রিলায়েন্স স্কলারশিপে আবেদন করে ২ লক্ষ টাকা পান | Reliance Foundation Scholarship 2023

Reliance Foundation Scholarship 2023

ভারতের জনসংখ্যার অর্ধেক, বা 60 কোটির বেশি ভারতীয়, 25 বছরের কম বয়সী। এদের মধ্যে এমন অনেকে আছে যারা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না। এইবার দেশের নিম্নবিত্ত পরিরবারের শিক্ষার্থীদের শিক্ষার আলো দেখানোর উদ্দ্যেশে দেশের নামকরা প্রতিষ্ঠান রিলায়েন্স ফাউন্ডেশন (Reliance Foundation) এক নতুন স্কলারশিপ প্রোগাম চালু করেছে।

রিলায়েন্স ফাউন্ডেশন দ্বারা পরিচালিত এই স্কুলারশিপের নাম হলো রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ (Reliance Foundation Scholarship)। রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের অধীনে যে সমস্ত শিক্ষার্থীরা স্নাতক এবং স্নাতকোত্তর পড়াশোনা করতে যাচ্ছেন তারা আর্থিক সুবিধা পাবেন। যেসমস্ত শিক্ষার্থীদের পরিবারের আয় অনেক কম তারা এখানে আবেদন করতে পারেন।

reliance-foundation-scholarship-2023

রিলায়েন্স ফাউন্ডেশন স্কলার্শিপ সম্পর্কে আরো তথ্য জানতে নিচের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিন। এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা, সুযোগ-সুবিধা, আবেদন পদ্ধতি সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৩ (Reliance Foundation Scholarship 2023)

ধীরুভাই আম্বানির 90 তম মৃত্যুবার্ষিকীতে, রিলায়েন্স ফাউন্ডেশন স্নাতক শিক্ষার্থীদের জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য 6 লক্ষ টাকা পর্যন্ত মেধা বৃত্তি ঘোষণা করেছে। রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের লক্ষ্য মেধাবী শিক্ষার্থীদের জন্য মেধা-সহ-অর্থের মাপকাঠির ভিত্তিতে সমর্থন করা, তাদের আর্থিক বোঝা ছাড়াই তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষমতা দেওয়া।

রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের লক্ষ্য (Reliance Foundation Scholarship 2023 Aims)

  • Reliance Foundation স্কলারশিপ দেশের সমস্ত কোণ থেকে মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য করবে। এই স্কলারশিপ শিক্ষার্থীদের সফল পেশাদার হয়ে উঠতে সাহায্য করবে।
  • শিক্ষার্থীদের স্বপ্নগুলিকে উপলব্ধি করতে সক্ষম করবে। 
  • ভারতের ভবিষ্যত আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার সম্ভাবনা উন্মোচন করবে।

আরো স্কলারশিপ: SBI Asha Scholarship

রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের সুবিধা (Reliance Foundation Scholarship 2023 Benefits)

  • প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য তাদের পছন্দের যেকোনো স্ট্রিম অধ্যয়নরত মেধাবী ছাত্রদের মেধা-সহ-অর্থের ভিত্তিতে পুরস্কৃত করা হবে।
  • এই স্কলারশিপে 5,000 পর্যন্ত স্নাতক স্কলার নির্বাচন করা হবে।
  • ডিগ্রি প্রোগ্রামের সময়ে উপলব্ধ বৃত্তির মোট পরিমাণ হবে 2 লক্ষ পর্যন্ত।
  • রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপে 100 জন পর্যন্ত স্নাতকোত্তর স্কলার নির্বাচিত হবে।
  • স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের সময়কাল ধরে উপলব্ধ বৃত্তির মোট পরিমাণ হবে 6 লক্ষ পর্যন্ত।

রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের যোগ্যতা (Reliance Foundation Scholarship 2023 Eligibility)

  • আবেদনকারীকে একজন ভারতীয় নাগরিক হতে হবে।
  • স্নাতক বৃত্তি: শিক্ষার্থীদের ন্যূনতম 60% সহ 12 তম স্ট্যান্ডার্ড পাশ এবং ভারতে একটি পূর্ণ-সময়ের স্নাতক ডিগ্রি প্রোগ্রামে যোগদান করতে হবে।
  • স্নাতকোত্তর বৃত্তি: প্রথম বর্ষের শিক্ষার্থীযারা GATE পরীক্ষায় 550 – 1,000 স্কোর পেয়েছে তারা আবেদন করতে পারবে।
  • যে ছাত্ররা GATE-এর চেষ্টা করেনি কিন্তু তাদের স্নাতক CGPA তে 7.5 বা তার বেশি স্কোর করেছে তারাও আবেদন করতে পারবে।

আরো স্কলারশিপ: সীতারাম জিন্দাল স্কলারশিপ

রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া (Reliance Foundation Scholarship 2023 Application Process)

  • এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে আপনাকে রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপরে অ্যাপ্লিকেশন পোর্টাল বিকল্পটি বেছে নিতে নিলে স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে।
  • সেখানে নিজের সম্বন্ধে সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপরে লগইন আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে 
  • তারপরে স্ক্রিনে অ্যাপ্লিকেশন ফর্মটি খুলবে, সেটিকে সমস্ত তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করতে হবে।
  • এরপরে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে আবেদন পত্রটি আরো একবার ভালোভাবে চেক করে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করতে হবে। 

Reliance Foundation Scholarship 2023- Apply Now

আরো স্কলারশিপ: Kotak Kanya Scholarship

Important Links:  👇👇

কাজকর্ম WhatsApp গ্রুপ Join Now
✅ Telegram Channel Join Now

🔥 আরো আপডেট-Click Here

Previous articleBDO কিভাবে হওয়া যায়? BDO-র মাসিক বেতন, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া | How to Become BDO in Bengali
Next articleLIC Scholarship 2023: LIC স্কলারশিপে আবেদন করুন আর পেয়ে যান বছরে ২০ হাজার টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here