মাধ্যমিক পাশে ভারতীয় রেলে গ্রুপ-ডি নিয়োগ, ১৬ মে পর্যন্ত আবেদন চলবে

madhyamik pass Indian Railway Group-D Recruitment 2024
WhatsApp Group Join Now

সম্প্রতি রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, স্পোর্টস কোটায় নর্দার্ন রিজিয়নে প্রার্থীদের জন্য গ্রুপ-ডি নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন। 

এখানে বিভিন্ন খেলার জন্য বিভিন্ন শূন্যপদ রয়েছে। খেলা অনুসারে শূন্যপদের সংখ্যা জানতে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড নিন।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে

Football-Men, Weight lifting-Men, Athletics-Women, Athletics-Men, Boxing- Men, Boxing -Women, (Swimming-Men) Aquatics, Table Tennis-Men, Hockey-Men, Hockey-Women, Badminton-Men, Kabaddi-Women, Kabaddi -Men, Wrestling- Men, Wrestling -Women, Chess-Men (গ্রুপ-ডি)

শূন্যপদ

এখানে মোট 38 টি শূন্যপদ রয়েছে।

আরো আপডেট: ৮ তারিখ উচ্চ মাধ্যমিক রেজাল্ট! ১০ তারিখ থেকে রিভিউ শুরু, দিতে হবে এত টাকা

যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের স্পোর্টস যোগ্যতা থাকতে হবে। এখানে Basket Ball (Men), Hockey (Men), Hockey (Women) এবং Wrestling Men (Free Style) সহ আরও কিছু খেলা রয়েছে, যেগুলিতে পদক থাকতে হবে প্রার্থীদের। সাথে, মাধ্যমিক পাশ এবং কম্পিউটারে দক্ষ হতে হবে।

বয়সসীমা

01/07/2024. তারিখের হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবে।

মাসিক বেতন

Level 1- GP 1800 হিসেবে প্রার্থীদের এখানে বেতন দেওয়া হবে।

WhatsApp Group Join Now

আরো আপডেট: আয়কর দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

নিয়োগ পদ্ধতি

ফিজিক্যাল ফিটনেস এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.rrcnr.org ওয়েবসাইটে গিয়ে প্রাপ্ত আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর ফর্মটি সাবমিট করতে হবে।

আরো আপডেট: IIM তে FDE ও DEO পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ

আবেদন মূল্য

500 টাকা Gen দের জন্য এবং 250 টাকা SC/ST/EWS/WOMEN/PWD দের জন্য।

আবেদনের সময়সীমা

এখানে আবেদন চলবে 16/05/2024 তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here