LIC Scholarship 2023: LIC স্কলারশিপে আবেদন করুন আর পেয়ে যান বছরে ২০ হাজার টাকা

LIC HFL Scholarship Application 2022

LIC অর্থাৎ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন ভারতের একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ সংস্থা যা দীর্ঘ সময় ধরে ভারতের সুবিধা বঞ্চিত লোকেদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে আসছে। সম্প্রতি এই লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের অন্তর্গত সংস্থা LIC হাউসিং ফাইনান্স লিমিটেড শিক্ষার্থীদের অর্থনৈতিক দিক থেকে সুবিধা প্রদান করার জন্য একটি স্কলারশিপ (LIC HFL Scholarship) প্রোগ্রামের সূচনা করেছে। এই সংগঠনটি বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে যার মধ্যে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন উদ্যোগও রয়েছে।

LIC হাউসিং ফাইনান্স লিমিটেড দ্বারা পরিচালিত এই স্কলারশিপের নাম হল LIC HFL স্কলারশিপ। এটি একটি বার্ষিক স্কলারশিপ প্রোগ্রাম যা দশম শ্রেণী থেকে স্নাতকোত্তর শ্রেণী পর্যন্ত পাঠরত শিক্ষার্থীদের জন্য উপলব্ধ। শিক্ষার্থীরা যাতে আর্থিক সমস্যা বা তাদের আর্থিক বিষয়ে চিন্তা না করে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে সেই উদ্দেশ্যেই এই স্কলারশিপ প্রদান করা হবে।

LIC HFL Scholarship 2022

LIC HFL Scholarship Application 2022

LIC HFL স্কলারশিপের হাত ধরে ভারতবর্ষের সমস্ত সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে আর্থিক সমর্থন করা হবে। এই স্কলারশিপের মাধ্যমে ভারতবর্ষের প্রতিটি নিম্ন আয়ের শ্রেণিভুক্ত শিক্ষার্থীরা প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ বৃত্তি লাভ করে তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারবে। আবেদনকারী শিক্ষার্থীর পড়াশোনার স্তরের উপর নির্ভর করে বার্ষিক 20,000 টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে।

LIC HFL স্কলারশিপের টাকার পরিমান (LIC HFL Scholarship Amount)

ভারতবর্ষের সমস্ত সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের ক্যারিয়ারকে একটি উন্নত পর্যায়ে নিয়ে যেতে এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে। এই স্কলারশিপ দ্বারা দশম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পাঠরত শিক্ষার্থীদের নির্দিষ্ট হারে বৃত্তি প্রদান করা হবে।

  • দশম শ্রেণী পাশ করে দ্বাদশ ও একাদশ শ্রেণীতে পাঠরত শিক্ষার্থীদের প্রতি বছর 10,000 টাকা সাহায্য প্রদান করা হয়।
  • এই স্কলারশিপের মাধ্যমে স্নাতক পর্যায়ে পাঠরত শিক্ষার্থীদের 3 বছরের জন্য প্রতিবছর 15,000 টাকা করে দেওয়া হবে।
  • যে সমস্ত শিক্ষার্থীরা পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতকোত্তর কোর্স করছে তাদের 2 বছরের জন্য প্রতিবছর 20,000 টাকা প্রদান করা হবে।

LIC HFL স্কলারশিপের জন্য শিক্ষাগত যোগ্যতা (LIC HFL Scholarship Eligibilty Criteria)

  • এই স্কলারশিপ পেতে হলে শিক্ষার্থীদের ভারতের যেকোন স্বীকৃত বিদ্যালয় বা কলেজ বা বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে 2022 – 23 শিক্ষাবর্ষে দশম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর শ্রেণী পর্যন্ত অধ্যায়নরত অবস্থায় থাকতে হবে।
  • আবেদনকারী শিক্ষার্থীদের অবশ্যই তাদের নিজ নিজ অ্যাকাডেমিক প্রোগ্রামের শেষ পরীক্ষায় কমপক্ষে 60 শতাংশ নম্বর পেতে হবে।
  • এই স্কলারশিপের জন্য শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় 3,60,000 টাকার কম হতে হবে।
  • কোভিড আক্রান্ত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, 2022 সালে যারা তাদের বাবা বা মাকে হারিয়েছেন।

LIC HFL স্কলারশিপের নির্বাচন প্রক্রিয়া (LIC HFL Scholarship Selection Process)

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন দ্বারা পরিচালিত এই স্কলারশিপের নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত সহজ ভাবে হয়। প্রথমে শিক্ষার্থীকে তাদের যোগ্যতা এবং আর্থিক চাহিদার ওপর মূল্যায়ন করে নির্বাচিত করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত শিক্ষার্থীদের তারপরে একটি স্ক্রিনিং পরীক্ষার উত্তীর্ণ হতে হবে। স্ক্রিনিং পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের টেলিফোনিক ইন্টারভিউ নেওয়া হবে। অবশেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্ত বাছাই তালিকা প্রকাশ করা হবে।

LIC HFL স্কলারশিপের আবেদন প্রক্রিয়া (LIC HFL Scholarship Application Process)

  • লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন দ্বারা পরিচালিত এই স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  • এই স্কলারশিপ প্রক্রিয়ার জন্য আবেদন করতে হলে সবার প্রথমে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে নিজ নিজ বিভাগ নির্বাচন করে Apply Now বাটনে ক্লিক করতে হবে।
  • এরপরে আবেদনকারীকে তার নিজের নাম মোবাইল নম্বর এবং বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
  • রেজিস্ট্রেশনের সময় আবেদনকারী প্রার্থীকে নিজে থেকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে।
  • নিজের তৈরি করা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আবেদন পত্রটি সামনে চলে আসবে।
  • এরপর যথাযথভাবে আবেদন পত্রটি পূরণ করতে হবে এবং আবেদনপত্র পূরণ করার সময় প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। 

LIC HFL স্কলারশিপের প্রয়োজনীয় নথিপত্র (LIC HFL Scholarship Required Documents)

  • আবেদনকারী প্রার্থীর রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  • শিক্ষার্থীর আগের বছরের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট।
  • বর্তমান বছরে ভর্তির রশিদ।
  • শিক্ষার্থীর বয়সের প্রমাণপত্র।
  • পরিবারের আয়ের প্রমাণপত্র।
  • ব্যাংক একাউন্টের প্রথম পাতার জেরক্স।
  • জাতিগত শংসাপত্র (যদি থাকে)

কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন- Click Here

LIC HFL Scholarship: Apply Now

👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

আরো স্কলারশিপ 👇👇

Previous articleরিলায়েন্স স্কলারশিপে আবেদন করে ২ লক্ষ টাকা পান | Reliance Foundation Scholarship 2023
Next articleSunday Holiday: ছুটি মানেই রবিবার! ভারতে এই দিনেই কেন ছুটি থাকে? না জানলে জেনে নিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here