CGCRI এ অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

CGCRI Office Assistant Recruitment Notification 2024
WhatsApp Group Join Now

সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট (CGCRI) কলকাতাতে, ম্যানেজমেন্ট পদে কর্মী নিয়োগের জন্য cgcri.res.in-এ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা 15 মে, 2024 তারিখে বা তার আগে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে

অফিস অ্যাসিস্ট্যান্ট / মডার্ন অফিস ম্যানেজমেন্ট

শূন্যপদ

এখানে মোট 25 টি শূন্যপদ রয়েছে।

আরো আপডেট: ৩৭১২ শূন্যপদে SSC এর মাধ্যমে গ্রুপ-সি নিয়োগের বিজ্ঞপ্তি, নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশে চাকরি

যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো বিষয় নিয়ে নূন্যতম 50% নম্বর সহ গ্র্যাজুয়েশন পাশ থাকতে হবে।

মাসিক বেতন

এখানে প্রার্থীদের মাসিক বৃত্তি দেওয়া হবে 9,000 টাকা। এছাড়াও, 12 মাসের কোর্স শেষে দেওয়া হবে সার্টিফিকেট।

আরো আপডেট: মাধ্যমিক পাশে ভারতীয় রেলে গ্রুপ-ডি নিয়োগ, ১৬ মে পর্যন্ত আবেদন চলবে

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউ মাধ্যমে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।

WhatsApp Group Join Now

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। https://nats.education.gov.in/student_register.php এই লিঙ্কে গিয়ে প্রথমেই প্রার্থীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে।

এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করবেন। তারপর আবেদনপত্রটিতে নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে।

আরো আপডেট: কলকাতা বিশ্ববিদ্যালয়ে SRF নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

গুরুত্বপূর্ণ তারিখ

15.05.2024 তারিখ, এখানে আবেদন করার শেষ দিন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here