কোচিন শিপইয়ার্ড লিমিটেড অর্থাৎ CSL এর (Cochin Shipyard Limited- CSL) তরফ থেকে সপ্তম শ্রেণি পাশ চাকরিপ্রার্থীদের জন্য জেনারেল ওয়ার্কার (General Worker) বা গ্রুপ-ডি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
জেনারেল ওয়ার্কার (General Worker) বা গ্রুপ-ডি পদের জন্য রাজ্যের ২৩ টি জেলার যোগ্য ছেলে-মেয়েরা আবেদন করতে পারবেন। এই গ্রুপ-ডি পদে কিভাবে নিয়োগ করবে এবং কিভাবে আবেদন করতে হবে তার খুঁটিনাটি বিষয়সমূহ প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো-
নিয়োগ সম্পর্কে একনজরে (Recruitment Glance)
নিয়োগকারী সংস্থা | কোচিন শিপইয়ার্ড লিমিটেড (Cochin Shipyard Limited- CSL) |
পদের নাম | জেনারেল ওয়ার্কার (General Worker) বা গ্রুপ-ডি |
মোট শূন্যপদ | 15 টি |
শিক্ষাগত যোগ্যতা | সপ্তম শ্রেণি পাশ |
আবেদন মাধ্যম | অনলাইন |
অনলাইন আবেদন শুরু | 08/05/2024 |
অনলাইন আবেদন শেষ | 22/05/2024 |
নিয়োগের সম্পর্কে বিস্তারিত তথ্য (Recruitment Detailed Information)
পদের নাম (Post Name)
কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে যে পদে কর্মী নিয়োগ করা হবে তা হলো–
SL. No. | পদের নাম |
1. | জেনারেল ওয়ার্কার (General Worker) বা গ্রুপ-ডি |
শূন্যপদ (Vacancy)
কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে বিজ্ঞপ্তিতে ১৫ টি শূন্যপদ রয়েছে। পদের নাম ও শূন্যপদের সংখ্যা নীচে দেওয়া হলো-
পদের নাম | শূন্যপদ (টি) |
জেনারেল ওয়ার্কার (General Worker) বা গ্রুপ-ডি | ১৫ |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
কোচিন শিপইয়ার্ড লিমিটেডের জেনারেল ওয়ার্কার (General Worker) বা গ্রুপ-ডি পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা নিম্নে উল্লেখ করা হলো-
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
জেনারেল ওয়ার্কার (General Worker) বা গ্রুপ-ডি | নূন্যতম সপ্তম শ্রেণি পাশ বা সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাশ করা সার্টিফিকেট থাকতে হবে। |
বয়সসীমা (Age Limit)
CSL এ গ্রুপ-ডি পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স 22/05/2024 অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
পদের নাম | বেতন (টাকা) |
জেনারেল ওয়ার্কার (General Worker) বা গ্রুপ-ডি |
|
আবেদন পদ্ধতি (Apply Process)
- CSL এ জেনারেল ওয়ার্কার (General Worker) বা গ্রুপ-ডি পদে আবেদনের করার জন্য প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে নিজের সমস্ত প্রয়োজনীয় নথি দিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
নিয়োগের পদ্ধতি (Recruitment Process)
CSL এ গ্রুপ-ডি পদে চাকরির ক্ষেত্রে প্রার্থীকে নিম্নের দুটি ধাপে টেস্ট করার পর প্রার্থীকে নিয়োগ করা হবে। যেমন-
1) লিখিত পরীক্ষা (20 নম্বর)
2) প্রাকটিক্যাল টেস্ট (80 নম্বর)
আবেদন মূল্য (Application Fees)
কাস্ট অনুযায়ী | আবেদন মূল্য (টাকা) |
জেনারেল/OBC | 200 টাকা। |
SC/ST | আবেদন মূল্য দিতে হবে না। |
গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)
আবেদনের শুরু তারিখ | 08/05/2024 |
আবেদনের শেষ তারিখ | 22/05/2024 |
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 CRPF ও BSF সহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, ৫৬ হাজার ১০০ টাকা মাসিক বেতন
👉 মাধ্যমিক পাশে ভারতীয় রেলে গ্রুপ-ডি নিয়োগ, ১৬ মে পর্যন্ত আবেদন চলবে
👉 ৩৭১২ শূন্যপদে SSC এর মাধ্যমে গ্রুপ-সি নিয়োগের বিজ্ঞপ্তি, নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশে চাকরি