WBP কনস্টেবল কিভাবে হওয়া যায়? কনস্টেবল এর ডিউটি, বেতন, নিয়োগ প্রক্রিয়া

How to become Wbp Constable in Bengali
WhatsApp Group Join Now

এখনকার সময় কে না চায় সরকারি করতে। তাই WBP কনস্টেবল পুলিশ বা পশ্চিমবঙ্গ কনস্টেবল পুলিশে চাকরি করা অনেকের কাছেই স্বপ্ন। আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য চাকরির নিয়োগের বিষয়ে সঠিক ধারনা থাকাটা খুবই জরুরী। আজকের এই প্রতিবেদনে আমরা কনস্টেবল পুলিশ চাকরির বিষয়ে সমস্ত কিছু জানবো।  

যেকোনো চাকরির নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ন কিছু বিষয় থাকে। লিখিত পরীক্ষা, শারীরিক মাপের পরীক্ষা, ইন্টারভিউ ইত্যাদি। সেইসাথে চাকরি পরীক্ষার সিলেবাস, শারীরিক মাপ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা এগুলোও জানতে হয়। এইগুলি ঠিকঠাক করে জেনে তারপর কোনো চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয়।

অনেকেই মাধ্যমিক পাশের পর সরকারি চাকরির সন্ধান করে তাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল-এর চাকরি উপযুক্ত হতে পারে। তবে এই চাকরির ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই উচ্চতা, ওজন ইত্যাদি বিষয়গুলি মাপা হয়। 

পশ্চিমবঙ্গ পুলিশে সবথেকে জনপ্রিয় দুটি পোষ্ট হল WBP পুলিশ কনস্টেবল এবং WBP পুলিশ সাব ইন্সপেক্টর (SI)। আজকে শুধুমাত্র WBP পুলিশ কনস্টেবল চাকরির বিষয়ে বিস্তারিত জানানো হবে।

WBP পুলিশ কনস্টেবল কিভাবে হওয়া যায় তা এইবার আমরা একে একে বিস্তারে জেনে নেবো।

WBP কনস্টেবল কিভাবে হওয়া যায়?

WBP কনস্টেবল চাকরি পেতে গেলে সঠিক পদ্ধতিতে পড়াশোনা, নিয়মিত দৌড় প্র্যাকটিস, শরীরচর্চা করাটা খুবই প্রয়োজন। কেননা কেউ যদি মনে করে নিয়োগের চাকরির বিজ্ঞপ্তি বের হবে তারপর এগুলো করা শুরু করবো তাহলে তার চাকরি পেতে অনেকটা সময় লেগে যাবে।

আপনি হয়ত লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার পরিচিত কেউ খুব কম সময়ের মধ্যেই WBP কনস্টেবল চাকরি পেয়ে গেছে। হয়ত অনেকেই বলবে যে, তার ভাগ্য ভালো। কিন্তু ভাগ্য তখনি সাথ দেই যখন সে তার লক্ষ্য পূরনের জন্য নিয়মিত পরিশ্রম করে।

বেশি বকবক করে আপনাকে আর বিরক্ত করবো না। এইবার আমরা সরাসরি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল চাকরির ডিউটি, চাকরি পাওয়ার জন্য যোগ্যতা কি লাগে, বেতন কত দেওয়া হয়, নিয়োগ প্রক্রিয়া ঠিক কেমন, পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারে জেনে নেবো।

WBP কনস্টেবল এর কাজ বা ডিউটি (WBP Constable Duty)

(1) Sentry Duty- 2 ঘন্টা করে শিফট ভিত্তিক পাহাড়া দিতে হয়। তিন জনকে ২ ঘন্টা করে এই ডিউটি দেওয়া হয়। অর্থাৎ একজন ২ ঘন্টা ডিউটি করল তারপর আবার একজন ২ ঘন্টা এইভাবে ডিউটি চলে। 

  • First Sentry- সকাল ৮-১০ টা 
  • Second Sentry- সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা 
  • Third Sentry- দুপুর ১২ টা থেকে দুপুর- ২ টো

(2) 1/3 And Evening R.T Mobile Petroling-  এই ডিউটিতে কোনো এলাকায় টহলদারি দিতে হয়।

(3) Stand by- এক্ষেত্রে যেকোনো ডিউটির জন্য নিজেকে প্রস্তুত রাখতে। আপতকালীন বা বিশেষ কোনো প্রয়োজনে Stand by তে থাকা কনস্টেবলদের ডাকা হয়।

(4) Unnatural Death- (UD) Duty- কোনো জায়াগায় দুর্ঘটনা হলে, কারো অস্বাভাবিক মৃত্যু হলে ঘটনাস্থলে যেতে হয়। রাস্তায় বা কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে আহত ব্যাক্তিকে UD Duty-তে থাকা কনস্টেবল হাসপাতালে পৌছে দেওয়ার ব্যাবস্থা করে দেয়। 

(5) ডাক ডিউটি- থানা থেকে কোনো পার্সেল বা দরকারি নথিপত্র অন্য জায়াগায় পৌছে দিতে হয়। এই ডিউটি খুব কম থাকে। প্রয়োজনে দেওয়া হয়। 

হ্যাঁ আর একটি কথা জানিয়ে রাখি, একজন কনস্টেবল আগামীকাল কি ডিউটি করবে তা আজকের রাত ১০ টার মধ্যে জানিয়ে দেওয়া হয়। 

WhatsApp Group Join Now

WBP কনস্টেবল চাকরির যোগ্যতা (WBP Constable Eligibility Criteria) 

মাধ্যমিক বা এর সমতুল্য কোনো পরীক্ষা পাশ করে থাকলেই WBP কনস্টেবল চাকরির জন্য আবেদন করা যায়। 

সেইসাথে বাংলা ভাষায় লিখতে ও পড়তে পারতে হয়। পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকার চাকরি প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। 

WBP কনস্টেবল চাকরির বেতন (WBP Constable Salary) 

পশ্চিমবঙ্গ পুলিশ (WBP) কনস্টেবল চাকরির ক্ষেত্রে পে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে 22,700 থেকে 58,500 টাকা দেওয়া হয়ে থাকে।  

বয়সসীমা (WBP Constable Age Limit)  

ক্যাটেগরি বয়সসীমা বয়সের ছাড় 
General 18-27 বছর ———
SC/ST18-32 বছর5 বছর
OBC18-30 বছর3 বছর

WBP কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া (WBP Constable Recruitment Process) 

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল চাকরি পেতে বেশ কয়েকটি ধাপের পরীক্ষায় পাশ করতে হয়, এগুলি হল- 

(1) প্রিলিমিনারি লিখিত পরীক্ষা (Preliminary Exam)- 100 নম্বর

(2) শারীরিক মাপের পরীক্ষা এবং শারীরিক দক্ষতার পরীক্ষা (PMT & PET)

(3) মেন লিখিত পরীক্ষা (Main Exam)- 85 নম্বর 

(4) ইন্টারভিউ (Interview)- 15 নম্বর 

মেন পরীক্ষা এবং ইন্টারভিউ মিলিয়ে মোট ১০০ নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট বের হয়। 

WBP কনস্টেবল পরীক্ষার সিলেবাস (WBP Constable Job Exam Syllabus) 

WBP কনস্টেবল প্রিলিমিনারি সিলেবাস (WBP Constable Preliminary Syllabus) 

মোট 100 নম্বরের WBP কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষার জন্য সময়সীমা থাকে ১ ঘণ্টা। 

বিষয় নম্বর 
1. জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস 50
2. গণিত 30
3. রিজনিং 20
মোট 100

WBP কনস্টেবল মেন সিলেবাস (WBP Constable Main Syllabus) 

মোট 85 নম্বরের WBP কনস্টেবল মেন পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষার জন্য সময়সীমা থাকে ১ ঘণ্টা। 

বিষয় নম্বর 
1. জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস 25
2. ইংরেজি 25
3. গণিত 20
4. লজিকাল অ্যানালাইসিস এবং রিজনিং 15
মোট 85

শারীরিক মাপ (WBP Constable Physical Measurement) 

পুরুষদের ক্ষেত্রে- 

ক্যাটেগরি উচ্চতা (cm.)ওজন (kg.)বুকের মাপ (cm.) 
1. গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST বাদে সকলের ক্ষেত্রে1675778 (5 সেমি. ফোলানোর ক্ষমতা)
2. গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST দের ক্ষেত্রে। 1605376 (5 সেমি. ফোলানোর ক্ষমতা)

মহিলাদের ক্ষেত্রে-

ক্যাটেগরি উচ্চতা (cm.)ওজন (kg.)
1. গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST বাদে সকলের ক্ষেত্রে। 16049
2. গোর্খা, রাজবংশী, গাড়োয়ালী এবং ST দের ক্ষেত্রে। 15245

শারীরিক দক্ষতার (মাঠ) পরীক্ষা (WBP Constable Physical Efficiency Test) 

পোষ্ট দৌড়সময় 
কনস্টেবল 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ড 
লেডি কনস্টেবল800 মিটার 4 মিনিট 30 সেকেন্ড

আবেদন ফি (WBP Constable Application Fee)

(1) পশ্চিমবঙ্গের ST, SC শ্রেনি বাদে সকলের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 170 টাকা। 

(2) পশ্চিমবঙ্গের ST, SC শ্রেনিদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 20 টাকা। 

WBP কনস্টেবল চাকরির আবেদন প্রক্রিয়া (WBP Constable Application Process) 

WBP কনস্টেবল চাকরির জন্য পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। WBPRB এর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বের হওয়ার পর অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়।

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। 

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here