রেলের লোকো পাইলট কিভাবে হওয়া যায়? যোগ্যতা, বেতন, নিয়োগ পদ্ধতি | How to Become Loco Pilot in Bengali

How to Become Loco Pilot in Bengali

আজকের দিনে প্রায় সকলেই নিজের যোগ্যতা অনুযায়ী যেকোনো সরকারি চাকরি পেতে চাই। কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ বা আবার WBCS অফিসার, কেউ শিক্ষক হতে চাই। এমন এনেকেই আছে যারা ইন্ডিয়ান রেলের চাকরি করতে চাই। ইন্ডিয়ান রেলের লোকো পাইলট কিভাবে হওয়া যায়? (How to Become Loco Pilot) এমন প্রশ্ন অনেকের মনে জেগে ওঠে।

আপনিও যদি জানতে যে, ভারতীয় রেলের লোকো পাইলট (Loco Pilot) কিভাবে হতে হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে, মাসিক বেতন কত করে পাওয়া যায়, নিয়োগ প্রক্রিয়া এবং পরীক্ষা পদ্ধতি কীরুপ তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য।

Loco Pilot Job Details in Bengali

আজকে আমরা লোকো পাইলট সম্পর্কিত (Loco Pilot Related) বিভিন্ন বিষয় জানাবো। প্রায় প্রতি বছরই ভারতীয় রেলের তরফ থেকে চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়। সেই মতো লোকো পাইলট নিয়োগের জন্যও ভারতীয় রেলের তরফ থেকে নিয়োগের নোটিশ প্রকাশিত হয় এবং আবেদন প্রক্রিয়া ও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যায়।

লোকো পাইলট কি? (What is Loco Pilot in Bengali)

ভারতীয় রেল (Indian Rail) এর অধীনে যতগুলি ট্রেন চলে সেগুলির ড্রাইভারকেই লোকো পাইলট (Loco Pilot) বলা হয়। একজন লোকো পাইলটের প্রধান দায়িত্ব হলো ট্রেনটিকে সাবধানতার সাথে চালিয়ে যাত্রীদের নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে পৌছে দেওয়া।

লোকো পাইলট এর চাকরি রেলের বিভিন্ন বিভাগের চাকরির মধ্যে সম্মানের এবং এতে বিভিন্ন অনেক সুযোগ-সুবিধাও পাওয়া যায়।

লোকো পাইলটের বিভিন্ন প্রকার (Various Types of Loco Pilot)

আপনাকে জানিয়ে রাখি, আপনি যদি লোকো পাইলটের চাকরি করতে চান তাহলে প্রথমেই আপনি লোকো পাইলটের চাকরি পাবেন না। আপনাকে প্রথমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (Assistant Loco Pilot) হিসেবে যোগ দিতে হবে।

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এর চাকরিতে জয়েন করে কয়েক বছর চাকরি করার পর আপনি সিনিয়র লোকো পাইলট (Senior Loco Pilot) হিসেবে প্রমোশন পাবেন।

সিনিয়র লোকো পাইলট এর কাজ কয়েক বছর করে অভিজ্ঞতা প্রাপ্ত হলে আপনি একজন লোকো পাইলট (Loco Pilot) হতে পারবেন।

লোকো পাইলটের প্রকার এইরুপ-

  • অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (Assistant Loco Pilot)
  • সিনিয়র লোকো পাইলট (Senior Loco Pilot)
  • লোকো পাইলট (Loco Pilot)

লোকো পাইলটের বেতন (Loco Pilot Salary)

প্রথম পর্যায়ে একজন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে চাকরিতে জয়েন করার পর মাসিক বেতন 5200 থেকে 20,000 টাকা, সাথে 1900 টাকার গ্রেড পে দেওয়া হয়। কিন্তু সব মিলিয়ে 30,000 থেকে 35,000 টাকা মতো বেতন থেকে যায়।

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে সিনিয়র লোকো পাইলট এর প্রমোশন হলে তখন বেতন বেড়ে প্রতি মাসে 55,000 থেকে 60,000 টাকা হয়ে যায়।

সবশেষে সিনিয়র লোকো পাইলট থেকে লোকো পাইলট (Loco Pilot) হওয়া যায়, সেই সময় প্রতি মাসে বেতন দেওয়া হয় 90,000 থেকে 1 লক্ষ টাকা।

লোকো পাইলটের বয়সসীমা (Loco Age Limit)

একজন লোকো পাইলটের চাকরির পরীক্ষা দেওয়ার জন্য বা লোকো পাইলট হওয়ার জন্য চাকরিপ্রার্থীর বয়স 18-28 বছর হতে হয়। এক্ষেত্রে ST, SC শ্রেনিরা 5 বছরের, OBC শ্রেনিরা 3 বছরের এবং অন্যান্য সংরক্ষিত শ্রেনিরাও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পায়।

লোকো পাইলটের শিক্ষাগত যোগ্যতা (loco Pilot Qualification in Bengali)

আপনি যদি একজন লোকো পাইলট হতে চান তাহলে আপনাকে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ভালো বুঝতে হবে। নিচে থেকে ভালো করে বুঝে নিন।

  • লোকো পাইলট হওয়ার জন্য সর্বনিম্ন যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হয়।
  • মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন সহ উচ্চতর যোগ্যতা থাকলেও লোকো পাইলট চাকরির জন্য আবেদন করা যায়।
  • ন্যুনতম মাধ্যমিক পাশের সাথে যেকোনো টেকনিক্যাল কোর্স যেমন ইঞ্জিনিয়ার বা ITI ট্রেড পাশ হতে হয়।
  • এক্ষেত্রে ITI এর বেশ কিছু ট্রেডের সার্টিফিকেট থাকলে লোকো পাইলট এর চাকরির জন্য আবেদন করা যায়।

আইটিআই (ITI) এর যেসমস্ত ট্রেড সার্টিফিকেট থাকলে একজন লোকো পাইলটের চাকরি করা যায় সেগুলি হলো-

টার্নার, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, ইলেকট্রিশিয়ান, হিট ইঞ্জিন, ইন্সট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট, মেকানিক ডিজেল, মেকানিক মোটর ভিহাইকিল, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, মিলরাইট মেন্টেন্যান্স মেকানিক, ওয়ারম্যান, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক। 

লোকো পাইলট নিয়োগ প্রক্রিয়া (Loco Pilot Recruitment Process) 

মোট পাঁচটি ধাপের পরীক্ষার মাধ্যমে রেলের লোকো পাইলট এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। 

(1) কম্পিউটার বেসড পরীক্ষা-১ (CBT-1)

  • প্রশ্ন সংখ্যা থাকে- 75 টি 
  • সময়সীমা থাকে- 1 ঘন্টা 
  • প্রশ্নের ধরন- MCQ 

(2) কম্পিউটার বেসড পরীক্ষা-২ (CBT-2)

  • দুটি পার্টে CBT-2 পরীক্ষা হয়।
  • পার্ট-১ (Part-1) এবং পার্ট ২ (Part-2)
  • প্রশ্নের ধরন- MCQ 
CBT-2 Exam
Part প্রশ্ন সংখ্যা সময়সীমা 
Part-1 100 1 ঘন্টা 30 মিনিট
Part-2 75 1 ঘন্টা

(3) কম্পিউটার বেসড অ্যাপ্লিকেশন টেস্ট (CBAT)

CBAT পরীক্ষাতে সাইকোলজিকাল কিছু প্রশ্ন করা হয়। এক্ষেত্রে উপস্থিত বুদ্ধি যাচাই করা হয়। 

(4) নথিপত্র যাচাইকরণ (Document Verification) 

(5) মেডিক্যাল টেস্ট (Medical Test)

মেডিক্যাল টেস্টের ক্ষেত্রে ভালো করে চোখের দৃষ্টি শক্তি যাচাই করা হয়। সঠিক রঙ চেনার ক্ষমতা আছে কিনা তা পরীক্ষা করা হয়। সেইসাথে শারীরিক ভাবে ফিট থাকতে হয়। 

মেডিক্যাল টেস্টে পাশ করলে লোকো পাইলট হিসেবে চাকরিপ্রার্থীকে নির্বাচন করা হয় এবং ট্রেনিং পিরিয়ড শুরু হয়ে যায়। 

লোকো পাইলট চাকরির আবেদন প্রক্রিয়া (loco Pilot Application Process in Bengali)

প্রথমেই জানিয়ে দিয়েছি লোকো পাইলট হওয়ার জন্য প্রথমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হওয়ার চাকরির পরীক্ষা দিতে হবে। এর জন্য ভারতীয় রেলওয়ে রিক্রূটমেন্ট বোর্ড (RRB) এর তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (RRB APL) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যায়।

আবেদন করতে হয়- https://indianrailways.gov.in/ এই ওয়েবসাইট থেকে। মূলত চারটে ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

(1) অনলাইন রেজিস্ট্রেশন (Online Registration)

(2) লগ ইন করে অনলাইন আবেদনপত্র পূরণ।

(3) দরকারি ডকুমেন্ট স্ক্যান করে অনলাইনে আপলোড।

(4) আবেদন ফি পেমেন্ট (Application Fee Payment)

লোকো পাইলট আবেদন ফি (Loco Pilot Application Fee)

জেনারেল বা UR শ্রেণির আবেদনকারীদের আবেদন ফি লাগে 500 টাকা। ST, SC, OBC এবং মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন ফি লাগে 250 টাকা।

সবশেষে, 

এমন অনেক ছাত্র-ছাত্রী রয়েছে যারা ভবিষ্যতে রেলের লোকো পাইলট চাকরি (Indian Rail Loco Pilot Job) করতে চাই। কিন্তু এই চাকরি বিষয়ক বিভিন্ন তথ্যগুলি তারা জানে না। তাদের জন্য আজকের এই আর্টিকেল লেখা হয়েছে। তাছাড়া এমন অনেক লোক আছে যারা এই চাকরি সম্পর্কে জানতে চাই। আশা করছি, লোকো পাইলট সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর এই আর্টিকেলে দেওয়া হয়েছে।  

তবুও আপনার মনে ভারতের রেলের Loco Pilot চাকরি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন। 

প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

WHATSAPP GROUP: Click Here

✅ TELEGRAM GROUP: Click Here

🔥 এগুলোও জেনে রাখুন 👇👇

🎯 রেলওয়ে ‘টিকিট কালেক্টর’ চাকরির তথ্য

🎯 WB আবগারি পুলিশ কিভাবে হওয়া যায়?

🎯 CBI অফিসার কিভাবে হওয়া যায়?

🎯 ED চাকরি কিভাবে পাওয়া যায়?

Previous articleআবগারি পুলিশ (WB Abgari Police) কিভাবে হওয়া যায়? আবগারি পুলিশের কাজ, মাসিক বেতন, নিয়োগ প্রক্রিয়া
Next articleRPF কনস্টেবল কিভাবে হওয়া যাবে? RPF এর মাসিক বেতন, শারীরিক মাপ, নিয়োগ প্রক্রিয়া | How to Become RPF in Bengali

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here