মাধ্যমিক পাশে ভারতীয় নেভিতে অগ্নিবীর নিয়োগ, ২৭ মে অবধি আবেদন চলবে

madhyamik pass Indian Navy Agniveer post Recruitment 2024
WhatsApp Group Join Now

দীর্ঘ দিনের প্রত্যশা পর ভারতীয় নেভি-র (Indian Navy) তরফ থেকে মাধ্যমিক পাশে শিক্ষিত বেকার ছেলে-মেয়েদের জন্য অগ্নিবীর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

অগ্নিবীর পদের ক্ষেত্রে রাজ্যের সকল আবেদন যোগ্যপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এই পদের জন্য যোগ্যতা কেমন লাগবে, কিভাবে নিয়োগ করবে, কিভাবে আবেদন করতে হবে তা নিম্নে বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনাদের সম্মুখে উপস্থাপন করা হলো- 

নিয়োগ সম্পর্কে একনজরে (Recruitment Glance)

নোটিশ নং02/2024
নিয়োগকারী সংস্থাভারতীয় বায়ু সেনাবাহিনী (Indian Navy)
পদের নামঅগ্নিবীর
মোট শূন্যপদবিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই।
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাশ
আবেদন মাধ্যম
অনলাইন
অনলাইন আবেদন শুরু13/05/2024
অনলাইন আবেদন শেষ27/05/2024

নিয়োগের সম্পর্কে বিস্তারিত তথ্য (Recruitment Detailed Information)

পদের নাম (Post Name)

ভারতীয় নেভি-র (Indian Navy) তরফ থেকে যে পদে কর্মী নিয়োগ করা হবে তা হলো –

SL. No.পদের নাম
1.অগ্নিবীর

 

শূন্যপদ (Vacancy)

ভারতীয় নেভি-র (Indian Navy) এর তরফ থেকে বিজ্ঞপ্তিতে শূন্যপদ উল্লেখ করা নেই। পদের নাম ও শূন্যপদের সংখ্যা নীচে দেওয়া হলো-

পদের নামশূন্যপদ (টি)
অগ্নিবীরবিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই।

 

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

ভারতীয় নেভি-র (Indian Navy) এর অগ্নিবীর পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা নিম্নে উল্লেখ করা হলো-

পদের নামশিক্ষাগত যোগ্যতা
অগ্নিবীর50% সহ মাধ্যমিক পাশ

 

বয়সসীমা (Age Limit)

এই পদে আবেদনের জন্য আবেদনকারীর জন্ম ১ নভেম্বর ২০০৩ থেকে ৩০ এপ্রিল ২০০৭ তারিখের মধ্যে হতে হবে।

WhatsApp Group Join Now

বেতন (Salary)

পদের নামবেতন (টাকা)
অগ্নিবীর
  • প্রথম বছরে 30,000 টাকা
  • দ্বিতীয় বছরে 33,000 টাকা
  • তৃতীয় বছরে 36,500 টাকা
  • চতুর্থ বছরে 40,000 টাকা

 

আবেদন পদ্ধতি (Apply Process)

  • ইন্ডিয়ান নেভিতে অগ্নিবীর পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদন করার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে নিজের প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে অনলাইনে ফর্মটি পূরণ করতে হবে।

নিয়োগের পদ্ধতি (Recruitment Process)

অগ্নিবীর পদে চাকরির ক্ষেত্রে প্রার্থীকে নিম্নের দুটি ধাপে টেস্ট করার পর প্রার্থীকে নিয়োগ করা হবে। যেমন-

1) লিখিত পরীক্ষা

2) মেডিকেল টেস্টে

আবেদন মূল্য (Application Fees)

কাস্ট অনুযায়ীআবেদন মূল্য (টাকা)
জেনারেল/OBC/SC/ST/PWD550 টাকা।

 

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

আবেদনের শুরু তারিখ13/05/2024
আবেদনের শেষ তারিখ
27/05/2024

 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 CRPF ও BSF সহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, ৫৬ হাজার ১০০ টাকা মাসিক বেতন

👉 মাধ্যমিক পাশে ভারতীয় রেলে গ্রুপ-ডি নিয়োগ, ১৬ মে পর্যন্ত আবেদন চলবে

👉 ৩৭১২ শূন্যপদে SSC এর মাধ্যমে গ্রুপ-সি নিয়োগের বিজ্ঞপ্তি, নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশে চাকরি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here