Free Wifi in School: স্কুলে স্কুলে ফ্রি Wifi ইন্টারনেট দেবে সরকার, এখন ১ টি কাজের জন্যই ব্যবহার হবে

The government will provide free wifi internet in schools, now it will be used for 1 work
WhatsApp Group Join Now

সরকারের পক্ষ থেকে রাজ্যের বিদ্যালয় গুলিতে বিনামূল্যে Wifi ইন্টারনেট ব্যবস্থা করা ঘোষণা করেছে। ইন্টারনেট ব্যবস্থা শিক্ষার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই রাজ্যের বিদ্যালয় গুলিতে অফিসিয়াল কাজ করতে কোন ধরনের অসুবিধা যাতে না হয়, সেই দিকে লক্ষ্য রেখে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদান করা হবে।

রাজ্যের এমন অনেক বিদ্যালয় রয়েছে যেখানে কোন ধরনের ইন্টারনেট ব্যবস্থা নেই। কিন্তু বিদ্যালয়ে এমন অনেক কাজ রয়েছে যেগুলি ইন্টারনেটের ছাড়া একেবারেই করা সম্ভব হয় না। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মেরিট লিস্ট প্রকাশ করা, ছাত্র-ছাত্রীদের ডকুমেন্টস অনলাইনে জমা করা, ছাত্র-ছাত্রীদের নম্বরের তালিকা আপলোড করা ইত্যাদি যাবতীয় বিষয়গুলি করতে গেলে ইন্টারনেটের ভূমিকা অপরিসীম।

আরো আপডেট: AIIMS এ সিনিয়র রেসিডেন্ট পদে চাকরির বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে সকলেই আবেদন যোগ্য

বিদ্যালয়ে Wifi পরিষেবার মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে?

i) ইন্টারনেট পরিষেবা না থাকার কারণে ছাত্র-ছাত্রীদের বহু সমস্যার মুখে পড়তে হয়, যেমন স্কুল ছুটি থাকলে অনলাইনের মাধ্যমে ক্লাস করানো সমস্যা হয়।

ii) অফিসিয়াল কাজগুলো করতে যাতে সমস্যা না হয় সেজন্য বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদান করা।

iii) বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা সহজেই অজানা বিষয়কে জানার মাধ্যম রূপে গড়ে তুলতে পারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে।

iv) বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কম্পিউটার ল্যাবরেটরি থেকে অনলাইনের মাধ্যমে নতুন বিষয়ের প্রতি জ্ঞান অর্জুন করতে পারে।

v) ছাত্র-ছাত্রীদের যাতে অফিশিয়াল কোন কাজ করতে সমস্যা না হয়, সেই জন্য মধ্যশিক্ষা পর্ষদ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদান করতে চলেছে।

আরো আপডেট: জলবিদ্যুৎ দপ্তরে স্টেনোগ্রাফার সহ বিভিন্ন পদে নিয়োগ, নূন্যতম মাধ্যমিক পাশে নিয়োগ

বিদ্যালয়ে বিনামূল্যে Wifi পরিষেবা কতদিন দেওয়া হবে?

বিদ্যালয়ে অফিসিয়াল কাজ করার জন্য 39 মাস বা তিন বছর তিন মাস পর্যন্ত বিনামূল্যে Wifi পরিষেবা দেওয়া হবে।

কতগুলি বিদ্যালয়ে বিনামূল্যে Wifi পরিষেবা প্রদান করা হবে?

মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এক মাসের মধ্যে প্রায় ১৪,৫০০ টি সরকারি স্কুলে বিনামূল্যে Wifi পরিষেবা প্রদান করা হবে।

পরিশেষে বলা যায় যে, রাজ্যের বিদ্যালয় গুলিতে বিনামূল্যে Wifi পরিষেবা প্রদান করা হলো একটি উন্নত ধরনের নতুন পদক্ষেপ। এই ইন্টারনেট ব্যবহারের ফলে ছাত্র-ছাত্রীদের জ্ঞানের বিকাশ ঘটবে। কিন্তু শুধুমাত্র বিদ্যালয়ের অফিসিয়াল কাজের জন্যই বিনামূল্যে Wifi পরিষেবা প্রদান করা হবে।

WhatsApp Group Join Now

আরো আপডেট: উচ্চ মাধ্যমিকের সেমিস্টার নিয়ে নোটিশ জারি, ছাত্র-ছাত্রীদের কী করতে হবে বলা হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here