কম্পিউটার অপারেটর সহ বিভিন্ন পদে নিয়োগ, ৩১ মে পর্যন্ত আবেদন চলবে

Computer Operator including various posts Recruitment 2024
WhatsApp Group Join Now

DRDO (Defence Research & Development Organization) হলো ভারত সরকারের দ্বারা স্বীকৃত প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। এটি DMRL (Defence Metallurgical Research Laboratory) অধীনে 1963 সালে হায়দ্রাবাদে প্রতিরক্ষা ধাতব গবেষণা ল্যাবরেটরি প্রতিষ্ঠিত হয়েছিল।

এই ডিফেন্স মেটাল্লুরজিক্যাল রিসার্চ ল্যাবরেটরিটিতে ডিফেন্সে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) এর তরফ থেকে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের সকল আবেদন যোগ্য চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।

DRDO তে বিভিন্ন পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীরা কিভাবে আবেদন করবে, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, কি কি ডকুমেন্টসের প্রয়োজন সেই সমস্ত পুরো বিষয়সমূহ আর্টিকেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হলো।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে

DRDO তে ফিটার, টার্নার, মাচিনিস, বেলদার, ইলেক্ট্রিসিয়ান, ইলেকট্রনিক্স, কার্পেন্টার, বুক বিন্দার, কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। 

শূন্যপদ

DRDO তে প্রতিটি পদের জন্য আলাদা শূন্যপদ রয়েছে, যেমন ফিটার-20, টার্নার-08, মাচিনিস-16, বেলদার-04, ইলেক্ট্রিসিয়ান-12, ইলেকট্রনিক্স-04, কার্পেন্টার-02, বুক বিন্দার-01, কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট-60

এখানে সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে 127 টি। 

আরো আপডেট: AIIMS এ সিনিয়র রেসিডেন্ট পদে চাকরির বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে সকলেই আবেদন যোগ্য

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করার জন্য আবেদনকারীর যোগ্যতা যেকোনো সরকারী স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে ITI ডিগ্রী পাশ করা থাকতে হবে।

বয়সসীমা

DRDO তে বিভিন্ন পদে আবেদন করার জন্য আবেদনকারীর নির্দিষ্ট কোনো বয়স উল্লেখ করা নেই।

মাসিক বেতন

WhatsApp Group Join Now

ডিফেন্সে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বিভিন্ন পদের জন্য নোটিশে মাসিক বেতন সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা নেই।

আরো আপডেট: জলবিদ্যুৎ দপ্তরে স্টেনোগ্রাফার সহ বিভিন্ন পদে নিয়োগ, নূন্যতম মাধ্যমিক পাশে নিয়োগ

আবেদনপত্রের সাথে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে

  • জন্মের প্রমাণপত্র
  • ITI সার্টিফিকেট
  • ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট
  • ব্যাংকের পাশ বই
  • আধার কার্ড
  • কাস্ট সার্টিফিকেট

আবেদন পদ্ধতি

  • প্রার্থীদেরকে প্রথমে https://www.apprenticeshipindia.gov.in/ এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের ভিত্তিতে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর https://www.apprenticeshipindia.gov.in/ এই ওয়েবসাইটের মাধ্যমে নির্ভূলভাবে ফর্মটি ফিলাপ করতে হবে।

আরো আপডেট: উচ্চ মাধ্যমিকের সেমিস্টার নিয়ে নোটিশ জারি, ছাত্র-ছাত্রীদের কী করতে হবে বলা হয়েছে

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শেষ তারিখ: 31/05/2024

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here