সীতারাম জিন্দাল স্কলারশিপ, আবেদন করার ফর্ম ডাউনলোড | Sitaram Jindal Scholarship, Application Form Download

Sitaram Jindal Scholarship Application Form
WhatsApp Group Join Now

সীতারাম জিন্দাল স্কলারশিপ আবেদন করার ফর্ম ডাউনলোড: দরিদ্র শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে সকলেরই পরিচিত সীতারাম জিন্দাল ফাউন্ডেশন (Sitaram Jindal Foundation) প্রতিবছর বিভিন্ন ধরনের স্কলারশিপ পরিচালনা করে। সীতারাম জিন্দাল ফাউন্ডেশন 1969 সালে প্রতিষ্ঠিত হয়। এটি জিন্দাল ট্রাস্ট নামেও পরিচিত।

এই ফাউন্ডেশন বিভিন্ন ক্ষেত্রে দরিদ্রদের সেবা করার উদ্দেশ্য নিয়ে কিছুদিন আগেই সীতারাম জিন্দাল স্কলারশিপ নামে একটি বৃত্তি প্রকল্পের সূচনা করেছে। ধর্ম ও গোষ্ঠীর কোন বৈষম্য ছাড়াই শিক্ষা, স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে দরিদ্র মানুষের মৌলিক চাহিদাকে পূরণ করার লক্ষ্যেই এই স্কলারশিপ প্রোগ্রামের সূচনা করা হয়েছে।

এই স্কলারশিপের মাধ্যমে প্রতিবছর প্রায় 1200 এরও বেশি শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। আজকের প্রতিবেদনে এই স্কলারশিপ সম্বন্ধে যাবতীয় বিবরণ অর্থাৎ এই স্কলারশিপের সুবিধা, শিক্ষাগত যোগ্যতা, বৃত্তির পরিমাণ, আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য আলোচনা করা হচ্ছে। 

Sitaram Jindal Scholarship Details and Application Form Download

Sitaram Jindal Scholarship Application Form

সীতারাম জিন্দাল স্কলারশিপের টাকার পরিমাণ (Sitaram Jindal Scholarship Amount)

এই স্কলারশিপে শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বৃত্তি বা টাকা প্রদান করা হয়। নিচে সমস্ত ক্যাটাগরির বৃত্তির পরিমাণ আলোচনা করা হলো।

  • A ক্যাটাগরির শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতি বছরের জন্য বৃত্তি হিসেবে প্রতি মাসে 500 টাকা প্রদান করা হবে।
  • B ক্যাটাগরির শিক্ষার্থীদের ক্ষেত্রে সরকারি ITI কলেজের জন্য প্রতিমাসে 500 টাকা এবং বেসরকারি ITI কলেজের জন্য প্রতিমাসে 750 টাকা প্রদান করা হবে।
  • C ক্যাটেগরির শিক্ষার্থীদের ক্ষেত্রে ছেলে, মেয়ে ও প্রতিবন্ধকতা অনুযায়ী 800 থেকে 1200 টাকা পর্যন্ত প্রদান করা হবে।
  • D ক্যাটাগরির শিক্ষার্থীদের ক্ষেত্রে ছেলেদের 1000 টাকা এবং মেয়েদের 1,200 টাকা দেওয়া হবে।
  • E ক্যাটাগরির শিক্ষার্থী অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কোর্সে পাঠারত শিক্ষার্থীদের ক্ষেত্রে 1500 থেকে 1700 টাকা পর্যন্ত দেওয়া হবে।

সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা (Sitaram Jindal Scholarship Eligibility Criteria)

  • ক্যাটাগরি A আবেদনকারী প্রার্থীকে মাধ্যমিক পাশের পর একাদশ বা দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নরত অবস্থায় থাকতে হবে। মাধ্যমিকে কমপক্ষে 75% থাকতে হবে।
  • ক্যাটেগরি B প্রার্থীকে যেকোনো সরকারি অথবা বেসরকারি ITI কোর্সে পাঠরত অবস্থায় থাকতে হবে। আগের পরীক্ষায় কমপক্ষে 50% নাম্বার থাকতে হবে।
  • ক্যাটেগরি C প্রার্থীকে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন পাঠরত অবস্থায় থাকতে হবে এবং পূর্বের পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর পেতে হবে।
  • ক্যাটাগরি D প্রার্থীকে ডিপ্লোমা কোর্সে অধ্যায়নরত হতে হবে এবং পূর্বের পরীক্ষায় কমপক্ষে 60 % নম্বর থাকতে হবে।
  • ক্যাটাগরি E আবেদনকারী প্রার্থীকে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল কোর্সে পাঠরত অবস্থায় থাকতে হবে এবং কমপক্ষে 70 % নম্বর পেতে হবে।
  • সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে আবেদনকারী পরিবারে বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে।

সীতারাম জিন্দাল স্কলারশিপের আবেদন পদ্ধতি (Sitaram Jindal Scholarship Application Process)

যারা সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ বা বৃত্তির জন্য আবেদন করতে চান তাদের নীচে দেওয়া পদ্ধতি অনুসরণ করতে হবে- 

  • প্রথমে, সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
  • সেখানে  হোমপেজে, Apply For Scholarship এর অপশনে ক্লিক করতে হবে।
  • দিয়ে Download Application Form লেখার উপর ক্লিক করতে হবে। আবেদনকারীদের সুবিধার জন্য এই স্কলারশিপের ফর্ম ডাউনলোড করা লিংক নিচে দেওয়া হয়েছে। 
  • এরপরে আবেদন করার ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। 
  • ডাউনলোড করে ঐ ফর্মটি সঠিক তথ্য দিয়ে পুরন করতে হবে। এরপর সমস্ত দরকারি নথি ফর্মের সংযুক্ত করতে হবে। 
  • নথি সংযুক্ত করার পরে এবার সেটিকে একটি খামে ভরে নিচের উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য দরকারি নথিপত্র

  • রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  • বয়সের প্রমাণপত্র।
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, যেমন- মাধ্যমিকের সার্টিফিকেট।
  • উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট।
  • ভর্তির প্রমাণপত্র।
  • আয়ের শংসাপত্র।
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) ইত্যাদি। 

সীতারাম জিন্দাল স্কলারশিপের আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

The trustee, Sitaram Jindal Foundation 11, Green Avenue, Behind Sector D-3, Vasant Kunj, New Delhi 110070. 

Important Links:  👇👇

কাজকর্ম WhatsApp গ্রুপে জয়েন হোন- Click Here

কাজকর্ম Telegram Channel: Join Now

সীতারাম জিন্দাল স্কলারশিপ ফর্ম ডাউনলোড (Sitaram Jindal Scholarship Form Download)

সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। তাই একটি আবেদন করার ফর্ম ডাউনলোড করে সেটি ফিল আপ জমা করতে হবে। নিচের লিঙ্কে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নিন। 

Sitaram Jindal Scholarship Form: Download

🔥 আরো গুরুত্বপুর্ণ স্কলারশিপ 👇👇

🎯 প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা স্কলারশিপে ২০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা

WhatsApp Group Join Now

🎯 এসবিআই (SBI) আশা স্কলারশিপ 

🎯 Facebook Scholarship 2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here