কোটাক কন্যা স্কলারশিপ, রাজ্যের মেয়েরা পাবে ১ লক্ষ ৫০ হাজার টাকা | Kotak Kanya Scholarship 2022, Application in Bengali

Kotak Kanya Scholarship Application in Bengali
WhatsApp Group Join Now

রাজ্যের মহিলা শিক্ষার্থীদের জন্য একটি দারুন স্কলারশিপ হলো কোটাক কন্যা স্কলারশিপ (Kotak Kanya Scholarship)। এই স্কলারশিপে রাজ্যের উচ্চ মাধ্যমিক পাস বা কলেজ পাস ছাত্রীদের জন্য 1 লক্ষ 50 হাজার টাকা স্কলারশিপ দেওয়া হচ্ছে। এর জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি সমস্ত কিছু নিচে আলোচনা করা হয়েছে। 

রাজ্যের যেসব মেয়েরা উচ্চ মাধ্যমিক পাস করে আরও উচ্চ শিক্ষার জন্য আগ্রহী তারা এই Kotak Kanya Scholarship এর জন্য আবেদন করতে পারেন। আপনাকে জানিয়ে দিই, এই স্কলারশিপ প্রদান করে থাকে কোটাক মাহিন্দ্রা গ্রুপ অফ কোম্পানি (Kotak Mahindra group of company)। সাধারণত এই স্কলারশিপ টি মহিলা শিক্ষার্থীদের দেওয়া হয়ে থাকে যারা ভালো রেজাল্টের সাথে তাদের পরীক্ষাতে পাস করে এবং যারা আগামীতে আরও উচ্চ শিক্ষার জন্য আগ্রহী। 

Kotak Kanya Scholarship 2022

Kotak Kanya Scholarship Application in Bengali

কোটাক কন্যা স্কলারশিপে আবেদনের যোগ্যতা (Kotak Kanya Scholarship Eligibility Criteria)

(১) উচ্চ মাধ্যমিক স্তরে ৮৫% রেজাল্ট থাকতে হবে।
(২) পারিবারিক বার্ষিক আয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে থাকতে হবে।
(৩) অনলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে।

কোটাক কন্যা স্কলারশিপ এর আবেদন পদ্ধতি (Kotak Kanya Scholarship Application Process) 

আবেদন করার জন্য প্রথমে Kotak Kanya Scholarship অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে “Apply” ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য বৈধ ইমেইল আইডি এবং ফোন নম্বর থাকা বাধ্যতামূলক। তারপর start application ক্লিক করেআবেদন করতে হবে। সবশেষে Submit প্রথমে ক্লিক করে সাবমিট করতে হবে।

আবেদনকারী শিক্ষার্থীদের সুবিধার জন্য আবেদন করার লিংক নিচে দেওয়া রয়েছে। ওখানে ক্লিক করেই সরাসরি আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে। 

কোটাক কন্যা স্কলারশিপের জন্য দরকারি ডকুমেন্টসমূহ (Kotak Kanya Scholarship Required Documents)

(1) উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট।
(2) শেষ বছরের পাশ সার্টিফিকেট।
(3) ইনকাম সার্টিফিকেট।
(4) আধার কার্ড।
(5) ব্যাংক একাউন্ট।
(6) পাসপোর্ট সাইজ ফটো।
(7) যদি বাবা/মা মারা গিয়ে থাকে তার সার্টিফিকেট।
(8) কলেজে ভর্তির রশিদ।
(9) এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট।
(10) বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।

আবেদন করার জন্য নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করুন। আর এইরকমই নতুন নতুন স্কলারশিপের খবর পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।

বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এটি প্লিজ Ignore করুন। 

Important Links:  👇👇
কাজকর্ম WhatsApp গ্রুপে জয়েন হোন Click Here
✅ Telegram Channel Join Now
✅ কোটাক কন্যা স্কলারশিপ Apply Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 সীতারাম জিন্দাল স্কলারশিপ

🎯 SBI Asha Scholarship 2022

🎯 হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে চাকরির বিশাল সুযোগ

Previous articleহোটেল ম্যানেজমেন্ট কোর্স করে চাকরির বিশাল সুযোগ- কত টাকা লাগবে? রাজ্যের কোথায় কোথায় করা যাবে? খুটিনাটি জানুন!
Next articleপ্রাইমারি টেট ২০২২ প্রশ্নপত্র ডাউনলোড | WB TET 2022 Question Paper PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here