জলবিদ্যুৎ দপ্তরে স্টেনোগ্রাফার সহ বিভিন্ন পদে নিয়োগ, নূন্যতম মাধ্যমিক পাশে নিয়োগ

Hydropower Department Stenographer including various posts Recruitment 2024
WhatsApp Group Join Now

NHPC (National Hydroelectric Power Corporation) হল- জাতীয় জলবিদ্যুৎ শক্তি সংস্থা। এটি 1975 সালে ভারত সরকার দ্বারা স্বীকৃত জলবিদ্যুৎ উৎপাদনকারী একটি গুরুত্বপূর্ণ সংস্থা। NHPC অর্থাৎ জলবিদ্যুৎ দপ্তরে বিভিন্ন পদে এপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের মাধ্যমিক পাশ সমস্ত ছেলে-মেয়েরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

NHPC অর্থাৎ জলবিদ্যুৎ দপ্তরে বিভিন্ন পদে এপ্রেন্টিসের ক্ষেত্রে শূন্যপদ, যোগ্যতা, আবেদন পদ্ধতি সম্পর্কে আর্টিকেলের মাধ্যমে নিম্নে উল্লেখ করা হলো- 

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- TPS/HR/Apprentice /01/2024/ 730 
নোটিশ প্রকাশের তারিখ- 07/05/2024
যে পদে নিয়োগ করা হবে
COPA, ওয়েল্ডার, স্টেনোগ্রাফার, প্লাম্বার, ইলেক্ট্রনিক মেকানিক, ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিক (MV), ওয়্যারম্যান, টার্নার, মেশিনিস্ট এই সমস্ত পদে নিয়োগ করা হবে। 
শূন্যপদ
COPA-12, ওয়েল্ডার-3, স্টেনোগ্রাফার-10, প্লাম্বার-2, ইলেক্ট্রনিক মেকানিক-5, ইলেকট্রিশিয়ান-15, ফিটার-5, মেকানিক (MV)-5, ওয়্যারম্যান-2, টার্নার-2, মেশিনিস্ট-3
মোট শূন্যপদ রয়েছে 64 টি। 
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নূন্যতম মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং সাথে ITI পাশ সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা
10/05/2024 অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারের অনুমোদন অনুযায়ী SC/ST/OBC/PH বয়সের ছাড় পাবে।
বেতন
এখানে ট্রেনিং চলাকালীন প্রার্থীরা স্টাইপেন পাবে এবং ট্রেনিং এর সময়সীমা ১ বছর।
নিয়োগ পদ্ধতি
এপ্রেন্টিস ট্রেনীস এর ক্ষেত্রে লিখিত পরীক্ষা ছাড়াই শিক্ষাগত যোগ্যতার নম্বরের উপর ভিত্তি করে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
  • ইচ্ছুক আবেদন যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
  • প্রথমে প্রার্থীদেরকে https://www.apprenticeshipindia.gov.in/ এই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
  • তারপর নিজের সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলি দিয়ে ফর্মটি পূরণ করতে হবে।

আরো আপডেট: রাজ্যের গ্রাম পঞ্চায়েতে নিয়োগের জেলা ভিত্তিক শূন্যপদের তালিকা 2024

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ: 10/05/2024

আবেদনের শেষ তারিখ: 30/05/2024

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Previous articleHS Semester Notice: উচ্চ মাধ্যমিকের সেমিস্টার নিয়ে নোটিশ জারি, ছাত্র-ছাত্রীদের কী করতে হবে বলা হয়েছে
Next articleAIIMS এ সিনিয়র রেসিডেন্ট পদে চাকরির বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে সকলেই আবেদন যোগ্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here