রাজ্যের হাই স্কুলের শিক্ষকদের বেতন কত? চাকরির শুরুর বেতন অন্যান্য চাকরির থেকে বেশ ভালো

WhatsApp Group Join Now

দলীয় রাজনীতির খবরের বদলে নিয়মিত সংবাদপত্রের পেজ ওয়ানে জায়গা করে নিচ্ছে রাজ্যের শিক্ষাক্ষেত্রের দুর্নীতির খবর। তাতে প্রাথমিকের টেটের ফল ও শিক্ষক নিয়োগ নিয়ে যেমন অনিয়মের অভিযোগ উঠেছে, তেমনই এস‌এসসির গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগের পাশাপাশি হাই স্কুল অর্থাৎ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে।

এই নিয়ে আদালতের নির্দেশে সিবিআই তদন্ত‌ও করছে। পাশাপাশি খবর পাওয়া যাচ্ছে কিছুদিনের নতুন করে SSC শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সেই দলে আপনিও হয়তো থাকতে পারেন। আচ্ছা, জানেন কি হাইস্কুলে নতুন শিক্ষকের চাকরি পেলে শুরুতেই কত বেতন হবে?

আমাদের রাজ্যের হাই স্কুলের শিক্ষকদের চাকরির শুরুতে বেতনের সঠিক অঙ্ক অনেকের‌ই জানা নেই। আজকের প্রতিবেদনে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব আমরা।

High School Teachers Salary in West Bengal

SSC দিয়ে শিক্ষকের চাকরি পেলে শুরুতে কত বেতন হবে?

এস‌এসসি’র মাধ্যমে নবম-দশম (IX-X)একাদশ-দ্বাদশ (XI-XII) শ্রেণির শিক্ষকের চাকরি হয়। অর্থাৎ মাধ্যমিক স্কুলউচ্চমাধ্যমিক স্কুল এই দুই ভাগে ভাঙা থাকে চাকরি পাওয়ার ধরণ। তবে বেতনের স্কেল নির্ধারিত হয় পাশ ও অনার্স এই দুই ভাগে। 

মানে এস‌এসসির পরীক্ষার ফর্ম ফিলাপের সময়‌ই আপনাকে জানিয়ে দিতে হয় পাশ না অনার্স, কোন ক্যাটাগরির জন্য আপনি আবেদন করছেন। এস‌এসসি শূন্য শিক্ষক পদের যখন বিজ্ঞপ্তি জারি করে সেখানে পাশ ও অনার্সের জন্য শূন্য পদের সংখ্যা পৃথক করা থাকে। ফলে পাস কোর্স আর অনার্স পদে যারা শিক্ষকের চাকরি পান তাঁদের মধ্যে বেতনের ক্ষেত্রে বেশ খানিকটা পার্থক্য থাকে।

চাকরির শুরুতে  হাই স্কুলের শিক্ষকের বেতন

এসএসসির মাধ্যমে পাস কোর্স শিক্ষক পদে চাকরির শুরুতে গ্রেড পে হবে- ৪,১০০ টাকা। হাউসিং অ্যালাউন্স, ৩ শতাংশ ডিএ মিলিয়ে শুরুতেই বেতন হবে ৩৩,৪০০ টাকা। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য হল, রাজ্যের ডিএ মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন। সেক্ষেত্রে সর্বোচ্চ আদালত যদি কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় তবে শুরুতেই বেতন আরও বেশ কিছুটা বাড়বে।

এসএসসির মাধ্যমে যারা অনার্স গ্রেডে শিক্ষকের চাকরি পাবেন শুরুতেই তাঁদের গ্রেড পে হবে- ৪,৮০০ টাকা। হাউসিং অ্যালাউন্স, রাজ্যের দেওয়া ৩ শতাংশ ডিএ মিলিয়ে শুরুতেই মোট বেতন হবে ৪২,৬০০ টাকা। এক্ষেত্রে মাথায় রাখতে হবে রাজ্যের ডিএ মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন। সর্বোচ্চ আদালত যদি কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় তবে শুরুতেই বেতন আরও বেশ কিছুটা বাড়বে।

দেখা যাচ্ছে পাস কোর্সের শিক্ষকদের থেকে অনার্স গ্রেডে যারা শিক্ষকতার চাকরি পান তাঁদের শুরুর বেতন এক ধাক্কায় অনেকটাই বেশি হয়। সবমিলিয়ে সরকারি চাকরির নিশ্চয়তার পাশাপাশি এসএসসির মাধ্যমে শিক্ষক পদে চাকরি পেলে বেতন বেশ আকর্ষণীয় হয়। সে কারণেই রাজ্যের বেকার যুবক-যুবতীদের কাছে এসএসসির আকর্ষণ যথেষ্ট বেশি। যদিও সেই এসএসসির মাধ্যমে চাকরি নিয়েই বড়সড় বিতর্ক দেখা দিয়েছে। সেই কারণেই দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীদের একাংশ।

👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

🔥 আরো গুরুত্বপুর্ণ আপডেট 👇👇

🎯 রাজ্যের প্রাইমারি শিক্ষকদের বেতন কত দেওয়া হয়? 

🎯 রাজ্যের SSC গ্রুপ-সি চাকরি দুর্নীতিতে জড়িত ৩৮১ জনকে জেলে ভরবে CBI

🎯 ট্রেনিং চলাকালীন ১৮ হাজার টাকা মাসিক বেতন

WhatsApp Group Join Now
Previous articleপ্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা স্কলারশিপ ২০২২, বছরে ২০ হাজার টাকা পর্যন্ত পেতে আবেদন করুন | Pradhan Mantri Uchchatar Shiksha Scholarship 2022
Next articleSBI Asha Scholarship 2022: ১৫ হাজার টাকার সুবিধা পেতে আবেদন করুন এসবিআই আশা স্কলারশিপে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here