CRPF ও BSF সহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, ৫৬ হাজার ১০০ টাকা মাসিক বেতন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে সেনাবাহিনীতে 89 টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেট নিয়োগ করা হবে। এখানে সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টররা আবেদন করতে পারবেন। এখানে উক্ত পদের জন্য যোগ্যতা, বয়সসীমা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- A.VI-1/2024-Rectt (AC/GD-LDCE-2023)-DA-6

নোটিশ প্রকাশের তারিখ- 08.04.2024

যে পদে নিয়োগ করা হবে

1. CRPF

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

2. BSF

3. ITBP

4. SSB

শূন্যপদ

(i) BSF – 29

(ii) CRPF – 19

(iii) ITBP – 29

(iv) SSB – 22

সব মিলিয়ে মোট 89 টি শূন্যপদ রয়েছে।

আরো আপডেট: ৩৭১২ শূন্যপদে SSC এর মাধ্যমে গ্রুপ-সি নিয়োগের বিজ্ঞপ্তি, নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশে চাকরি

যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন ডিগ্রি পাশ করে থাকতে হবে। সাথে, ফিজিক্যালি ফিট হতে হবে। এছাড়াও, সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর পদে চার বছর চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

35 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

শুরুতেই প্রার্থীদের মাসিক 56,100 টাকা করে দেওয়া হয়।

আরো আপডেট: মাধ্যমিক পাশে ভারতীয় রেলে গ্রুপ-ডি নিয়োগ, ১৬ মে পর্যন্ত আবেদন চলবে

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে, 9 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।

সাথে সমস্ত প্রয়োজনীয় নথি যেমন পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের জেরক্স এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আরো আপডেট: কলকাতা বিশ্ববিদ্যালয়ে SRF নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

আবেদন পাঠাবার ঠিকানা

The Dy. Inspector General(Rectt), Directorate General, CRPF, East Block-VII, Level-IV, R.K. Puram, New Delhi-66

গুরুত্বপূর্ণ তারিখ

21/05/2024 তারিখের মধ্যে এখানে অফলাইনে আবেদন করে ফেলতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Comment