SBI Asha Scholarship 2022: ১৫ হাজার টাকার সুবিধা পেতে আবেদন করুন এসবিআই আশা স্কলারশিপে

SBI Asha Scholarship 2022
WhatsApp Group Join Now

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI মেধাবী ছাত্র-ছাত্রীদের আরো ভালো পড়াশোনার জন্য বৃত্তি প্রদানের জন্য একটি স্কলারশিপ শুরু করেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত এই বৃত্তির সুবিধা ছেলে এবং মেয়ে উভয়ই নিতে পারবে। SBI ফাউন্ডেশন দ্বারা পরিচালিত এই স্কলারশিপের নাম হল SBI আশা স্কলারশিপ প্রোগ্রাম

নিম্নবিত্ত আয়ের পরিবার থেকে আসা পরিশ্রমী এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার জন্য SBI ফাউন্ডেশনের এটি একটি দুর্দান্ত উদ্যোগ। এটি SBI ফাউন্ডেশনের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) পরিকল্পনার অংশ। এই স্কলারশিপের মূল লক্ষ্য সারা ভারত জুড়ে নিম্ন আয়ের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করা ও আর্থিক সহায়তা প্রদান করা।

SBI আশা স্কলারশিপের কর্মসূচি সেইসমস্ত দরিদ্র শিক্ষার্থীদের জন্য একটি আশার আলো, যাদের বাবা-মা তাদের স্কুলের টিউশন ফি দিতে পারে না। কারণ এই SBI আশা স্কলারশিপের অধীনে, ষষ্ঠ থেকে থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রতি বছরে জন্য 15,000 টাকার বৃত্তি হিসেবে দেওয়া হবে। সূত্র অনুসারে জানা যায়, Buddy4Study এই স্কলারশিপ প্রোগ্রামের বাস্তবায়ন অংশীদার।

SBI Asha Scholarship 2022

SBI Asha Scholarship 2022

আজকের প্রতিবেদনের মাধ্যমে এসবিআই আশা স্কলারশিপের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত জানানো হবে। এই স্কলারশিপে কারা কারা অংশগ্রহণ করতে পারবে, আবেদনের যোগ্যতা কত, এই স্কলারশিপে সুযোগ সুবিধা কি দেওয়া হবে, আবেদন কিভাবে করতে হবে প্রভৃতি তথ্য বিস্তারিত আলোচনা করা হলো।

SBI আশা স্কলারশিপের উদ্দেশ্য (SBI Asha Scholarship 2022 Objectives)

SBI আশা স্কলারশিপ প্রোগ্রামের প্রাথমিক উদ্দেশ্য হল স্বল্প আয়ের এবং নিম্নবিত্ত দরিদ্র যোগ্য শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা বিশেষ করে যাদের একাডেমিক বছরে ভালো রেজাল্ট করেছে। এই ফাউন্ডেশনটি দরিদ্র ছাত্রদের কাছে প্রকল্পটি বাস্তবায়ন এবং পৌঁছানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে। 

SBI আশা স্কলারশিপের যোগ্যতা (SBI Asha Scholarship 2022 Eligibility
  • এখানে লক্ষ্য করার প্রথম বিষয় হল শিক্ষার্থীকে অবশ্যই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত অবস্থায় থাকতে হবে।
  • দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মাপকাঠি হল যে শিক্ষার্থীদের তাদের শেষ ক্লাসে 75 শতাংশের বেশি নম্বর পেতে হবে।
  • পরিবারিক বাৎসরিক আয় কোনো অবস্থাতেই 3 লাখ টাকার বেশি হওয়া চলবে না।
  • সবশেষে, প্রার্থী ভারতের যেকোনো প্রান্ত থেকে হতে পারেন। এককথায়, ভারতের সমস্ত ছাত্র এই প্রোগ্রামের জন্য যোগ্য।
SBI আশা স্কলারশিপের টাকার পরিমান (SBI Asha Scholarship 2022 Amount)
  • এই স্কিমের অধীনে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা প্রতি বছর ছাত্রকে 15,000/- বৃত্তি প্রদান করা হবে।
  • এই বৃত্তি তাদের আরও পড়াশোনার জন্য আর্থিকভাবে সাহায্য করতে পারে।
  • এই প্রকল্পের অধীনে ছেলে এবং মেয়ে উভয়কেই সুবিধা দেওয়া হয়।
  • এই স্কিমের অধীনে সুবিধার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি নিজেই অনলাইনের মাধ্যমে এটির জন্য আবেদন করতে পারেন।

SBI আশা স্কলারশিপের আবেদন পদ্ধতি (SBI Asha Scholarship 2022 Application Process)

  1. এখানে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট https://www.buddy4study.com এ প্রবেশ করতে হবে। 
  2. অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর সবার প্রথমে গুরুত্বপূর্ণ নির্দেশাবলীগুলি সামনে উঠে আসবে। এগুলি সাবধানে পড়তে হবে।
  3. তারপরে ‘Apply Now’ আইকনে ক্লিক করুতে হবে।
  4. Buddy4Study-এর লগইন পেজটি সামনে আসবে সেখানে নির্দিষ্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এক্ষেত্রে কোন প্রার্থী রেজিস্ট্রেশন না করে থাকলে তাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হবে।
  5. অবশেষে, প্রার্থী SBI আশা স্কলারশিপ প্রোগ্রাম 2022 অফিসিয়াল পৃষ্ঠায় অবতরণ করবেন।
  6. তারপরে “Start Application” এর একটি অপশন আসবে। স্কলারশিপের ফর্ম পূরণ প্রক্রিয়া শুরু করতে সেটিতে ট্যাপ করুতে হবে।
  7. এরপরে আবেদন পত্রটিকে সঠিকভাবে পূরণ করতে হবে।
  8. আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
  9. সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

SBI আশা স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র

নিম্নলিখিত নথিগুলি আবেদনের সময় আবেদনপত্রের সাথে আপলোড করার জন্য কর্তৃপক্ষের দ্বারা দাবি করা হয়েছে।

  • আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
  • শেষ ক্লাসের মার্কশীট।
  • পরিচয়পত্র হিসেবে আঁধার কার্ড, প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স। 
  • ভর্তির রসিদ।
  • আবেদনকারী বা তার পিতামাতার ব্যাঙ্ক এর পাসবুক এর জেরক্স। 
  • পারিবারিক আয়ের শংসাপত্র। 

SBI Asha Scholarship: Apply Now

👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

আরো স্কলারশিপ 👇👇

Previous articleরাজ্যের হাই স্কুলের শিক্ষকদের বেতন কত? চাকরির শুরুর বেতন অন্যান্য চাকরির থেকে বেশ ভালো
Next articleসীতারাম জিন্দাল স্কলারশিপ, আবেদন করার ফর্ম ডাউনলোড | Sitaram Jindal Scholarship, Application Form Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here