আগামী মাসের 8 তারিখ প্রকাশিত হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল। পরীক্ষার্থীরা ফল প্রকাশের দুদিন পর অর্থাৎ 10 তারিখ থেকে স্ক্রুটিনি (পিপিএস) এবং রিভিউ (পিপিআর)-এর জন্য আবেদন করতে পারবেন। তবে এই বার এই পদ্ধতিতে থাকছে চমক। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এবার আবেদনকারি পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা চালু করা হবে বলে জানানো হয়েছে।
এই বছর রিভিউ এবং স্ক্রুটিনিতে মিলবে তৎকাল পরিষেবা! এই পরিষেবা নিতে গেলে, সাধারণ ভাবে পরীক্ষার্থীদের স্ক্রুটিনি এবং রিভিউতে যে টাকা দিতে হয় তার থেকে তিনগুণ বেশি টাকা দিতে হবে তৎকাল পরিষেবার ক্ষেত্রে।
আরো আপডেট: ৫০৬ শূন্যপদে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স নিয়োগ, ১৪ মে পর্যন্ত আবেদন চলবে
এই বিষয়ে শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে যে, আবেদন করার সাত দিনের মধ্যে ফলপ্রকাশ না হলে তৎকাল পরিষেবার জন্য যে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে তা ফেরত দেওয়া হবে।
এতদিন পর্যন্ত, ফল ঘোষণার পর স্ক্রুটিনি এবং রিভিউর জন্য আবেদন করে থাকেন পরীক্ষার্থীরা। আবেদনের দিন থেকে ফলপ্রকাশ— সম্পূর্ণ প্রক্রিয়াটির সময় লাগে 45 দিন। এর ফলে আবেদনরত পড়ুয়ারা অনেকেই উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে নম্বর না নানা রকম অসুবিধার সম্মুখীন হন।
আরো আপডেট: কলকাতা বন্দরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, ৬০ হাজার টাকা মাসিক বেতন
নতুন ব্যবস্থা সম্পর্কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের কথায়, “তৎকালের ক্ষেত্রে যে দিন থেকে পড়ুয়ারা আবেদন কীীিআাাারবে সে দিন থেকে সাত দিনের মধ্যে সংশোধিত মার্কশিট পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে। এই সময়সীমার মধ্যে যদি মার্কশিট হাতে না পায় তাহলে অতিরিক্ত যে টাকা নেওয়া হচ্ছে তা ফেরত দেওয়া হবে সংশ্লিষ্ট পড়ুয়াকে।”
তবে সংসদের সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি শিক্ষক মহলের যেমন, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল ক্ষোভ দেখিয়ে বলল, “পিপিএস এবং পিপিআরের যে ফি ধার্য করা হয়েছে, বিশেষ করে তৎকালের জন্য তা সঠিক নয়, বলে আমরা মনে করি। এতে অভিভাবকদের উপর অহেতুক আর্থিক চাপ বাড়বে। এগুলো বেসরকারি প্রতিষ্ঠানে হয়। সরকারি ব্যবস্থাপনায় এটা হওয়া কাঙ্খিত নয় বলে আমরা মনে করি।”
প্রসঙ্গত উল্লেখ্য, 8 মে দুপুর 1 টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ হবে। দুপুর 3 টে থেকে শিক্ষা সংসদ নির্ধারিত ওয়েবসাইট, অ্যাপ এবং এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এবং, 10 তারিখ থেকে স্কুলগুলির হাতে মার্কশিট ও শংসাপত্র তুলে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
আরো আপডেট: রেলটেল কর্পোরেশনে চাকরির বিজ্ঞপ্তি! মোট শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
এদিকে, তারিখ দুপুর 2 টো থেকে স্ক্রুটিনি এবং রিভিউ-এর জন্য অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন শুরু হয়ে যাবে। আবেদন করার শেষ দিন 13 তারিখ। তৎকাল পরিষেবার জন্য পড়ুয়াদের অতিরিক্ত টাকাও দিতে হবে। যেমন, সাধারণ ক্ষেত্রে স্ক্রুটিনির জন্য বিষয় পিছু 150 টাকা এবং রিভিউ-এর জন্য বিষয় পিছু 200 টাকা দিতে হয়। তবে, তৎকালের জন্য পড়ুয়াদের যথাক্রমে 600 এবং 800 টাকা দিতে হবে।