1/6: ভারতে রবিবারেই কেন ছুটি থাকে, জানেন কি? না জানলে সমস্যা নেই, কেননা আজ আমরা এই বিষয়েই বিস্তারে জানাতে চলেছি। আমরা সকলেই জানি রবিবার মানেই ছুটি। ছুটি মানেই জমিয়ে খাওয়া, আরামের ভাতঘুম, চা-তেলেভাজা দিয়ে সান্ধ্য আড্ডা, ফুর্তি, হইহুল্লোড়। সারা সপ্তাহ ধরে কাজ করার পর সবাই কাছেই এই রবিবারের ছুটিটা বহু প্রতীক্ষিত ছুটি। কিন্তু জানেন কি, কেন রবিবারই ছুটির দিন হিসেবে ঘোষণা করা হলো? এর পিছনে আছে এক সুদীর্ঘ ইতিহাস। আসুন জেনে নেওয়া যাক সবিস্তারে।
2/6: ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসিত ছিল, তখন কারখানায় যেসব ভারতীয় শ্রমিক কাজ করতেন, তাদেরকে সপ্তাহের ৭ দিনই কাজ করতে হতো। তাদের জন্য একটা দিনও ছুটি বরাদ্দ ছিল না। তবে কারখানার ব্রিটিশ মালিকদের জন্য রবিবার ছিল ছুটির দিন। এইদিন ব্রিটিশরা গির্জায় গিয়ে প্রার্থনা করত। বৈষম্যমূলক এই এই প্রথাটি মেনে নিতে পারেননি সেই সময়কার শ্রমিক নেতা শ্রী নারায়ন মেঘাজি লোখন্ডে।
3/6: নারায়ন মেঘাজি ব্রিটিশ অফিসারদের বলেন যে সপ্তাহে ৬ দিন কাজ করার পর প্রতিটি ভারতীয় শ্রমিকদের একদিন ছুটি দেওয়া দরকার। তিনি বলেন রবিবার হিন্দু দেবতা “খন্ডকার” জন্মদিন। তাই সপ্তাহের এই একটি দিনকে ভারতীয় শ্রমিকদের জন্যে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হোক। তবে ব্রিটিশরা এই প্রস্তাবে রাজি হননি মোটেই।
4/6: নারায়ন মেঘাজিও হাল ছাড়েন নি। ভারতীয় কর্মীদের ছুটির জন্য তিনি আরও সাত বছর লড়াই করেন। অবশেষে তাঁর প্রস্তাবকে মান্যতা দিতে বাধ্য হয় ব্রিটিশ সরকার। এরপরেই ১৮৯০ সালের ১০ জুন শ্রমিকদের রবিবার ছুটি দেওয়া হবে বলে জানায় ব্রিটিশ সরকার। পরবর্তীতে ব্রিটিশরা দেশ থেকে চলে গেলেও সেই নিয়ম আর বদলায়নি। ১৮৯০ সাল থেকেই প্রত্যেক সপ্তাহের রবিবার করে ছুটি দেওয়া হয়ে থাকে।
5/6: পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন দিন ছুটি থাকে। যেমন মুসলিম প্রধান দেশগুলিতে শুক্রবার ও শনিবার ছুটি থাকে। মুসলমানরা যেহেতু শুক্রবার বিশেষ ভাবে নামাজ পড়েন, তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার ও শনিবার ছুটির দিন মানা হয়।
6/6: আবার পাশ্চাত্যের খ্রিস্টান ধর্মাবলম্বী দেশগুলোতে শনিবার এবং রবিবার ছুটির দিন মানা হয়। খ্রিস্টানরা সপ্তাহের শেষ দিন রবিবারে গির্জায় গিয়ে প্রার্থনা করেন, তাই শনি ও রবি সেখানে ছুটির দিন। ভারতের ছবিটাও এক। ভারত বহু ধর্মাবলম্বীর দেশ, তাই আলাদা আলাদা করে ছুটি দেওয়া এখানে সম্ভব নয়। ২০০ বছর আগের ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রবিবারে ছুটি দেবার প্রথাই এখনও এখানে রয়ে গেছে। শনি ও রবিবার ভারতে ছুটির দিন মানা হয়।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান- উপরের লিংকে অথবা নিচের লিংকে ক্লিক করে জয়েন হতে পারবেন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
এগুলিও পড়ুন 👇👇
💡 টেটের রেজাল্ট পাওয়া প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি দিল পর্ষদ
💡 সিভিক পুলিশদের নিয়ে বিরাট ঘোষনা মমতা সরকারের
💡 বন্ধের মুখে রাজ্যের ৮২০৭ স্কুল? আপনার জেলায় কয়টি দেখুন