BDO কিভাবে হওয়া যায়? BDO-র মাসিক বেতন, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া | How to Become BDO in Bengali

How to Become BDO in Bengali
WhatsApp Group Join Now

How to Become BDO in Bengali: বিডিও অফিসার কিভাবে হওয়া যায়, বিডিও অফিসার হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, কত নম্বর পেতে হবে, বিডিও অফিসাররা তাদের চাকরির জন্য মাসিক বেতন কত করে পায় ইত্যাদি বিষয়গুলি আজকের এই আর্টিকেলে কভার করা হবে। 

আমাদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষা লাভের পর চাকরি করতে চাই। আর বিডিও অফিসার হলো সেই হাই লেভেলের পদের একটি চাকরি যেটির জন্য অনেকেই স্বপ্ন দেখে। কিন্তু তাদের মধ্যে অনেকেই এই বিষয়ে সঠিক তথ্য না জানায় বিডিও অফিসার হওয়ার জন্য তারা তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেনা। তাদের জন্যই আজকের এই প্রতিবেদন। 

BDO Officer Job Details in Bengali

নিচে বিডিও হওয়ার জন্য দরকারি বিভিন্ন বিষয় যেমন দরকারি শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতনের পরিমার, কোন পরীক্ষা দিতে হবে ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলি জেনে নিলে বিডিও অফিসার সম্পর্কে আপনার একটি ধারনা তৈরি হবে। 

BDO এর সম্পূর্ণ নাম (BDO Full form in Bengali)

BDO এর ফুল ফর্ম হল Block Development Officer (ব্লক ডেভেলপমেন্ট অফিসার)। এই চাকরিটি মূলত গ্রুপ-C লেভেলের চাকরি। 

BDO এর কাজ (Work of BDO)

(1) বিডিও অফিসারের প্রধান কাজ হল নির্দিষ্ট ব্লকের উন্নয়নমূলক কাজ করা।

(2) রাজ্যের বিভিন্ন প্রকল্প গুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া অর্থাৎ প্রকল্পের বাস্তবায়নের কাজ।

(3) পঞ্চায়েত সমিতির কর্মকর্তাদের আদেশ নির্দেশ করা ইত্যাদি।

বিডিও অফিসার হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা (BDO Officer Educational Qualification)

B.A, B.Sc, B.Com যেকোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এছাড়া হোটেল ম্যানেজমেন্ট, মেডিকেল BCA, BBA ইত্যাদি ডিগ্রি থাকলেও বিডিও অফিসার পদের জন্য আবেদন করা যাবে। 

শুধুমাত্র গ্র্যাজুয়েশন বা সমতুল্য পরীক্ষা পাস করে থাকলেই আবেদন করা যাবে। এক্ষেত্রে ন্যূনতম কোন নম্বরের প্রয়োজন হয় না। 

বিডিওর চাকরির জন্য প্রয়োজনীয় বয়স সীমা (BDO Officer Age Limit)

কেউ যদি বিডিও অফিসার পদে চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিতে চায় তাহলে তার বয়স ২১ থেকে ৩৬ বছরের মধ্যে থাকতে হবে। বিভিন্ন কাস্ট অনুযায়ী বয়স সীমা হল-

  • Gen- 21 থেকে 36 বছর
  • OBC- 21 থেকে 39 বছর (3 বছরের ছাড়)
  • SC/ST- 21 থেকে 41 বছর (5 বছরের ছাড়)
  • PWD- 21 থেকে 45 বছর (10 বছরের ছাড়)

বিডিও চাকরির নিয়োগ প্রক্রিয়া (BDO Officer Recruitment Process)

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর মাধ্যমে পরিচালিত ডব্লিউবিসিএস (WBCS) পরীক্ষার মাধ্যমে বিডিও অফিসার পদে নিয়োগ করা হয়ে থাকে। 

নিয়োগ করা হয় মূলত তিনটি পরীক্ষার প্রক্রিয়ার মাধ্যমে-

(1) প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam)

(2) মেন পরীক্ষা (Main Exam)

WhatsApp Group Join Now

(3) ইন্টারভিউ (Interview)

পরীক্ষার পদ্ধতি এবং সিলেবাস (BDO Officer Exam Pattern and Syllabus)

ঠিক আগেই আমরা জেনেছি প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে বিডিও অফিসার নিয়োগ করা হয়ে থাকে। এক্ষেত্রে কোন পরীক্ষায় কয়টি পেপার থাকে, কত নম্বরে পরীক্ষা হয় এবং পরীক্ষার সময়সীমা সম্পর্কে জেনে নেব। 

(1) প্রিলিমিনারি পরীক্ষা:

  • প্রিলিমিনারি পরীক্ষা হয় একটি পেপারের। 
  • প্রিলি পরীক্ষা হয় 200 নম্বরের উপর। 
  • মোট সময় থাকে 2 ঘণ্টা 30 মিনিট। 

(2) মেন পরীক্ষা:

  • প্রিলি পরীক্ষায় যারা পাস করে তারাই মেন পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পায়। 
  • মেন পরীক্ষাতে মোট ৮ (আট) টি পেপার থাকে। 
  • প্রতিটি পেপারের জন্য নম্বর থাকে 150 করে। 
  • পরীক্ষার উত্তর করার জন্য সময় দেওয়া হয় 3 ঘন্টা। 

(3) ইন্টারভিউ: 

  • প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা পাশ করার পর ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়।
  • মোট 150 নম্বর এর উপর ইন্টারভিউ নেওয়া হয়। 

বিডিও অফিসারের বেতন (BDO Officer Salary in West Bengal)

পশ্চিমবঙ্গে একজন বিডিও অফিসার সরকারি নিয়মে পে লেভেল 14 অনুযায়ী প্রতি মাসে 39,900 থেকে 1,02,800 টাকা বেতন পেয়ে থাকে। 

তবে বর্তমানে BDO পদে চাকরিতে নিযুক্ত হওয়ার পরেই প্রতি মাসে 56,100 টাকা সেইসাথে DA অর্থাৎ Dearness Allowance, MA অর্থাৎ Medical Allowance এবং HRA অর্থাৎ House Rent Allowance মিলিয়ে মোট 70,000 থেকে 75,000 টাকা বেতন হাতে পেয়ে যায়। 

আরো আপডেট: ইডি (ED) কিভাবে হওয়া যায়?

বিডিও অফিসারের চাকরির জন্য আবেদন (Application for BDO Officer Job)

বিডিও অফিসার হওয়ার জন্য ডাব্লিউবিসিএস পরীক্ষা (WBCS Exam) দিতে হয়। পশ্চিমবঙ্গে প্রতিবছর ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য অনলাইনে ফর্ম ফিলাপ হয়ে থাকে এবং নিয়মিত পরীক্ষাও হয়। 

আপনি অবশ্যই জেনে থাকবেন WBCS পরীক্ষাটি পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর মাধ্যমে নেওয়া হয়ে থাকে। 

তাই যেই সময় WBPSC এর তরফ থেকে WBCS পরীক্ষার জন্য আবেদন শুরু হবে তখন অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। 

আরো আপডেট : রেলের লোকো পাইলট কিভাবে হওয়া যায়?

সবশেষে, 

বিডিও অফিসার কিভাবে হওয়া যায়? নিয়ে লেখা আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ হল। আশা করছি আজকের এই লেখাটি থেকে আপনি বিডিও অফিসার সম্পর্কে অনেক কিছু বিষয় জানতে পেরেছেন। এই বিষয়টি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করে দিন। 

আর নতুন কোন চাকরি ও কাজের আপডেট, ক্যারিয়ার গাইড, কর্মসংস্থান ইত্যাদি সম্পর্কিত আপডেট মিস না করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকুন। 

Important Links: 

কাজকর্ম WhatsApp গ্রুপ Join Now
Telegram Channel Join Now

আরো আপডেট:-  

Previous articleBusiness in Village: গ্রামীণ এলাকায় এই ব্যবসা করে ভালো ইনকামের সুযোগ, অর্ধেক টাকা দেবে সরকার
Next articleরিলায়েন্স স্কলারশিপে আবেদন করে ২ লক্ষ টাকা পান | Reliance Foundation Scholarship 2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here