‘বাংলা সহায়তা কেন্দ্র’ (BSK) গুলিতে গ্রুপ-সি পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হল। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এই নিয়োগটি করা হবে। কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করতে চাইলে আপনিও এতে আবেদন করতে পারেন।
তবে আবেদন করার আগে এই নিয়োগের আবেদন সম্পর্কে কিছু তথ্য জেনে নিলে আবেদন করার ক্ষেত্রে আপনার বিশেষ সুবিধা হবে। জেনে নিন-
Bangla Sahayata Kendra Recruitment 2021
পদের নামঃ ডাটা এনট্রি অপারেটর (‘বাংলা সহায়তা কেন্দ্র’)
বয়সঃ জেনেরাল আবেদনকারীর বয়স হতে হবে 40 বছরের মধ্যে এবং ST, SC, OBC শ্রেনিদের ক্ষেত্রে বয়স হতে হবে 43 বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতাঃ
- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে
- কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ 8 আগস্ট 2021
আবেদন ফিঃ কোনো আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতিঃ
বাংলা সহায়তা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে wbbsk.in আবেদন করতে হবে। ওয়েবসাইট ওপেন করলে নীচের দিকে ‘Apply Now’ অপশন দেখতে পাওয়া যাবে। ওটাতে ক্লিক করে বেশ কিছু ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
> আবেদন করার ডাইরেক্ট লিংক আপনি নীচে পেয়ে যাবেন, ওখানে ক্লিক করেও সরাসরি আবেদন করতে পারবেন।
যেসমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবেঃ
(1) এক কপি কালার ফটো
(2) আবেদনকারীর সই (সিগনেচার)
(3) বয়সের প্রমানের সার্টিফিকেট (মাধ্যমিকের অ্যাডমিট অথবা জন্ম সার্টিফিকেট)
(4) শেষ শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র
(5) কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট
(6) আঁধার কার্ড
(7) কাস্ট সার্টিফিকেট (ST, SC ও OBC দের ক্ষেত্রে)
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।