রাজ্যের গ্রাম পঞ্চায়েতে নিয়োগের জেলা ভিত্তিক শূন্যপদের তালিকা 2024

State Gram Panchayat Recruitment District Wise Vacancy List 2024
WhatsApp Group Join Now

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের ২৩টি জেলার শূন্যপদের তালিকা প্রকাশিত হয়েছে। DLSC অর্থাৎ ডিস্ট্রিক্ট সিলেকশন কমিশন কমিটির মাধ্যমে জেলাভিত্তিক নোটিশ জারি করা হয়ে থাকে। এই আর্টিকেলের মাধ্যমে আপনি দেখে নিন আপনার জেলায় কয়টি শূন্যপদ রয়েছে।

রাজ্যের গ্রাম পঞ্চায়েতের জেলাভিত্তিক শূন্যপদের তালিকা 2024

1) নদীয়া – ১৪৪ টি

2) বাঁকুড়া – ৬৬০ টি

3) পূর্ব বর্ধমান – ৩১৮ টি

4) পূর্ব মেদিনীপুর – ৩২৯ টি

5) উত্তর দিনাজপুর – ১০০ টি

6) হুগলি – ৬০৬ টি

7) উত্তর ২৪ পরগনা – ৫৬৬ টি

8) পশ্চিম মেদিনীপুর – ৫৬০ টি

9) দক্ষিণ ২৪ পরগনা – ৫১৬ টি

10) পুরুলিয়া – ৪০৫ টি

11) হাওড়া – ৪৪২ টি

12) দার্জিলিং- ৩৬৬ টি

13) ঝাড়গ্রাম – ২২৫টি

WhatsApp Group Join Now

14) কালিম্পং – ১৬৯টি

15) মালদা – ১৩৮ টি

16) আলিপুরদুয়ার- ১৮১ টি

17) বীরভূম – ১৪৭ টি

18) কোচবিহার – ২০০ টি

19) পশ্চিম বর্ধমান – ১২৩ টি

20) দক্ষিণ দিনাজপুর – ১৮৪ টি

21) জলপাইগুড়ি – ১৪৬ টি

22) মুর্শিদাবাদ – ১৭৮ টি

23) দার্জিলিং- ৬৫ টি

বয়সসীমা

রাজ্যের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদের জন্য 01/01/2024 অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

রাজ্যের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশ ছেলে-মেয়েরা আবেদন যোগ্য।

রেজিস্ট্রেশন পদ্ধতি

গ্রাম পঞ্চায়েতের রেজিস্ট্রেশন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে, তার খুটিনাটি বিষয়সমূহ নিম্নে উল্লেখ করা হলো-

Step-1: পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

Step-2: আবেদনকারীর মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে হবে।

Step-3: সর্বপরি আপনার নিজের ছবি, স্বাক্ষরসহ ও প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

অনলাইনে ফর্ম ফিলাপ শুরু

পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পদের জন্য মে মাসেই অনলাইনে রেজিস্ট্রেশন করা শেষ সময় এবং সম্ভবত জুন মাস থেকেই চাকরিপ্রার্থীদের জন্য আবেদন শুরু হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 CRPF ও BSF সহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, ৫৬ হাজার ১০০ টাকা মাসিক বেতন

👉 মাধ্যমিক পাশে ভারতীয় রেলে গ্রুপ-ডি নিয়োগ, ১৬ মে পর্যন্ত আবেদন চলবে

👉 ৩৭১২ শূন্যপদে SSC এর মাধ্যমে গ্রুপ-সি নিয়োগের বিজ্ঞপ্তি, নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশে চাকরি

Previous articleCGCRI এ অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
Next articleমাধ্যমিক পাশে ভারতীয় নেভিতে অগ্নিবীর নিয়োগ, ২৭ মে অবধি আবেদন চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here