ফ্লিপকার্ট-এ কর্মী নিয়োগের একটি দারুন আপডেট চলে এসেছে। নদীয়া জেলার হরিণঘাটাতে ৫০০ এর বেশি শুন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই আবেদন করা যাবে। সরাসরি ইন্টারভিউ দিয়েই কাজে নিয়োগ করানো হবে।
কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন কত দেওয়া হবে এবং কোন পদ্ধতিতে আবেদন করতে হবে তা নীচে থেকে একে একে জেনে নিন।
পদের নামঃ ডাটা এনট্রি অপারেটর (Data Entry Opeartor)
বেতনঃ প্রতি মাসে 10,525 থেকে 13,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
বয়সঃ আবেদনকারীর বয়স 18-30 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
- কম্পিউটারের কোর্স করা থাকতে হবে (সার্টিফিকেট লাগবে)
শুন্যপদঃ 500 এর বেশি শুন্যপদে নিয়োগটি করা হবে।
নিয়োগের স্থানঃ নদীয়া জেলার হরিনঘাটা
আবেদনের মাধ্যমঃ অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফিঃ কোনো আবেদন ফি জমা করতে হবে না।
আবেদন পদ্ধতিঃ
অনলাইনে একটি গুগল ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে। আবেদন করার গুগল ফর্মের লিংক আপনারা নীচে পেয়ে যাবেন। সেটা সঠিক তথ্য দিয়ে ফিল আপ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বিঃদ্রঃ আপনাদের আবারও জানিয়ে রাখি, এক্ষেত্রে আবেদন করার জন্য বা চাকরিটা পাওয়ার জন্য কোনো টাকা লাগবে না।
গুরুত্বপূর্ণ লিংক গুলিঃ
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।