টারে এই নিয়োগটি করা হয়। খুব কম সংখ্যক লোকই এখানে পোস্টিং পেয়ে থাকে। 

(2) ডেপুটেশন পোস্টিং: এক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকে তিনটি জেলার মধ্যে যেকোনো একটি নির্বাচন করতে বলা হয়। সেই জেলার নির্দিষ্ট কোন BDO অফিসে Vacancy থাকলে ফুড এস.আই হিসেবে নির্দিষ্ট ব্যক্তিকে পাঠানো হয়। 

(3) হোম ডিস্ট্রিক্ট পোস্টিং: ১০ থেকে ১৫ বছর চাকরি করার পর একজন ফুড SI তার ইচ্ছা অনুযায়ী নিজের জেলাতে বাড়ির কাছাকাছি পোস্টিং নিতে পারে। এর জন্য উচ্চপদস্থ কর্মকর্তার কাছে একটি অ্যাপ্লিকেশন লিখতে হয়। 

ফুড SI এর ডিউটির ধরন (Food SI Duty Types)

ফুড SI এর ক্ষেত্রে দু ধরনের ডিউটি থাকে

(1) অফিস ডিউটি- সকাল 10.00 টা থেকে বিকেল 5.00 টা পর্যন্ত।

কম্পিউটারে কাজ করা, কাগজপত্র এক জায়গা থেকে অন্য কোনো জায়গায় পাঠানো ইত্যাদি কাজ হয়ে থাকে।

WhatsApp Group Join Now

(2) ফিল্ড ডিউটি- বেশিরভাগ ফুড এসআই কে এই ফিল্ড ডিউটিতে নিয়োগ করা হয়। কাজের কোন সময়সীমা নেই, যখন যেখানে প্রয়োজন সেখানে একজন ফুড SI কে যেতে হয়। 

ফুড SI-কে কি কি কাজ করতে হয় (Food SI Duty)

একজন ফুড সাব ইন্সপেক্টরকে ফুড সেফটি সংক্রান্ত বিভিন্ন কাজ করতে হয়, যেমন- 

  • প্রতি সপ্তাহে একজন ফুড সাব ইন্সপেক্টরকে তার অধীনে থাকা সমস্ত রেশন ডিলারের কাছ থেকে রিপোর্ট নিয়ে তা ফুড ইন্সপেক্টর এর কাছে পাঠাতে হয়। 
  • একজন ফুড সাব ইন্সপেক্টর (Food SI) কে নির্দিষ্ট সময় অন্তর অন্তর রেশন কার্ড (Ration Card) যাচাই করে সেগুলিকে বাতিল করে দিতে হয়। 
  • নতুন রেশন কার্ড ইস্যু করার জন্য রিপোর্ট জমা করতে হয়।
  • কোন রেশন ডিলারের কাছে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার যাচাই করা এবং ফুড ইন্সপেক্টরের কাছে এর রিপোর্ট পেশ করা।
  • বিভিন্ন রেশন ডিলাররা রেশন গ্রাহকদের ঠিকঠাক রেশন বিতরণ করছে কিনা তা দেখাশোনা করা। 
  • বন্যা, খরা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য বিতরণ করতে হয়।

ফুড সাব ইন্সপেক্টরের ছুটি (Food SI Leave)

সপ্তাহে পাঁচ দিন ডিউটি থাকে বাকি শনি এবং রবিবার দুদিন ছুটি। বাড়ির কাছাকাছি যদি পোস্টিং হয় তাহলে অফিসে কাজ সেরে ছুটির পর বাড়ি চলে আসা যায়।

ফুড SI এর প্রমোশন (Food SI Promotion)

(1) ফুড সাব ইন্সপেক্টর (Food SI) এর পরে ফুড ইন্সপেক্টর পদে প্রমোশন হয়। একটি ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে এই প্রমোশন হয়ে থাকে। তাছাড়া শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির সময়সীমার উপরেও প্রমোশন নির্ভর করে।

(2) ফুড ইন্সপেক্টর হিসেবে ৮ বছর চাকরি করার পর চিফ ফুড ইন্সপেক্টর (Chief Food Inspector) পদে প্রমোশন হয়। 

(3) এরপরে চিফ ফুড ইন্সপেক্টর হিসেবে  ১০-১২ বছর চাকরি করার পর সাব ডিভিশনাল কন্ট্রোলার (Sub Divisional Controller) পদে প্রমোশন হয়। 

(4) ১০-১২ বছর পর আবারও ডিস্ট্রিক্ট কন্ট্রোলার (District Controller) পদে প্রমোশনের সুযোগ হয়। 

সবশেষে,  

আজকের এই ‘ফুড SI এর কাজ কি’ (WB Food SI Duty) টপিকে লেখা আর্টিকেলটি সম্পূর্ণ হলো। আমি আশা করছি ফুড সাব ইন্সপেক্টর এর এই সমস্ত তথ্য গুলি জেনে আপনি উপকৃত হয়েছেন। যদি আজকের এই তথ্য থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে এটি আপনার বন্ধু-বান্ধবদের সাথে ১ বার শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। 

বিঃদ্রঃ চাকরি ও নতুন নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের কাজকর্ম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇

👉 WBPSC Food SI Question Paper Download

👉 ED কিভাবে হওয়া যায়? ইডি (ED) অফিসারের কাজ

👉 BDO কিভাবে হওয়া যায়? BDO-র মাসিক বেতন কত?

👉 রেলের লোকো পাইলট কিভাবে হওয়া যায়?

👉 মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়?

👉 উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে?

Previous articleজেল পুলিশের কাজ কি? মাসিক বেতন, ছুটির পরিমান, ট্রেনিং- সব কিছু জেনে নিন
Next articleWBPSC Food SI Full Syllabus 2023, Exam Pattern Details

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here