HS Semester Notice: উচ্চ মাধ্যমিকের সেমিস্টার নিয়ে নোটিশ জারি, ছাত্র-ছাত্রীদের কী করতে হবে বলা হয়েছে

Notice issued regarding higher secondary semester, students are told what to do
WhatsApp Group Join Now

বিদ্যাসাগর ভবনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন (WBCHSE) এর দ্বারা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী ও শিক্ষক মহাশয়ের জন্য 13/05/2024 তারিখে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। যার নোটিশ নং- L/PR/200/2024

উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার ক্ষেত্রে বিরাট পরিবর্তন যেমন- বার্ষিক পরীক্ষার পরিবর্তে 2024-2025 থেকে “সেমিস্টার সিস্টেম” চালু হতে চলেছে। আরও এই নোটিশে যা বলা হয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো-

আরো আপডেট: CSL এ গ্রুপ-ডি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, ২০ হাজার ২০০ টাকা মাসিক বেতন

সেমিস্টার সিস্টেম নিয়ে WBCHSE এর নির্দেশিকা

  • 2023-2024 সালের একাডেমিক সেশন পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী সফল হয়নি বা একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তাদেরকে অবশ্যই একাদশ শ্রেণির একাডেমিক পাঠক্রম (যেমন-সেমিস্টার-I এবং সেমিস্টার-II) চালিয়ে যেতে হবে।
  • ইতিমধ্যেই যে কোনো শিক্ষার্থী 2024 বা 2023-এ একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বা অনুপস্থিত  ছিলো তারা নতুন করে একাডেমিক সেশন 2024 এর প্রবর্তিত সেমিস্টার সিস্টেমের অধীনে একাদশ শ্রেণির একাডেমিক পাঠ্যক্রম অর্থাৎ সেমিস্টার-I এবং সেমিস্টার –II দিতে পারবে।

আরো আপডেট: মাধ্যমিক পাশে ভারতীয় নেভিতে অগ্নিবীর নিয়োগ, ২৭ মে অবধি আবেদন চলবে

2025 এ প্রতিষ্ঠান প্রধানের (HOI) মাধ্যমে কাউন্সিলকে এই বিষয়ে একটি অঙ্গীকার প্রদান করে। এই বিকল্পটি শুধুমাত্র একাডেমিক সেশন 2024-2025 থেকে কার্যকর হবে, শিক্ষার্থীদের আগ্রহের কথা মাথায় রেখে যাতে তারা ইচ্ছা করলে সেমিস্টার সিস্টেমের সুবিধা নিতে পারে।

অনুগ্রহ করে মনে রাখবেন যে এই বিকল্পটি পরবর্তী একাডেমিক সেশন থেকে উপলব্ধ হবে না এবং এটিকে অগ্রাধিকার হিসাবে উল্লেখ করা যাবে না।

  • ছাত্রছাত্রীরা যাতে তাদের HOI এর মাধ্যমে কাউন্সিলের কাছে থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড প্রদান করে তার জন্য একটি নতুন করে নিয়ম চালু করতে হবে। একজন শিক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বছর থেকে তিন বছরের মধ্যে নতুন নিয়মের নির্দেশিকা বজায় রাখতে হবে।

আরো আপডেট: রাজ্যের গ্রাম পঞ্চায়েতে নিয়োগের জেলা ভিত্তিক শূন্যপদের তালিকা 2024

WBCHSE এর নির্দেশিকার নোটিশ: Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here