IIM তে FDE ও DEO পদে নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED বা সংক্ষেপে BECIL এর তরফে IIM জম্মুতে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে IIM জম্মুতে।

দেশের চাকরিপ্রার্থীদের জন্য তাই এটি অবশ্যই একটি বড়ো খবর। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 2024/448

নোটিশ প্রকাশের তারিখ- 23.03.2024

যে পদে নিয়োগ করা হবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1. অডিও-ভিডিও টেকনিশিয়ান (AVT)

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Computer Science Engineering/IT নিয়ে গ্র্যাজুয়েশন এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা- সর্বোচ্চ 35 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 23,790 টাকা করে বেতন দেওয়া হবে।

আরো আপডেট: ৫০৬ শূন্যপদে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স নিয়োগ, ১৪ মে পর্যন্ত আবেদন চলবে

2. ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ (FDE)

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্ট কোর্স করে থাকতে হবে। সাথে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- 35 বছর বয়স অবধি সকলেই এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- 21,632 টাকা মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।

3. Data Entry Operator (DEO)

শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- গ্র্যাজুয়েশন পাশ করা সকল প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সাথে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 30 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম- মাসিক 21,632 টাকা করে বেতন দেওয়া হবে।

এছাড়াও এখানে রুম কিপিং এক্সিকিউটিভ, ক্যাটারিং সার্ভিস এক্সিকিউটিভ এবং অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখে নিন।

আরো আপডেট: কলকাতা বন্দরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, ৬০ হাজার টাকা মাসিক বেতন

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.becil.com এই ওয়েবসাইটে গিয়ে ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে।

সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে। এর পরে অ্যাপ্লিকেশন ফর্মের শেষে থাকা ইমেল আইডিতে ভরতি করা ফর্মটি পাঠিয়ে দিতে হবে।

আরো আপডেট: রেলটেল কর্পোরেশনে চাকরির বিজ্ঞপ্তি! মোট শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য UR, Women এবং OBC দের 885 টাকা এবং বাকি প্রার্থীদের 531 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

08/05/2024 এখানে আবেদন করার শেষ দিন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Comment