আবগারি পুলিশ (WB Abgari Police) কিভাবে হওয়া যায়? আবগারি পুলিশের কাজ, মাসিক বেতন, নিয়োগ প্রক্রিয়া

WB Abgari Police Details in Bengali

পশ্চিমবঙ্গ আবগারি পুলিশের কাজ কি? আবগারি পুলিশ কিভাবে হওয়া যায়? আবগারি পুলিশ হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগে, আবগারি পুলিশের মাসিক বেতন কত? ইত্যাদি বিষয়ে সমস্ত কিছু আজকের এই আর্টিকেলে জানানো হবে। আপনিও যদি আবগারি পুলিশ হতে চান তাহলে সবকিছু জেনে নিন। 

আবগারি পুলিশ পশ্চিমবঙ্গের অন্য সকল পুলিশের চাকরির থেকে অনেকটা সুখের চাকরি। তাই বলে এতে কোনো কাজ করতে হয় না এমনটা কিন্তু না। কি কি কাজ করতে হয় তাও আজকে আপনি জানতে পারবেন। 

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রূটমেন্ট বোর্ডের মাধমে আবগারি পুলিশ কনস্টেবল নিয়োগ করা হয়। এক্ষেত্রে রাজ্যের পুরুষ এবং মহিলা সকলের জন্যই ভ্যকান্সি বের হয়। তবে নির্দিষ্ট শারীরিক মাপ থাকলেই তবে এই চাকরির জন্য আবেদন করা যায়। 

WB Abgari Police Constable Details in Bengali

অনেকেই পশ্চিমবঙ্গ আবগারি পুলিশ এর চাকরি করতে চাই। কিন্তু তারা এই চাকরি সম্পর্কিত অনেক বিষয় জানে না এবং ঠিকভাবে চাকরির প্রস্তুতি নিতে পারেনা। তাই তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি লেখা হয়েছে।

নিচের দেওয়া তথ্য গুলি সম্পুর্ন পড়লে আশা করছি আবগারি পুলিশ নিয়োগ সম্পর্কে সবকিছু পরিষ্কার জানতে পারবেন।  

আবগারি পুলিশের কাজ (WB Abgari Constable Duty)

সাধারন পুলিশের থেকে আবগারি পুলিশের কাজ একটু অন্য ধরনের। পশ্চিমবঙ্গের প্রতিটা জেলার আলদা আলাদা আবগারি বিভাগ রয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট জেলার বিভিন্ন বেআইনি কাজগুলোর তদারকি করা হয়।

একজন আবগারি পুলিশ কনস্টেবলের কি কি কাজ থাকে তা নিচে থেকে জেনে নিন- 

(1) আবগারি পুলিশের প্রধান কাজ হল রাজ্যের কোনো জায়গার বেআইনি কারবার বন্ধ করা।

(2) কোনো বেআইনি মদের ঢেকের খোঁজ পাওয়া গেলে সেখানে গিয়ে তা বন্ধ করা এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া।

(3) গাঁজা অর্থাৎ নেশাজাতীয় কোনো গাছের চাষ হলে তা বন্ধ করা। 

(4) বেআইনি ওষুধের কারবার রোধে পদক্ষেপ এবং প্রয়োজনে Raid করা ইত্যাদি। 

আবগারি পুলিশ কনস্টেবলের পদোন্নতি (WB Abgari Police Promotion)

একজন আবগারি পুলিশ কনস্টেবল পদে চাকরিরত ব্যাক্তি পরীক্ষা দিয়ে আবগারি দপ্তরের উচ্চপদের চাকরিতে যুক্ত পারেন। এক্ষেত্রে যেসমস্ত পদে উন্নীত হওয়া যায় সেগুলি হলো- 

  • ডেপুটি এক্সাইজ কালেক্টর (Deputy Excise Collector)
  • অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (Assistant Sub Inspector)
  • সুপারিন্টেন্ডেন্ট এক্সাইজ (Superintendent Excise)
  • অ্যাডিশনাল সুপারিন্টেন্ডেন্ট অফ এক্সাইজ (Additional Superintendent of Excise)
  • সাব ইন্সপেক্টর (Sub Inspector) 

আবগারি পুলিশ শিক্ষাগত যোগ্যতা (WB Abgari Constable Educational Qualification)

মাধ্যমিক পাশ (Madhyamik Pass) হলেই আবগারি পুলিশ কনস্টেবল চাকরির জন্য আবেদন করা যায়। এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।

আবগারি পুলিশ বয়সসীমা (WB Abgari Constable Age Limit)

শ্রেনি  বয়সসীমা  বয়সের ছাড় 
জেনারেল (UR) 18-27 বছর  Na
ST, SC 18-32 বছর  5 বছর 
OBC 18-30 বছর  3 বছর 

আবগারি পুলিশের বেতন (WB Abgari Constable Salary)

বেসিক পে- 22,700 টাকা, HRA-2724 টাকা, মেডিক্যাল- 500 টাকা। সব মিলিয়ে একজন আবগারি পুলিশ কনস্টেবলের মাসিক বেতন থাকে 25,924 টাকা। তবে বছরের পর বছর বেতনের পরিমান বাড়তে থাকে। 

আবগারি পুলিশ নিয়োগ প্রক্রিয়া (WB Abgari Constable Selection Process)

যে কয়েকটি পরীক্ষার মাধ্যমে আবগারি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করা হয় সেগুলি হলো- 

(1) প্রিলিমিনারি লিখিত পরীক্ষা (Preliminary Written Test)- 100 নম্বর 

(2) শারীরিক মাপের পরীক্ষা (Physical Measurement Test- PMT)

(3) শারীরিক দক্ষতার পরীক্ষা (Physical Efficiency Test- PET)

(4) মেন বা ফাইনাল লিখিত পরীক্ষা (Main or Final Written Test)- 90 নম্বর 

(5) ইন্টারভিউ (Interview)- 10 নম্বর

আবগারি পুলিশ পরীক্ষার সিলেবাস (WB Abgari Constable Exam Syllabus)

এইবার আমরা আবগারি পুলিশ কনস্টেবলের পরীক্ষার সিলেবাস অর্থাৎ প্রিলি এবং মেন পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানবো। 

প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস (Preliminary Exam Syllabus)

  • 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। 
  • প্রশ্ন হয় MCQ টাইপের।  
  • পরীক্ষার সময়সীমা থাকে 1 ঘন্টা।

সিলেবাস

বিষয়  নম্বর 
(1) বাংলা/ নেপালি 50
(2) জেনারেল অ্যাওয়্যারনেস এবং রিজনিং 50

ফাইনাল মেন পরীক্ষার সিলেবাস (Final Main Exam Syllabus)

  • 90 নম্বরের মেন পরীক্ষা নেওয়া হয়। 
  • প্রশ্ন হয় MCQ টাইপের।  
  • পরীক্ষার সময়সীমা থাকে 1 ঘন্টা 30 মিনিট। 

সিলেবাস

বিষয়  নম্বর 
(1) জেনারেল অ্যাওয়্যারনেস এবং জেনারেল নলেজ 30
(2) ইংরেজি  30
(3) গণিত  20
(4) রিজনিং  10

আবগারি পুলিশের জন্য শারীরিক মাপ (WB Abgari Constable Physical Measurement) 

পুরুষদের জন্য-

ক্যাটেগরি  উচ্চতা (cm.) ওজন (kg.) বুকের মাপ (cm.) 
1. গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST বাদে সকলের ক্ষেত্রে 167 55-79 78 (5 সেমি. ফোলানোর ক্ষমতা)
2. গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST দের ক্ষেত্রে।  160 52-65 76 (5 সেমি. ফোলানোর ক্ষমতা)

মহিলাদের জন্য-

ক্যাটেগরি  উচ্চতা (cm.) ওজন (kg.)
1. গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST বাদে সকলের ক্ষেত্রে।  160 52-65
2. গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST দের ক্ষেত্রে।  152 50-60

আবগারি পুলিশ শারীরিক দক্ষতার মাঠ পরীক্ষা (WB Abgari Constable Physical Efficiency Test) 

বিভাগ দৌড় সময়সীমা
পুরুষ 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ড
মহিলা 400 মিটার 2 মিনিট

আবগারি পুলিশ কনস্টেবল চাকরির আবেদন প্রক্রিয়া (WB Abgari Constable Application Process)

WB Abgari Constable চাকরির জন্য পশ্চিমবঙ্গ পুলিশ (WB Police) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। আবগারি পুলিশের চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে এর আবেদন প্রক্রিয়া শুরু হয়।

পশ্চিমবঙ্গ আবগারি পুলিশের নতুন নিয়োগের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি অবশ্যই জানতে পারবেন। 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

এগুলোও জেনে রাখুন– 

Previous articleসেরা 5 টি কম্পিউটার কোর্স- করতে পারলে চাকরি নিশ্চিত | 5 Best Computer Course in Bengali
Next articleরেলের লোকো পাইলট কিভাবে হওয়া যায়? যোগ্যতা, বেতন, নিয়োগ পদ্ধতি | How to Become Loco Pilot in Bengali

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here