আইএএস (IAS) অফিসার কিভাবে হওয়া যায়? IAS অফিসারদের বেতন, যোগ্যতা, পরীক্ষা

IAS Officer kivabe hoya jai
WhatsApp Group Join Now

ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সবথেকে সম্মানজনক চাকরি হল আইএএস (IAS)। প্রতি বছর লক্ষাধিক ছেলে-মেয়ে IAS হওয়ার জন্য পরীক্ষায় বসে। তবে সবাই যে এই পরীক্ষায় পাশ করতে পারে এমনটা কিন্তু নয়। যারা গভীর অধ্যাবসা এবং পরিশ্রম করতে সক্ষম শুধুমাত্র তারাই এই পরীক্ষায় পাশ করে।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা UPSC বোর্ডের মাধ্যমে সংগঠিত পরীক্ষার মাধ্যমে IAS নিয়োগ হয়ে থাকে। এই পরীক্ষার বেশ কঠিন হয়ে থাকে। যেকারনে বেশিরভাগ মেধাবী ব্যক্তিরা এই পরীক্ষায় পাশ করতে পারে।

তবে ভারতে এমন অনেক সাধারন ছেলেমেয়ে রয়েছে যারা তাদের ইচ্ছা শক্তি এবং পরিশ্রমের মাধ্যমে IAS পরীক্ষা পাশ করে চাকরি করছে। তাই শুধু মেধাবী ছাত্র-ছাত্রীরাই IAS পরীক্ষায় পাশ করতে সক্ষম এমটা কিন্তু নয়।

সাধারন মানের ছাত্র-ছাত্রীরাও UPSC পরীক্ষা পাশ করে IAS এর চাকরি পেতে পারে। 

UPSC এর মাধ্যমে পরিচালিত পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র IAS নিয়োগ করা হয়, এমনটা কিন্তু না। UPSC পরীক্ষার মাধ্যমে IAS, IPS, IFS, IRS সহ মোট ২৪ টি পদে নিয়োগ করা হয়।

IAS এর সম্পূর্ন নাম কি?

IAS এর সম্পূর্ন নাম হল Indian Administrative Service, যেটাকে আমরা বাংলায়- ‘ভারতীয় প্রশাসনিক সেবা’ বলতে পারি। 

IAS কিভাবে হওয়া যায়?

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এর মাধ্যমে হওয়া সিভিস সার্ভিস পরীক্ষা পাশ করা এমন কোনো অসম্ভব ব্যাপার না। যদি অসম্ভবই হতো তাহলে ভারতের কেউ IAS অফিসার বা অন্য কোনো অফিসার পদে চাকরিই পেত না।

কিন্তু অনেকেই প্রতি বছর UPSC পরীক্ষা পাশ করে IAS এর চাকরিতে নিযুক্ত হচ্ছে।

আপনি যদি প্রথম থেকেই ঠিক করে নেন যে, IAS অফিসার হবোই তাহলে আপনার জন্য বিষয়টি আরো সহজ হয়ে যাবে। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ইচ্ছা থাকে। তাই আমাদের কাজ হল নিজের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে সমস্ত প্রতকূলতা পার করে লক্ষ্য পূরনের দিকে এগিয়ে যাওয়া। 

এইবার আমরা জানবো, IAS অফিসার হতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগে, IAS অফিসারদের মাসিক বেতন কত, বয়স কত হতে হয়, কয়টি ধাপে কি কি পরীক্ষা হয় ইত্যাদি বিষয়ে।

নিচের লেখা সম্পূর্ন পড়লে IAS সম্পর্কিত সমস্ত তথ্য আজ আপনি জানতে পারবেন। 

IAS অফিসার শিক্ষাগত যোগ্যতা

IAS অফিসার হতে গেলে যেকোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হয়। অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ করা লোকেরা IAS হওয়ার পরীক্ষা দিতে পারবে। 

এই কথাটি না বললেই না যে, আমাদের মধ্যে যারা IAS এর চাকরি করতে ইচ্ছুক তাদেরকে ক্লাস ১১-১২ থেকেই চাকরির জন্য একটু একটু করে প্রস্তুতি নেওয়া দরকার। আর একটি কথা, আর্টস বা কলা বিভাগ নিয়ে পড়াশোনা করলে এই চাকরির পরীক্ষার জন্য অনেক সুবিধা পাওয়া যায়।

কেননা ইতিহাস, ভুগোল, রাষ্ট্রবিজ্ঞানের মতো বিষয় থেকে অনেক প্রশ্ন করা হয়। তবে IAS চাকরির পরীক্ষা দেওয়ার মতো যথেস্ট বয়স থাকলেই এই পরীক্ষা দিতে পারবেন। অনেকে গ্র্যজুয়েশনের পর থেকেও IAS পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে। এতেও কোনো সমস্যা নেই। 

WhatsApp Group Join Now

মোট কথায়, আপনি যত তাড়াতাড়ি প্রস্তুতি নিতে শুরু করবেন ততই আপনার সুবিধা হবে। নির্ধারিত বয়সের মধ্যে আপনার যখন ইচ্ছা তখন IAS পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। 

IAS অফিসার বয়সসীমা

জেনারেল, ওবিসি, এসসি, এসটি দের ক্ষেত্রে বয়সসীমা হল-

  • General- 21 থেকে 32 বছর 
  • OBC- 21 থেকে 35 বছর 
  • SC/ST- 21 থেকে 37 বছর  
  • PwD- 40 বছর বয়স অবধি 

IAS অফিসার বেতন

একজন IAS অফিসার সাধারনত 56,100 টাকা থেকে 2,50,000 টাকা পর্যন্ত মাসিক বেতন পেয়ে থাকেন। IAS এর বিভিন্ন পোষ্ট অনুযায়ী বেতন কম বেশি হয় থাকে। 

IAS অফিসারদের সরকারি সুবিধা

IAS অফিসাররা বিভিন্ন সরকারি সুবিধা পেয়ে থাকেন, যেমন-

আবাস- একজন IAS অফিসারের যে রাজ্যে বা জেলায় পোষ্টিং হয় যেখানে নির্ধারিত কোনো একটি জায়গায় থাকার জন্য ডুপ্লেক্স বাংলো প্রদান করা হয়। 

পরিবহন সুবিধা- IAS অফিসারের যাতায়াতের সুবিধার জন্য গাড়ি সহ ১-৩ জন ড্রাইভার নিযুক্ত করা হয়ে থাকে। এই গাড়ির দেখাশোনা সরকারী লোকেরা করে থাকে। 

IAS অফিসার নিয়োগ প্রক্রিয়া

তিনটে পরীক্ষার মাধ্যমে IAS অফিসার নিয়োগ করা হয়-

(১) প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Examination)

(২) মেন পরীক্ষা (Main Examination)

(৩) ইন্টারভিউ (Interview)

(১) প্রিলিমিনারি পরীক্ষা- 400 নম্বরের MCQ টাইপের প্রশ্নের প্রিলিমিনারি পরীক্ষা হয়। এক্ষেত্রে জেনারেল স্টাডিজ এর দুইটি পেপার থাকে। প্রতিটি পেপারে 200 করে নম্বর থাকে। 

(২) মেন পরীক্ষা- মেন পরীক্ষা হয় 1750 নম্বরের। মোট পেপার থাকে 9 টি। 

  • 2 টি পেপার থাকে কুয়ালিফাইং পেপার। এই দুই পেপারে মোট নম্বর থাকে 600 (300+300)। 
  • 5 টি পেপার থাকে জেনারেল স্টাডিজ পেপার। 
  • 2 টি পেপার থাকে কম্পালসারি। 

(৩) ইন্টারভিউ- প্রিলিমিনারি এবং মেন পরীক্ষায় পাশ করার পর 275 নম্বরের নির্নায়ক ইন্টারভিউ নেওয়া হয়। এই ইন্টারভিউতে কয়েকজন প্রশ্নকর্তা থাকেন। যারা প্রায় ৪৫ মিনিট মতো সময় ধরে IPS চাকরিপ্রার্থীকে বিভিন্ন প্রশ্ন করে থাকেন।

মোট নম্বর-

  • মেন পরীক্ষার মোট নম্বর 1750
  • ইন্টারভিউয়ে থাকে 275 নম্বর
  • মেন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মোট নম্বর 2025  

IAS অফিসারদের ট্রেনিং

UPSC এর মাধ্যমে নেওয়া পরীক্ষার তিনটে ধাপ সম্পূর্ন করার পর মেরিট লিস্ট বের হয়। ঐ লিস্টে যারা উচ্চ র‍্যাঙ্ক পেয়ে থেকে তাদের IAS পদে নিয়োগ করা হবে। বাকী র‍্যাঙ্ক প্রাপকরা অন্যান্য পদের চাকরিতে নিযুক্ত হন। 

এরপর ট্রেনিং এর জন্য নির্বাচিত প্রার্থীদের লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় প্রশাসনিক অ্যাকাডেমি বা LBSNAA তে পাঠানো হয়। এখানে দুই বছরের ট্রেনিং সম্পূর্ন করানো হয়। 

IAS চাকরির পরীক্ষা কতবার (Attempt) দেওয়া যায়?

একজন ব্যক্তি ঠিক কতবার IAS চাকরির পরীক্ষা দিতে পারবে তা নির্ধারন করা রয়েছে। বিভিন্ন শ্রেনির প্রার্থীরা বেশ কয়েকবার IAS চাকরির পরীক্ষায় বসতে পারে। প্রথমবার প্রিলিমিনারি পরীক্ষা দেওয়া থেকে এই Attempt গণনা করা হয়-

  • General- 6
  • OBC- 9
  • SC/ST- 37 বছর বয়স অবধি 

IAS অফিসারদের কাজ

  • দেশের প্রশাসনিক কাজ নিয়ন্ত্রন করা।
  • প্রয়োজনে আন্তর্জাতিক স্তরের কাজে সাহায্য করা।
  • জেলার আইন ব্যবস্থা ঠিক রাখা
  • রাজস্ব সম্পর্কিত কাজের ব্যবস্থাপনা 
  • কোনো একটি এলাকার বিকাশ ঘটানো
  • সরকারি বিভিন্ন নীতি এবং প্রকল্প গুলির বাস্তবায়ন করা ইত্যাদি 

IAS অফিসারের বিভিন্ন পদ

  • Sub Divisional Officer (SDO)
  • Sub Divisional Magistrate (SDM) 
  • Joint Collector 
  • Chief Development Officer (CDO)
  • District Magistrate (DM)
  • Commissioner
  • Divisional Commissioner ইত্যাদি 

IAS অফিসারের ক্ষমতা

একজন IAS অফিসার কোনো একটি জেলার বা কোনো বিভাগের প্রধান। ঐ জেলা বা নির্দিষ্ট কোনো বিভাগের যেকোনো কাজ তার অধীনে হয়ে থাকে। ঐ বিভাগে কোনো সমস্যা হলে ক্ষমতাধীন IAS অফিসারকে তলব করা হয়।

IAS অফিসারের অধীনে কর্মরত কোনো অফিসারের যেকোনো রকমের অনৈতিক কাজ ধরা পড়লে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হয় ঐ IAS অফিসারকে।

IAS অফিসার অনৈতিক কাজের সাথে যুক্ত যেকোনো সরকারি কর্মচারির বিরুদ্ধে থানায় FIR দায়ের করতে পারেন। এমনকি তাকে বরখাস্তও করতে পারেন। 

সবশেষে 

আশা করছি, আইএএস (IAS) অফিসার কিভাবে হওয়া যায় আর্টিকেল থেকে আপনি IAS চাকরি বিষয়ক সমস্ত কিছুই জানতে পেরেছেন। অনেকের মনে প্রশ্ন জাগে কিভাবে IAS অফিসার হওয়া যায়? তাদের এই প্রশ্নের সঠিক উত্তর দিতেই আমাদের এই লেখাটি।

আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নতুন কোনো চাকরির আপডেট, চাকরির তথ্য, চাকরির প্রস্তুতি ইত্যাদি বিষয়ক লেখা পাবলিশ করে থাকি। যেগুলো হয়ত আপনার কাজে লাগতে পারে।

তাই চাকরি ও কাজ সংক্রান্ত যেকোনো আপডেট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন।

প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

WHATSAPP GROUP: Click Here

✅ TELEGRAM GROUP: Click Here

এগুলো পড়ুন- 

Previous article৩ লক্ষের বেশি ফ্রেশার্স নিয়োগ | আইটি সেক্টরে কর্মসংস্থান
Next articleভারতের রিজার্ভ ব্যাংকে গ্রুপ-B কর্মী নিয়োগ, ৫৫ হাজার ২০০ টাকা মাসিক বেতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here