Facebook Scholarship 2022: ফেসবুক স্কলারশিপ ২০২২-এ অনেক টাকার সাহায্য পাওয়া যাচ্ছে, কিভাবে পাওয়া যাবে? জানুন

টেকনোলজির বর্তমান সমাজে ফেসবুক এর নাম শোনেননি এমন কোন ব্যক্তি হয়তো পাওয়া যাবে না। বিগত কয়েক বছরে ফেসবুক ভারত সহ অন্যান্য সমস্ত দেশের মানুষের কাছে এক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

কোভিড পরিস্থিতির পর সবকিছু জিনিসপত্রের দাম প্রায় আকাশ ছোঁয়া হয়ে উঠেছে। এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে শিক্ষার্থীদের কাছে তাদের পড়াশোনার খরচ বহন করা একটা চ্যালেঞ্জিং বিষয়ে হয়ে দাঁড়িয়েছে। তবে বর্তমানে অনেক সংস্থা আছে যারা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত ও আর্থিক সাহায্যের জন্য বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি স্কলারশিপ প্রদান করে।

কিন্তু এবার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করার জন্য একটি স্কলারশিপ প্রোগ্রামের সূচনা করেছে। যে সমস্ত শিক্ষার্থীদের স্বপ্ন বিদেশে পড়তে যাওয়ার এবার তাদের স্বপ্নপূরণের লক্ষ্য নিয়ে এগিয়ে এলো ফেসবুক তাদের মেটা রিসার্চ ফেলোসিপ প্রোগ্রাম নিয়ে। এই স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে ফেসবুক শিক্ষার্থীদের সমস্ত পড়াশোনার খরচ বহন করবে।

Facebook Scholarship 2022

ফেসবুক স্কলারশিপ বা ফেসবুক মেটা রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম কি, এই স্কলারশিপে আবেদন করতে কি যোগ্যতা লাগবে, এই স্কলারশিপ কারা কারা পাবেন, এই স্কলারশিপে কত বৃত্তি (টাকা) দেওয়া হবে, এই স্কলারশিপে কিভাবে আবেদন করা যাব ইত্যাদি যাবতীয় তথ্য নিয়ে আজকের প্রতিবেদন। বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। 

ফেসবুক স্কলারশিপ কি? (What is Facebook Scholarship)

Facebook Meta Scholarship Program হল একটি বিশ্বব্যাপী প্রোগ্রাম যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স এবং টেকনোলজি সম্পর্কিত ক্ষেত্রে উদ্ভাবনী এবং প্রাসঙ্গিক গবেষণায় নিযুক্ত প্রতিশ্রুতিশীল ডক্টরাল প্রার্থীদের উৎসাহিত এবং সমর্থন করার জন্য ডিজাইন করা হয়েছে।

এই ফেসবুক মেটা স্কলারশিপ বা ফেলোশিপ প্রোগ্রামটি শিক্ষার্থীদের পিএইচডি অধ্যয়নের ক্ষেত্রে যেকোন বছরের জন্য উন্মুক্ত। এই ফেলোশিপ বিজয়ী প্রার্থীদের দুই বছরের জন্য টিউশন এবং ফি এছাড়াও জীবনযাত্রার যাবতীয় খরচ চালানোর জন্য প্রায় 42,000 মার্কিন ডলার (প্রায় 33,57,000 টাকা) দেওয়া হবে।

ফেসবুক স্কলারশিপের লক্ষ্য (Facebook Scholarship 2022 Objectives)

  • এই স্কলারশিপ বা ফেলোশিপ প্রোগ্রামের ধারণার পর থেকে বিশ্বজুড়ে প্রায় 200 টিরও বেশি শিক্ষার্থীকে অর্থায়ন করা হয়েছে। শিক্ষার্থীদের আর্থিক সাহায্য করায়ই হল এই স্কলারশিপ এর মূল লক্ষ্য।
  • এইচ স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তিগত গবেষণা ডোমেনে পাঠরত শিক্ষার্থীদের যাতে ঘনিষ্ঠ মেনটরশীল যোগ করতে এই স্কলারশিপ অন্যতম ভূমিকা পালন করে।
  • এই পিএইচডি প্রোগ্রামের লক্ষ্য ফেলোশিপ বিজয়ীদের সাথে যুক্ত হওয়া এবং তাদের পাশাপাশি শিখতে ও একসঙ্গে শিল্পে উদীয়মান সুযোগগুলিকে আবিষ্কার করা। 

ফেসবুক স্কলারশিপে আবেদনের যোগ্যতা (Facebook Scholarship 2022 Eligibility Criteria)

ভারত সহ যেকোনো দেশের শিক্ষার্থী যারা কম্পিউটার সাইন্সে এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যায়নরত তাদের এই স্কলারশিপ দেওয়া হবে।

নিম্নলিখিত বিষয়গুলিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করার সুযোগ পাবেন।

  • AI System HW SW Co-Design
  • AR/VR Computer Graphics
  • Applied Statistics
  • AR/VR Future Technologies
  • AR/VR Human Computer Interaction
  • Audio Presence
  • AR/VR Human Understanding
  • AR/VR Perception, Cognition & Action
  • Augmented Reality Audio
  • AR/VR Photonics and Optics
  • Blockchain and Cryptoeconomics
  • Computational Social Science
  • Database Systems
  • Distributed Systems
  • Economics and Computation
  • HCI – Social Media, People, & Society and Technology
  • Networking
  • Privacy and Data Use
  • Programming Languages
  • Security and Privacy
  • Technology Policy

ফেসবুক স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে

  • Facebok স্কলারশিপে আবেদনকালীন প্রার্থীকে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় পিএইচডি প্রোগ্রামে নথিভুক্ত থাকতে হবে।
  • মেটার সাথে প্রাসঙ্গিক ক্ষেত্রে কম্পিউটার সাইন্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি শিক্ষার্থী হলে এই স্কলারশিপ পাবার সুযোগ বাড়বে।
  • যে সকল প্রার্থীরা ওপরের বিষয়গুলিতে পাঠরত অবস্থায় থাকবে তারা এখানে আবেদন করতে পারবে।

ফেসবুক স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে না

  • অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগে থেকেই ফেসবুক মেটার কর্মী হলে এই ফেলোশিপের জন্য আবেদন করা যাবে না।
  • স্কলারশিপে আবেদন করলে প্রার্থীদের অন্য কোন ইন্টার্নশিপ করা চলবে না।
  • এই স্কলারশিপে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের পড়াশোনা ব্যতীত অন্য কোন পার্টটাইম কাজ করা যাবে না।

ফেসবুক স্কলারশিপে বৃত্তি (টাকার) পরিমাণ (Facebook Scholarship 2022 Amount) 

ফেসবুক জানিয়েছে এই ফেলোশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দুই বছর ধরে এই ফুল ফান্ডেড প্রোগ্রামটির সুবিধা দেওয়া হবে।

এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে তাদের কোর্সটি করতে পারবেন।

এই স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীদের দুই বছরের বৃত্তি বাবদ প্রতি বছরে প্রায় 42,000 মার্কিন ডলার (প্রায় 33.5 লক্ষ টাকা) দেওয়া হবে। মেধাবী শিক্ষার্থীদের জন্য এটি একটি আকর্ষণীয় সুযোগ।

ফেসবুক স্কলারশিপ ২০২২ আবেদন প্রক্রিয়া (Facebook Scholarship 2022 Application Process)  
  • ফেসবুক স্কলারশিপ সম্বন্ধে সমস্ত তথ্য জানার পর এবার প্রশ্ন হল আবেদন কিভাবে করতে হবে।
  • এই স্কলারশিপে আবেদন করার জন্য নিজের সমস্ত প্রয়োজনীয় তথ্য যেমন নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা সহ আরো অন্যান্য তথ্য দিয়ে একটি CV তৈরি করতে হবে।
  • এরপর শিক্ষার্থীকে তার গবেষণার বিবৃতি দিতে হবে। কমপক্ষে 500 টি শব্দ বা তার কম হওয়া উচিত এবং স্পষ্টভাবে শিক্ষার্থীর ফোকাসের ক্ষেত্র, সেই ক্ষেত্রে ফোকাসের গুরুত্ব এবং মেটাতে এই ফোকাসের প্রযোজ্যতা সম্পর্কে সঠিক বিবরণ দিতে হবে।
  • এছাড়াও শিক্ষার্থীদেরকে দুটি রিকমেন্ডেশন বা সুপারিশের চিঠি দিতে হবে। সুপারিশের চিঠি গুলির মধ্যে একটি পিএইচডি উপদেষ্টা বা গবেষণা উপদেষ্টার কাছ থেকে আসতে হবে এবং অন্যটি কোন অধ্যাপক বা শিল্পের পরিচিতি থেকে আসতে হবে।

👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Important Links:  👇👇

🔽 ফেসবুক স্কলারশিপ: Official Notice

আবেদন করার লিংকঃ Apply Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

Previous articleসিআইডি (CID) কিভাবে হওয়া যায়? CID এর কাজ, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা | CID Job Details in Bengali
Next articleএই ৮ টি কারণে অনেকে চাকরি পাচ্ছে না! চাকরি পেতে এই ভুলগুলি কখনোই করবেন না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here