রেলওয়ে ‘টিকিট কালেক্টর’ চাকরির যোগ্যতা, বেতন, বয়স | Railway Ticket Collector Job Details in Bengali

Railway Ticket Collector Job Details in Bengali
WhatsApp Group Join Now

ভারতীয় রেলে অনেকগুলি পোষ্টের মধ্যে ‘টিকিট কালেক্টর’ (TC) হল চাকরির একটি সম্মানজনক পোস্ট। এই সম্মানীয় চাকরিতে প্রায় প্রতি বছরই ভারতীয় রেল থেকে বহু সংখ্যক জব ভ্যাকান্সি বের হয়। যাতে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেই চাকরি পাওয়া যায়। বিভিন্ন চাকরির মধ্যে রেলওয়ে চাকরির ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা থাকে।

টিকিট কালেক্টর চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বয়সসীমা কত হতে হয়, নিয়োগ পদ্ধতি কেমন, পরীক্ষার সিলেবাস সহ সমস্ত বিষয়ে বিস্তারিত আপনি জানতে পারবেন। 

Railway Ticket Collector Job Details in Bengali

পোষ্টের নামঃ  রেলওয়ে টিকিট কালেক্টর (TC)

বেতন (Railway Ticker Collector Salary)  

প্রতি মাসে 9,300 থেকে 34,800 টাকার মধ্যে, সঙ্গে 4,600 টাকার গ্রেড পে।

শিক্ষাগত যোগ্যতা (Railway Ticker Collector Qualification)

কমপক্ষে 50% নম্বর পেয়ে মাধ্যমিক করা থাকলে থাকলেই এই পোষ্টের জন্য আবেদন করা যায়। তবে উচ্চ শিক্ষিতরাও এই পোষ্টের জন্য আবেদন করতে পারে।

বয়সসীমা (Railway Ticker Collector Age Limit)

টিকিট কালেক্টর পোষ্টের জন্য আবেদনকারীর বয়স 18-27 বছরের মধ্যে হতে হয়। এক্ষেত্রে ST, SC দের বয়স হতে হয় 18-32 বছর এবং  OBC দের বয়সসীমা হতে হয় 18-30 বছর।

নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process)

নিম্নলিখিত ধাপে টিকিট কালেক্টর পোষ্টের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়-

  • লিখিত পরীক্ষা
  • ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভ্যারিফিকেশন
  • মেডিক্যাল টেস্ট

পরীক্ষার সিলেবাস (Exam Syllabus)

রেলওয়ে টিকিট কালেক্টর চাকরির ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হয় মোট 120 নম্বরের, যার জন্য সময় থাকে 90 মিনিট। সিলেবাসটি নীচে ছকের আকারে দেওয়া হল।

Sl. No.  বিষয়  প্রশ্ন সংখ্যা  নম্বর 
1 General Awareness 25 25
2 General Intelligence and Reasoning 15 15
3 Arithmetic 20 20
4 Technical Ability 30 30
5 General Science 30 30
মোট  120 120 

টিকিট কালেক্টর চাকরির সুবিধা

রেলওয়ে চাকরিতে এমন কিছু সুবিধা পাওয়া যায় যেগুলো বেশিরভাগ সরকারি চাকরিতে পাওয়া যায় না। রেলওয়ে টিকিট কালেক্টর চাকরিতে যেসমস্ত সুবিধা পাওয়া যায় সেগুলো হল-

  • Provident Fund
  • Gratuity
  • Medical Facility
  • Railway Pass Etc.

রেলওয়ে টিকিট কালেক্টর এবং রেলের অন্যান্য পোষ্টের চাকরির নোটিশ প্রকাশিত হলেই আমরা আপনাদের জানিয়ে দেবো।

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

বিঃদ্রঃ অনেকেই রেলওয়ে টিকিট কালেক্টর পোষ্টের জন্য কি যোগ্যতা লাগে, বেতন কত, পরীক্ষার সিলেবাস সহ একাধিক বিষয় সম্পর্কে জানে না। তাদেরকে জানানোর জন্যই আজকের পোষ্টটি লেখা। 

Previous articleবাংলা সহায়তা কেন্দ্রে চাকরিঃ প্রতিটি জেলায় নিয়োগ, আবেদন করুন || Bangla Sahayata Kendra Recruitment 2021
Next articleWBCS 2021 Official Answer Key PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here